আসানসোল, 31 ডিসেম্বর : নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির ৷ "নতুন বছরে 25 টাকা খরচ করুন । আর এই 25 টাকা দিয়ে একটি ঝাড়ু কিনে রাখুন । কেউ পরিচয়পত্র দেখতে এলেই তাঁকে ঝাড়ুপেটা করুন ।" আসানসোলে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমন কথা বললেন আসানসোলের মেয়র তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।
আজ আসানসোল পৌরনিগমের 44 নং ওয়ার্ডে দুঃস্থ মানুষদের কম্বল দান করা হচ্ছিল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি । তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন," নতুন বছরে আমরা কিছু না কিছু কিনি । আমি মা বোনেদের কাছে অনুরোধ করব, নতুন বছরে আপনারাও 25 টাকা খরচ করুন । আর এই 25 টাকা দিয়ে একটি ঝাড়ু কিনে রাখুন । যাঁরা আপনার বাড়িতে সরকারি কাগজ দেখতে আসবেন, নাগরিকত্বের প্রমাণ দেখতে চাইবেন, তাঁদের মুখে এত ঝাড়ু মারুন যে তাঁর চেহারা লাল হয়ে যায় । তারপর বলুন ঝাড়ু মারার এই পদ্ধতি ভারতীয় ছাড়া আর কেউ জানে না ।"
কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল মুরারইয়ের 1 নং ব্লকের পাইকরে আসেন । জাতীয় জনসংখ্যাপঞ্জি (NPR)-র জন্য সমীক্ষা করতে লোকজন এলে ঝাড়ুর বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার নিদান দিয়েছিলেন । আর আজ তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সুরেই জনসাধারণের কাছে এমনই আহ্বান জানালেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । তবে অনুব্রত মণ্ডল শুধুই রাজনৈতিক ব্যক্তিত্ব । জিতেন্দ্র তিওয়ারি জেলা সভাপতি হওয়ার পাশপাশি নিজেও সাংবিধানিক পদে আসীন । তিনি কী করে সরকারি কর্মচারীদের ঝাড়ু মারার কথা বলতে পারেন তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে ।