ETV Bharat / state

Monalisa Das অর্পিতা নামে কাউকে চিনি না, বাড়ি ফিরে বললেন মোনালিসা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই এই কেসে নাম জড়িয়েছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের (Professor Monalisa Das) ৷

kaji najrul university professor monalisa das
ETV Bharat
author img

By

Published : Aug 22, 2022, 8:56 PM IST

আসানসোল, 22 অগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) গত মাসে ইডি (ED)-এর হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ গ্রেফতার করা হয় পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ তারপরেই এই দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের (professor Monalisa Das) ।

কোনও কোনও মহলে দাবি করা হয়েছিল মোনালিসাও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ ৷ তিনিও জড়িত থাকতে পারেন এই দুর্নীতির সঙ্গে ৷ এমনকি তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এমন অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভও দেখিয়েছিল । তখন থেকেই কার্যত 'নিখোঁজ' হয়ে গিয়েছিলেন মোনালিসা দাস ৷ কোনও খোঁজ মিলছিল না তাঁর ।

আরও পড়ুন: কেবল আত্মীয়তার সম্পর্ক, রাইস মিল প্রসঙ্গে দাবি অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের

এরই মাঝে প্রায় মাস খানেক পর আসানসোলে ফিরলেন মোনালিসা দাস । সোমবার তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যান (Kaji Najrul University) । এদিন বিকেলে টোটোয় চেপে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে গরাই রোডের বরফ কলে নিজের ভাড়া বাড়িতে আসেন তিনি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, "অর্পিতা মুখোপাধ্যায় বলে আমি কাউকে চিনি না, ওই নাম জানিও না।" পাশাপাশি তাঁর বক্তব্য, "আমি একজন সৎ শিক্ষক এবং শিক্ষক পরিবারে আমার জন্ম । যে সমস্ত অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে তা সম্পূর্ণ ভিত্তিহীন ।"

অর্পিতা মুখোপাধ্যায় নামে কাউকে চিনি না, বাড়ি ফিরে বললেন মোনালিসা দাস

আরও পড়ুন: সিবিআইয়ের জেরায় মেজাজ হারাচ্ছেন অনুব্রত

কিন্তু এতদিন কোথায় ছিলেন তিনি, কেন বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেননি, এমনকী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আয়োজিত একটি সেমিনারে তাঁর নাম থাকা সত্ত্বেও সেই নাম কেন কেটে দেওয়া হয় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "হ্যাঁ ওই সেমিনারে আমার নাম ছিল । কিন্তু আমি অসুস্থ থাকায় আসতে পারিনি এবং আমি আমার কাজ কাছ থেকে অব্যাহতি চেয়েছিলাম ৷''

আসানসোল, 22 অগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) গত মাসে ইডি (ED)-এর হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ গ্রেফতার করা হয় পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ তারপরেই এই দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের (professor Monalisa Das) ।

কোনও কোনও মহলে দাবি করা হয়েছিল মোনালিসাও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ ৷ তিনিও জড়িত থাকতে পারেন এই দুর্নীতির সঙ্গে ৷ এমনকি তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এমন অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভও দেখিয়েছিল । তখন থেকেই কার্যত 'নিখোঁজ' হয়ে গিয়েছিলেন মোনালিসা দাস ৷ কোনও খোঁজ মিলছিল না তাঁর ।

আরও পড়ুন: কেবল আত্মীয়তার সম্পর্ক, রাইস মিল প্রসঙ্গে দাবি অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের

এরই মাঝে প্রায় মাস খানেক পর আসানসোলে ফিরলেন মোনালিসা দাস । সোমবার তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যান (Kaji Najrul University) । এদিন বিকেলে টোটোয় চেপে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে গরাই রোডের বরফ কলে নিজের ভাড়া বাড়িতে আসেন তিনি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, "অর্পিতা মুখোপাধ্যায় বলে আমি কাউকে চিনি না, ওই নাম জানিও না।" পাশাপাশি তাঁর বক্তব্য, "আমি একজন সৎ শিক্ষক এবং শিক্ষক পরিবারে আমার জন্ম । যে সমস্ত অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে তা সম্পূর্ণ ভিত্তিহীন ।"

অর্পিতা মুখোপাধ্যায় নামে কাউকে চিনি না, বাড়ি ফিরে বললেন মোনালিসা দাস

আরও পড়ুন: সিবিআইয়ের জেরায় মেজাজ হারাচ্ছেন অনুব্রত

কিন্তু এতদিন কোথায় ছিলেন তিনি, কেন বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেননি, এমনকী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আয়োজিত একটি সেমিনারে তাঁর নাম থাকা সত্ত্বেও সেই নাম কেন কেটে দেওয়া হয় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "হ্যাঁ ওই সেমিনারে আমার নাম ছিল । কিন্তু আমি অসুস্থ থাকায় আসতে পারিনি এবং আমি আমার কাজ কাছ থেকে অব্যাহতি চেয়েছিলাম ৷''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.