ETV Bharat / state

অজয়ে পুণ্যস্নান, মকর সংক্রান্তির কেঁদুলিতে বাড়ছে ভিড় - জয়দেব মেলা

মকর সংক্রান্তিতে অজয় নদের তিরে পুণ্যস্নান করলেন অসংখ্য মানুষ । পুণ্যর্থীদের সমাগমের কারণে বীরভূম ও বর্ধমান দুই জেলার পুলিশ তৎপর রয়েছে ৷ দুর্গাপুরের কাঁকসার দিকে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা । অন্যদিকে বীরভুম জেলা পুলিশের কড়া নিরাপত্তা জারি রয়েছে । ড্রোন ক্যামেরা ও CCTV-র মাধ্যমে নজরদারি চলছে ।

Joydeb Mela
জয়দেব মেলা
author img

By

Published : Jan 15, 2020, 12:55 PM IST

দুর্গাপুর, 15 জানুয়ারি: আজ মকর সংক্রান্তি ৷ পুণ্যতিথিতে অজয় নদে স্নান করলেন অসংখ্য মানুষ । পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অজয়ের চরেই জয়দেবের কেঁদুলি মেলা ৷ মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে প্রশাসনের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

Joydeb Mela
মেলামুখী জনস্রোত

পুণ্যস্নানের পর বীরভূমের রাধাবিনোদ মন্দিরে পূজা দিচ্ছেন পুণ্যার্থীরা । কেঁদুলি মেলায় দূর-দুরান্ত থেকে এসেছেন সাধক,ফকির, বাউলরা । বাউল গানের মরমিয়া সুরে ভেসে যাচ্ছে মেলার মাঠ ।

জয়দেব মেলা

পুণ্যার্থীদের সমাগমের কারণে বীরভূম ও বর্ধমান দুই জেলার পুলিশ তৎপর রয়েছে ৷ একদিকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা নজর রাখছে মেলার পরিস্থিতির উপরে। অন্যদিকে, বীরভূম জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা জারি রয়েছে । ড্রোন ক্যামেরা ও CCTV-র মাধ্যমে চলছে নজরদারি ৷ প্রায় 500টি আখড়া বসেছে মেলায়। মেলায় পরিচ্ছন্নতা বজায় রাখতে মোতায়েন রয়েছে প্রচুর সাফাই কর্মী। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবাও ৷

মঙ্গলবার মেলার আশপাশ ঘুরে দেখেন কাঁকসার BDO সুদীপ্ত ভট্টাচার্য ও পুলিশ প্রশাসন । নদীতে যাতে স্নান করতে নেমে কোনও বিপত্তি না ঘটে তার জন্য সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে ।

দুর্গাপুর, 15 জানুয়ারি: আজ মকর সংক্রান্তি ৷ পুণ্যতিথিতে অজয় নদে স্নান করলেন অসংখ্য মানুষ । পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অজয়ের চরেই জয়দেবের কেঁদুলি মেলা ৷ মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে প্রশাসনের তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

Joydeb Mela
মেলামুখী জনস্রোত

পুণ্যস্নানের পর বীরভূমের রাধাবিনোদ মন্দিরে পূজা দিচ্ছেন পুণ্যার্থীরা । কেঁদুলি মেলায় দূর-দুরান্ত থেকে এসেছেন সাধক,ফকির, বাউলরা । বাউল গানের মরমিয়া সুরে ভেসে যাচ্ছে মেলার মাঠ ।

জয়দেব মেলা

পুণ্যার্থীদের সমাগমের কারণে বীরভূম ও বর্ধমান দুই জেলার পুলিশ তৎপর রয়েছে ৷ একদিকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা নজর রাখছে মেলার পরিস্থিতির উপরে। অন্যদিকে, বীরভূম জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা জারি রয়েছে । ড্রোন ক্যামেরা ও CCTV-র মাধ্যমে চলছে নজরদারি ৷ প্রায় 500টি আখড়া বসেছে মেলায়। মেলায় পরিচ্ছন্নতা বজায় রাখতে মোতায়েন রয়েছে প্রচুর সাফাই কর্মী। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবাও ৷

মঙ্গলবার মেলার আশপাশ ঘুরে দেখেন কাঁকসার BDO সুদীপ্ত ভট্টাচার্য ও পুলিশ প্রশাসন । নদীতে যাতে স্নান করতে নেমে কোনও বিপত্তি না ঘটে তার জন্য সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে ।

Intro:জয়দেব মেলায় কড়া নিরাপত্তা। পুন্যস্নানে মাতলেন পুন্যার্থীরা।


দুর্গাপুর,পশ্চিম বার্ধমান: মকর সংক্রান্তি তে শিবপুর ও কেন্দুলি তে অজয়ের দুই পাশে পুন্যার্থীদের পুন্যস্নান সেই সুর্যোদয়ের আগে থেকে আর তার সাথে সাথে শুরু হয়ে গেল কাঁকসার শিবপুরের অজয় নদীর উপর মানুষের মেলা বা জয়দেব মেলা।প্রত্যেক বছর মকর সংক্রান্তি উপলক্ষে উপচে পড়ে পূর্নাথীদের ভিড়।মকরের পূর্ণ স্নানের পর বীরভূমের রাধা বিনোদ মন্দিরে পূজা দিয়ে পূর্ণ অর্জনের লক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়।দুর-দুরান্ত থেকে এসেছেন সাধকরা।এই মেলায় বাউল, কীর্তনের মেলা বলেও পরিচিত। এই মেলাতেই বাউল ও কীর্তনের শিল্পীদের বুকিং হয়।লক্ষ লক্ষ মানুষের সমাগমের কারনে দুই জেলার পুলিশ ততপর।দুর্গাপুরের কাঁকসার দিকে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা ও ওইপারে বীরভুম জেলা পুলিশের কড়া নিরাপত্তা চোখে পড়ল।ড্রোন ক্যামেরা ও সিসিটিভি তেও নজরদারি চলছে।গোটা মেলায় প্রচর পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য রয়েছে।প্রায় ৫০০ টি আখড়া বসে মেলায়।মেলা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাখা হয়েছে প্রচুর সাফাই কর্মী,এম্বুলেন্স।মমঙ্গলবার মেলার আশপাশ ঘুরে দেখেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ও পুলিশ প্রশাসন।নদীর চোরাস্রোতে যাতে স্নান করতে নেমে কোনও বিপত্তি না ঘটে তার জন্য সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে।বেলা বাড়ার সাথে সাথে ভীড় বাড়ছে মেলায়।এই মেলার আরো একটি অভিনবত্ব যে গ্রামীন শিল্পীদের হাতে তৈরি লোহা,পাথর,মাদুর দিয়ে তৈরি সামগ্রী বিক্রি হয়।যে কারনে এই মেলার যে গ্রামীন রুপ তাও স্পষ্ট।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.