দুর্গাপুর, 25 সেপ্টেম্বর : রাজ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্প চালু না করা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কৈলাস বিজয়বর্গীয় । এই প্রসঙ্গে কাটমানি নেওয়ার অভিযোগ করে রাজ্য সরকারের সমালোচনা করেন BJP নেতা । নতুন কৃষি বিলের বিরোধিতা ইশুতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি ।
BJP-র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি বিলের বিরোধিতা করছেন। কারণ এর ফলে ফড়েরা বিলুপ্ত হবে । আর কাটমানি নিতে পারবেন না । আমি রাজ্যের কৃষকদের আশ্বস্ত করতে চাই যে এই বিল কৃষকদের শোষণ বন্ধ করবে ।"
দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের নিজস্ব স্কিম থাকায় প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্প এরাজ্যে চালু করা হচ্ছে না । এই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "কৃষক সম্মান প্রকল্পে সরাসরি দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ দেওয়া হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর-কে একটি চিঠি লিখে জানিয়েছেন, সেই টাকা যেন সরাসরি রাজ্য সরকারকে দেওয়া হয় ।" সেই চিঠি দেখিয়ে দুর্গাপুরে সাংবাদিক সম্মেলনে BJP-র কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, আপনি কাটমানি খেতে চাইছেন । আসলে এটা কাটমানির সরকার ।