ETV Bharat / state

গ্রিস-অ্যাক্রোপলিসের ছোঁয়া নজরুল বিশ্ববিদ্যালয়ে ! 10 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে স্টাডি সেন্টার - Nazrul Centre for Social and Cultural Studies

Kazi Nazrul University: আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রিসের অ্যাক্রোপলিস অডিটোরিয়ামের ধাঁচে তৈরি হচ্ছে কালচারাল স্টাডি সেন্টার ৷ এটি হওয়ায় কী সুবিধা পাবেন পড়ুয়ারা ? জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷

Etv Bharat
গ্রিসের অ্যাক্রোপলিসের ধাঁচে নজরুল বিশ্ববিদ্যালয়ে কালচারাল স্টাডিজ সেন্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 11:28 AM IST

Updated : Nov 28, 2023, 2:48 PM IST

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রিসের অ্যাক্রোপলিসের ধাঁচে তৈরি হচ্ছে স্টাডি সেন্টার

আসানসোল, 28 নভেম্বর: গ্রিসের অ্যাক্রোপলিস অডিটোরিয়ামের ধাঁচে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে 'নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ' ৷ 10 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এটি । একটি বড় অডিটোরিয়াম, তিনটি সেমিনার হল ও গবেষণা কেন্দ্র- এক ছাদের তলায় থাকবে এখানে । পশ্চিমবঙ্গে এত সুন্দর নির্মাণ এখনও নেই বলেই দাবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ।

বিদ্রোহী কবির সৃষ্টিকে নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ করে দিতে এবার নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ তৈরির উদ্যোগ নেওয়া হল । কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের পাশেই কবির পূর্ণাবয়ব মূর্তির ঠিক পিছনে বিশাল এলাকাজুড়ে নির্মাণ কাজ শুরু হয় । বিশাল অডিটোরিয়াম, গবেষণা কক্ষ, প্রদর্শনী কক্ষ, সেমিনার হল-সহ নানা পরিকল্পনা করেই কাজ শুরু হয় । আগের উপাচার্য থাকার সময়েই এই নির্মাণ কাজ শুরু হয়েছিল । কিন্তু শুরুতেই বিভ্রাট ও ত্রুটি দেখা দেয় । এরপর বেশ কিছুটা কাজ হওয়ার পর হঠাৎ একদিকে নির্মীয়মাণ অংশের পিলার ধসে গিয়ে বিস্তীর্ণ এলাকা পড়ে যায় । শুরু হয় সমালোচনা, বন্ধ হয়ে যায় কাজ ।

এরপর দীর্ঘদিন ধরে তৎকালীন উপাচার্য বিরোধী আন্দোলন শুরু হয় বিশ্ববিদ্যালয়ে । থমকে যাওয়া সমস্ত বিষয়টি খতিয়ে দেখে 'গোড়ায় গলদের' সন্ধান পাওয়া গিয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে বিল্ডিংয়ের ডিজাইনেই ত্রুটি ধরেছেন । অবশেষে নতুন ডিজাইন করে ত্রুটি শুধরেও দিয়েছেন তাঁরা । বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষর দাবি, নতুন ডিজাইন অনুযায়ী কাজ শুরু হয়েছে । চলতি বছরের শেষেই কাজ শেষ হবে বলে আসা । দীর্ঘদিন এই বিল্ডিং তৈরির কাজ বন্ধ থাকায় ব্যথিত ছিলেন নজরুল অনুরাগীরা । ফের এই কাজ শুরু হওয়ায় খুশি নজরুলের পরিবারের সদস্যরা ।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, অপূর্ব সুন্দর এই নজরুল সেন্টারের ডিজাইন । গ্রিসের অ্যাক্রোপলিস অডিটোরিয়ামের আদলে এটি তৈরি করা হচ্ছে । এর মধ্যে একটি বড় অডিটোরিয়াম তো থাকবেই । তার সঙ্গে তিনটি সেমিনার হল, গবেষণা কেন্দ্র প্রদর্শনী কক্ষও থাকবে । এই গবেষণা কেন্দ্রে কবির ব্যবহৃত বহু জিনিসপত্র রাখা হবে যাতে নজরুলের গবেষণায় নতুন দিগন্ত খুলে যেতে পারে ছাত্র-ছাত্রীদের কাছে । যেটুকু ত্রুটি ছিল তা মেরামত করে দ্রুত গতিতে কাজ চলছে । খুব দ্রুত এই নজরুল সেন্টার তৈরি হবে বলে আশা করা যায় ।

আরও পড়ুন :

1 বিদ্রোহী কবির ব্যবহৃত গ্রামোফোন এল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, গবেষণায় খুলবে নতুন দিক

2 'কারার ঐ লৌহ কপাট'য়ের সুর বদলে মর্মাহত বিদ্রোহী কবির পরিবার, সরব রহমানের সমালোচনায়

3 'গানটিকে অবিলম্বে সরান', 'কারার ঐ লৌহকপাট' নিয়ে সরব কুণাল ঘোষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রিসের অ্যাক্রোপলিসের ধাঁচে তৈরি হচ্ছে স্টাডি সেন্টার

আসানসোল, 28 নভেম্বর: গ্রিসের অ্যাক্রোপলিস অডিটোরিয়ামের ধাঁচে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে 'নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ' ৷ 10 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এটি । একটি বড় অডিটোরিয়াম, তিনটি সেমিনার হল ও গবেষণা কেন্দ্র- এক ছাদের তলায় থাকবে এখানে । পশ্চিমবঙ্গে এত সুন্দর নির্মাণ এখনও নেই বলেই দাবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ।

বিদ্রোহী কবির সৃষ্টিকে নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ করে দিতে এবার নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ তৈরির উদ্যোগ নেওয়া হল । কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের পাশেই কবির পূর্ণাবয়ব মূর্তির ঠিক পিছনে বিশাল এলাকাজুড়ে নির্মাণ কাজ শুরু হয় । বিশাল অডিটোরিয়াম, গবেষণা কক্ষ, প্রদর্শনী কক্ষ, সেমিনার হল-সহ নানা পরিকল্পনা করেই কাজ শুরু হয় । আগের উপাচার্য থাকার সময়েই এই নির্মাণ কাজ শুরু হয়েছিল । কিন্তু শুরুতেই বিভ্রাট ও ত্রুটি দেখা দেয় । এরপর বেশ কিছুটা কাজ হওয়ার পর হঠাৎ একদিকে নির্মীয়মাণ অংশের পিলার ধসে গিয়ে বিস্তীর্ণ এলাকা পড়ে যায় । শুরু হয় সমালোচনা, বন্ধ হয়ে যায় কাজ ।

এরপর দীর্ঘদিন ধরে তৎকালীন উপাচার্য বিরোধী আন্দোলন শুরু হয় বিশ্ববিদ্যালয়ে । থমকে যাওয়া সমস্ত বিষয়টি খতিয়ে দেখে 'গোড়ায় গলদের' সন্ধান পাওয়া গিয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে বিল্ডিংয়ের ডিজাইনেই ত্রুটি ধরেছেন । অবশেষে নতুন ডিজাইন করে ত্রুটি শুধরেও দিয়েছেন তাঁরা । বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষর দাবি, নতুন ডিজাইন অনুযায়ী কাজ শুরু হয়েছে । চলতি বছরের শেষেই কাজ শেষ হবে বলে আসা । দীর্ঘদিন এই বিল্ডিং তৈরির কাজ বন্ধ থাকায় ব্যথিত ছিলেন নজরুল অনুরাগীরা । ফের এই কাজ শুরু হওয়ায় খুশি নজরুলের পরিবারের সদস্যরা ।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, অপূর্ব সুন্দর এই নজরুল সেন্টারের ডিজাইন । গ্রিসের অ্যাক্রোপলিস অডিটোরিয়ামের আদলে এটি তৈরি করা হচ্ছে । এর মধ্যে একটি বড় অডিটোরিয়াম তো থাকবেই । তার সঙ্গে তিনটি সেমিনার হল, গবেষণা কেন্দ্র প্রদর্শনী কক্ষও থাকবে । এই গবেষণা কেন্দ্রে কবির ব্যবহৃত বহু জিনিসপত্র রাখা হবে যাতে নজরুলের গবেষণায় নতুন দিগন্ত খুলে যেতে পারে ছাত্র-ছাত্রীদের কাছে । যেটুকু ত্রুটি ছিল তা মেরামত করে দ্রুত গতিতে কাজ চলছে । খুব দ্রুত এই নজরুল সেন্টার তৈরি হবে বলে আশা করা যায় ।

আরও পড়ুন :

1 বিদ্রোহী কবির ব্যবহৃত গ্রামোফোন এল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, গবেষণায় খুলবে নতুন দিক

2 'কারার ঐ লৌহ কপাট'য়ের সুর বদলে মর্মাহত বিদ্রোহী কবির পরিবার, সরব রহমানের সমালোচনায়

3 'গানটিকে অবিলম্বে সরান', 'কারার ঐ লৌহকপাট' নিয়ে সরব কুণাল ঘোষ

Last Updated : Nov 28, 2023, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.