ETV Bharat / state

Durgapur Suicide : কাঁকসায় আত্মঘাতী বিশেষ ভাবে সক্ষম মহিলা, গ্রেফতার প্রতিবেশী যুবক - Kanksa

গৃহবধূ বিশেষ ভাবে সক্ষম ছিলেন ৷ বিয়ের পর থেকে তাঁকে কুপ্রস্তাব দিত প্রতিবেশী যুবক ৷ মানসিক ও শারীরিক নির্যাতন চলত মহিলার উপর ৷ শেষে আত্মহত্যা করেন তিনি ৷

অভিযুক্ত রাকেশ বাগদী
অভিযুক্ত রাকেশ বাগদী
author img

By

Published : Oct 23, 2021, 5:12 PM IST

দুর্গাপুর, 23 অক্টোবর : প্রতিবেশী যুবকের শারীরিক ও মানসিক অত‍্যাচারে আত্মঘাতী হন বিশেষ ভাবে সক্ষম গৃহবধূ । ঘটনাটি কাঁকসার ক‍্যানেলপাড় এলাকায় । এই ঘটনায় অভিযুক্ত রাকেশ বাগদীকে গ্ৰেফতার করেছে কাঁকসা থানার পুলিশ ।

জানা গিয়েছে, 9 বছর আগে বীরভূমের বক্রেশ্বরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয় । তাঁর একটি 7 বছরের ছেলে রয়েছে । অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন সময় প্রতিবেশী যুবক রাকেশ বাগদী কুপ্রস্তাব দিত ওই মহিলাকে । রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তাঁর উপর । সেই অত‍্যাচার থেকে রক্ষা করতে মেয়ে ও জামাইকে কাঁকসা ক‍্যানেলপাড় এলাকায় ভাড়া বাড়িতে নিয়ে যান তাঁর পরিবার ।

আরও পড়ুন : Extra Marital Affair: প্রকাশ্যে পরকীয়া, অশান্তির জেরে আত্মঘাতী যুবক, গ্রেফতার মহিলা ও স্বামী

ক‍্যানেলপাড়ের ঠিকানা জোগাড় করে সেখানে যাতায়াত শুরু করে প্রতিবেশী রাকেশ । ভাড়া বাড়িতে গিয়েও চলে শারীরিক-মানসিক নির্যাতন । এবার আর সহ‍্য করতে না পেরে স্বামীর অনুপস্থিতিতে গত 11 অক্টোবর আত্মহত‍্যা করেন ওই মহিলা । পরিবারের পক্ষ থেকে কাঁকসা থানায় রাকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নেমে পুলিশ বক্রেশ্বর থেকে গ্ৰেফতার করেছে অভিযুক্ত রাকেশ বাগদীকে । শুক্রবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।

দুর্গাপুর, 23 অক্টোবর : প্রতিবেশী যুবকের শারীরিক ও মানসিক অত‍্যাচারে আত্মঘাতী হন বিশেষ ভাবে সক্ষম গৃহবধূ । ঘটনাটি কাঁকসার ক‍্যানেলপাড় এলাকায় । এই ঘটনায় অভিযুক্ত রাকেশ বাগদীকে গ্ৰেফতার করেছে কাঁকসা থানার পুলিশ ।

জানা গিয়েছে, 9 বছর আগে বীরভূমের বক্রেশ্বরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয় । তাঁর একটি 7 বছরের ছেলে রয়েছে । অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন সময় প্রতিবেশী যুবক রাকেশ বাগদী কুপ্রস্তাব দিত ওই মহিলাকে । রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তাঁর উপর । সেই অত‍্যাচার থেকে রক্ষা করতে মেয়ে ও জামাইকে কাঁকসা ক‍্যানেলপাড় এলাকায় ভাড়া বাড়িতে নিয়ে যান তাঁর পরিবার ।

আরও পড়ুন : Extra Marital Affair: প্রকাশ্যে পরকীয়া, অশান্তির জেরে আত্মঘাতী যুবক, গ্রেফতার মহিলা ও স্বামী

ক‍্যানেলপাড়ের ঠিকানা জোগাড় করে সেখানে যাতায়াত শুরু করে প্রতিবেশী রাকেশ । ভাড়া বাড়িতে গিয়েও চলে শারীরিক-মানসিক নির্যাতন । এবার আর সহ‍্য করতে না পেরে স্বামীর অনুপস্থিতিতে গত 11 অক্টোবর আত্মহত‍্যা করেন ওই মহিলা । পরিবারের পক্ষ থেকে কাঁকসা থানায় রাকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নেমে পুলিশ বক্রেশ্বর থেকে গ্ৰেফতার করেছে অভিযুক্ত রাকেশ বাগদীকে । শুক্রবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.