ETV Bharat / state

জাহানারার ভাইয়ের মৃত্যুতে সমবেদনা জানাতে গেলেন জিতেন্দ্র, কর্ণেল দীপ্তাংশু

CPI(M) বিধায়ক জাহানারা খানের ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁকে সমবেদনা জানাতে গেলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কর্ণেল দীপ্তাংশু চৌধুরিসহ তৃণমূল নেতারা । মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো ফুল জাহানারার হাতে তুলে দেন জিতেন্দ্র তিওয়ারি ও দীপ্তাংশু চৌধুরি ।

jahanara
জাহানারা খান
author img

By

Published : Apr 3, 2020, 10:00 AM IST

দুর্গাপুর, ৩ এপ্রিল: ফেব্রুয়ারি মাসেই জামুড়িয়ার CPI(M) বিধায়ক জাহানারা খানকে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক নার্গিস বেগম । এবার সেই জাহানারা খানের ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁকে সমবেদনা জানাতে গেলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কর্ণেল দীপ্তাংশু চৌধুরিসহ তৃণমূল নেতারা । মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে CPI(M) বিধায়কের ভাইয়ের স্মৃতির জন্য ফুল পাঠানো হয়েছিল । তা জাহানারার হাতে তুলে দেন জিতেন্দ্র তিওয়ারি ও কর্নেল দীপ্তাংশু চৌধুরি ।

jahanara
জাহানারার বাড়িতে সমবেদনা জানাতে এসেছেন তৃণমূল নেতারা

গত ফেব্রুয়ারি মাসেই উত্তাল হয়েছিল বিধানসভা । অধিবেশন চলাকালীনই জামুড়িয়ার CPI(M) বিধায়ক জাহানারা খানকে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক নার্গিস বেগম । কেঁদে ফেলেছিলেন জাহানারা খান । পরে যদিও নার্গিস নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান । কিন্তু বিষয়টি নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হয় । গতকাল জাহানারার বাড়িতে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূলের পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরিসহ মেয়র পারিষদ পূর্ণশশী রায় । জাহানারার ভ্রাতৃবিয়োগের খবর পেয়ে রাজনৈতিক সৌজন্যবোধ থেকে সমবেদনা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে ।

সম্প্রতি ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে সেখানেই মারা যান জাহানারার ভাই । লকডাউন পরিস্থিতিতে সেখান থেকে মৃতদেহ নিয়ে আসা নিয়ে সমস্যায় পড়েছিলেন জাহানারার পরিবারের সদস্যরা । তবে আসানসোল-দুর্গাপুর পুলিশের সহযোগিতায় দেহ ফিরিয়ে আনতে পারেন তাঁরা । গতকাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের প্রশংসা করেন জাহানারা । তাঁর কথায়, "যেভাবে পুলিশ কমিশনার উদ্যোগ নিয়ে চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ব্যবস্থা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ । শুধু তাই নয়, গোটা রাস্তা পুলিশ কমিশনার বারবার খবর নিয়েছেন ।" কর্ণেল দীপ্তাংশু চৌধুরি জাহানারাকে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন । আপনার কোনও রকম অসুবিধা হলে আমাদের জানাবেন । আমরা আপনার পাশে আছি ।"

দুর্গাপুর, ৩ এপ্রিল: ফেব্রুয়ারি মাসেই জামুড়িয়ার CPI(M) বিধায়ক জাহানারা খানকে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক নার্গিস বেগম । এবার সেই জাহানারা খানের ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁকে সমবেদনা জানাতে গেলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, কর্ণেল দীপ্তাংশু চৌধুরিসহ তৃণমূল নেতারা । মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে CPI(M) বিধায়কের ভাইয়ের স্মৃতির জন্য ফুল পাঠানো হয়েছিল । তা জাহানারার হাতে তুলে দেন জিতেন্দ্র তিওয়ারি ও কর্নেল দীপ্তাংশু চৌধুরি ।

jahanara
জাহানারার বাড়িতে সমবেদনা জানাতে এসেছেন তৃণমূল নেতারা

গত ফেব্রুয়ারি মাসেই উত্তাল হয়েছিল বিধানসভা । অধিবেশন চলাকালীনই জামুড়িয়ার CPI(M) বিধায়ক জাহানারা খানকে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক নার্গিস বেগম । কেঁদে ফেলেছিলেন জাহানারা খান । পরে যদিও নার্গিস নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান । কিন্তু বিষয়টি নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হয় । গতকাল জাহানারার বাড়িতে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূলের পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরিসহ মেয়র পারিষদ পূর্ণশশী রায় । জাহানারার ভ্রাতৃবিয়োগের খবর পেয়ে রাজনৈতিক সৌজন্যবোধ থেকে সমবেদনা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে ।

সম্প্রতি ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে সেখানেই মারা যান জাহানারার ভাই । লকডাউন পরিস্থিতিতে সেখান থেকে মৃতদেহ নিয়ে আসা নিয়ে সমস্যায় পড়েছিলেন জাহানারার পরিবারের সদস্যরা । তবে আসানসোল-দুর্গাপুর পুলিশের সহযোগিতায় দেহ ফিরিয়ে আনতে পারেন তাঁরা । গতকাল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের প্রশংসা করেন জাহানারা । তাঁর কথায়, "যেভাবে পুলিশ কমিশনার উদ্যোগ নিয়ে চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ব্যবস্থা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ । শুধু তাই নয়, গোটা রাস্তা পুলিশ কমিশনার বারবার খবর নিয়েছেন ।" কর্ণেল দীপ্তাংশু চৌধুরি জাহানারাকে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন । আপনার কোনও রকম অসুবিধা হলে আমাদের জানাবেন । আমরা আপনার পাশে আছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.