অন্ডাল, 9 জানুয়ারি : অন্ডাল বিমানবন্দরে পৌঁছালেন জে পি নাড্ডা ৷ আজ পূর্ব বর্ধমানে নাড্ডার একগুচ্ছ কর্মসূচি রয়েছে।
কাটোয়ার মুস্থুলি ময়দানে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এখান থেকেই তিনি কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির সূচনা করবেন। এছাড়া 5 জন কৃষকের বাড়ি গিয়ে এক মুঠো করে চাল সংগ্রহ করবেন। তাঁর সুরক্ষার জন্য সভাস্থলের প্রতিটি জায়গা আলাদা করে ঘিরে ফেলা হয়েছে।
নাড্ডার এবারের সফরে যাতে কোনওভাবেই ডায়মন্ড হারবারের মতো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন ।