আসানসোল, 22 মে : আজ আমফানে বিপর্যস্ত এলাকাগুলি দেখতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আকাশপথে ঘুরে দেখেন এলাকাগুলি । সেই সময় আসানসোলে কেন্দ্রীয় নীতির প্রতিবাদে ধরনায় বসল ট্রেড ইউনিয়নগুলির জয়েন্ট অ্যাকশন কমিটি । কোল ব্লকের বেসরকারিকরণের বিরুদ্ধে ও শ্রমিকদের নায্য বেতন ও অনান্য একাধিক দাবিতে ধরনায় বসে তারা । ধরনা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো দাবিপত্র তুলে দেওয়া হয় অতিরিক্ত জেলাশাসকের হাতে ।
আজ আসানসোলের BNR মোড়ে রবীন্দ্রভবনের বাইরে ধরনায় বসে জয়েন্ট অ্যাকশন কমিটি । নেতৃত্বে ছিলেন প্রাক্তন সাংসদ রামচন্দ্র সিং । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার 500টি কয়লা ব্লক বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । কয়লা শ্রমিকদের মজুরি কমানোর কথা ভাবা হচ্ছে । শুধু তাই নয়, 8 ঘণ্টার বদলে 12 ঘণ্টা কাজ করতে হবে বলে ফরমান জারি করা হবে । আমরা এই নীতির প্রতিবাদ করছি ।"
তিনি আরও বলেন, "এই ভয়ঙ্কর মহামারীতে একদিনের জন্যও দেশে কয়লার ঘাটতি পড়েনি । শ্রমিকরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন । অথচ সেখানে যদি সংক্রমণ ছড়াত তাহলে তা আটকানো যেত না ।" কেন্দ্রীয় নীতি না বদলানো হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন তাঁরা ।