ETV Bharat / state

Kapil Patil: কেন্দ্রের টাকার মাত্র 40 শতাংশ খরচ হয়েছে গ্রামোন্নয়নে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর - মাত্র 40 শতাংশ খরচ হয়েছে গ্রামোন্নয়নে

বারেবারেই অভিযোগ উঠছিল কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না ৷ এরই মাঝে পশ্চিম বর্ধমান জেলা সফরে এসে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল (Kapil Moreshwar Patil) ৷ কেন্দ্রের টাকা খরচ করা নিয়ে সরাসরি তোপ দাগলেন রাজ্য সরকারকে ৷

Kapil Patil
Kapil Patil
author img

By

Published : Dec 4, 2022, 4:14 PM IST

Updated : Dec 4, 2022, 4:53 PM IST

আসানসোল, 4 ডিসেম্বর: তিনদিনের সফরে পশ্চিম বর্ধমান জেলায় এসেছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল (Kapil Moreshwar Patil) । তিনি বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন । জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন । এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি ৷

ডিসেম্বর পর্যন্ত 75 শতাংশ টাকার কাজ করার জন্য জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী । এই মাসে এসে তিনি পুনরায় গ্রাম উন্নয়নমূলক কাজের রিভিউ বৈঠক করবেন । বারেবারেই অভিযোগ উঠছিল কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না । কিন্তু কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল আসানসোলে এসে উলটো দাবি করলেন । তিনি বলেন, "গ্রাম উন্নয়নের জন্য যে পঞ্চায়েতকে টাকা দেওয়া হচ্ছে, তার চল্লিশ শতাংশ টাকা মাত্র খরচ করতে পেরেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ।" অর্থাৎ রাজ্য সরকার টাকা খরচ করতে ব্যর্থ, এক্ষেত্রে এমনটাই অভিযোগ তাঁর ।

কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ প্রতিমন্ত্রী আরও বলেন, "পঞ্চায়েত মন্ত্রণালয় থেকে প্রতি অর্থ কমিশনে সরাসরি ফান্ড দেওয়া হয় পঞ্চায়েতগুলিকে । আমি গ্রাম ঘুরে দেখলাম, কোথাও চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ড থেকে কী কাজ হয়েছে তার একটাও বোর্ড দেখতে পাইনি । গ্রামোন্নয়নের কাজের জন্য যে ফান্ড এসেছে, জেলা প্রশাসনের সঙ্গে তার রিভিউ বৈঠক করে জানতে পেরেছি মাত্র 40 শতাংশ ফান্ড খরচ হয়েছে । ডিসেম্বরের মধ্যে 75 শতাংশ ফান্ড খরচ করতে বলেছি । আবার ডিসেম্বরেই আমি আসব ।"

আসানসোলে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী

আরও পড়ুন: পরিবেশের কথা ভেবেই প্রধানমন্ত্রীর দেওয়া কয়লা উত্তোলনের লক্ষ্যপূরণ হবে, জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী

দু'দিন আগেই পঞ্চায়েত মন্ত্রী দাবি করেছিলেন, 100 দিনের কাজের ফান্ড নিয়ে গরমিল মেলায় সেই ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে । তবে কী পঞ্চায়েতে গ্রামোন্নয়নের ফান্ড (village development fund) খরচে গরমিল দেখা গেলে এবার রাজ্যে সেই টাকাও আসা বন্ধ হবে ? কপিল মোরেশ্বর পাতিল বলেন, "পঞ্চায়েত টাকা খরচ করছে না, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব । তবে একটি দুটি পঞ্চায়েতের জন্য রাজ্যে টাকা পাঠানো বন্ধ হবে না ।"

আসানসোল, 4 ডিসেম্বর: তিনদিনের সফরে পশ্চিম বর্ধমান জেলায় এসেছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল (Kapil Moreshwar Patil) । তিনি বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন । জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন । এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি ৷

ডিসেম্বর পর্যন্ত 75 শতাংশ টাকার কাজ করার জন্য জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী । এই মাসে এসে তিনি পুনরায় গ্রাম উন্নয়নমূলক কাজের রিভিউ বৈঠক করবেন । বারেবারেই অভিযোগ উঠছিল কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না । কিন্তু কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল আসানসোলে এসে উলটো দাবি করলেন । তিনি বলেন, "গ্রাম উন্নয়নের জন্য যে পঞ্চায়েতকে টাকা দেওয়া হচ্ছে, তার চল্লিশ শতাংশ টাকা মাত্র খরচ করতে পেরেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ।" অর্থাৎ রাজ্য সরকার টাকা খরচ করতে ব্যর্থ, এক্ষেত্রে এমনটাই অভিযোগ তাঁর ।

কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ প্রতিমন্ত্রী আরও বলেন, "পঞ্চায়েত মন্ত্রণালয় থেকে প্রতি অর্থ কমিশনে সরাসরি ফান্ড দেওয়া হয় পঞ্চায়েতগুলিকে । আমি গ্রাম ঘুরে দেখলাম, কোথাও চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ড থেকে কী কাজ হয়েছে তার একটাও বোর্ড দেখতে পাইনি । গ্রামোন্নয়নের কাজের জন্য যে ফান্ড এসেছে, জেলা প্রশাসনের সঙ্গে তার রিভিউ বৈঠক করে জানতে পেরেছি মাত্র 40 শতাংশ ফান্ড খরচ হয়েছে । ডিসেম্বরের মধ্যে 75 শতাংশ ফান্ড খরচ করতে বলেছি । আবার ডিসেম্বরেই আমি আসব ।"

আসানসোলে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী

আরও পড়ুন: পরিবেশের কথা ভেবেই প্রধানমন্ত্রীর দেওয়া কয়লা উত্তোলনের লক্ষ্যপূরণ হবে, জানালেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী

দু'দিন আগেই পঞ্চায়েত মন্ত্রী দাবি করেছিলেন, 100 দিনের কাজের ফান্ড নিয়ে গরমিল মেলায় সেই ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে । তবে কী পঞ্চায়েতে গ্রামোন্নয়নের ফান্ড (village development fund) খরচে গরমিল দেখা গেলে এবার রাজ্যে সেই টাকাও আসা বন্ধ হবে ? কপিল মোরেশ্বর পাতিল বলেন, "পঞ্চায়েত টাকা খরচ করছে না, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব । তবে একটি দুটি পঞ্চায়েতের জন্য রাজ্যে টাকা পাঠানো বন্ধ হবে না ।"

Last Updated : Dec 4, 2022, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.