ETV Bharat / state

মুকুলকে সাইড লাইন করেছে দিলীপ, কটাক্ষ জিতেন্দ্রর - মুকুল রায়কে কটাক্ষ জিতেন্দ্রর

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "মুকুল রায় আগে BJP-র নেতা হোক ৷ মুকুল রায় তো নেতা নয় ৷ দিলীপ ঘোষ ওকে সাইড লাইন করে দিয়েছে ৷ ও হাওয়া গরম করার জন্য আসানসোলে এসেছে ৷"

জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Nov 24, 2019, 10:29 PM IST

Updated : Nov 24, 2019, 11:17 PM IST

রানিগঞ্জ, 24 নভেম্বর : আজ আসানসোলের বারাবনি এলাকায় দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP ৷ উপস্থিত ছিলেন BJP নেতা মুকুল রায়, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও শঙ্কু দেব পণ্ডা ৷ সেখানে তৃণমূলের তীব্র সমালোচনা করেন মুকুল রায় ৷ এনিয়ে পরে মুকুল রায়ের পালটা সমালোচনা করেন আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

রানিগঞ্জের জে কে নগর এলাকায় একটি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র অনুষ্ঠানে আজ এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ সেখানে মুকুল রায়কে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "দিলীপ ঘোষ একমাত্র BJP নেতা ৷ মুকুল রায় আগে BJP-র নেতা হোক ৷ মুকুল রায় তো নেতা নয় ৷ দিলীপ ঘোষ ওকে সাইড লাইন করে দিয়েছে ৷ ও হাওয়া গরম করার জন্য আসানসোলে এসেছে ৷"

মুকুল রায়কে কটাক্ষ করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "দিলীপ ঘোষ কি মুকুল রায়কে মানছে? দিলীপ ঘোষই নেতা ৷ আসানসোলে পুরোনো বন্ধুদের সঙ্গে (মুকুল রায়) দেখা করতে এসেছে ৷ আসুক ৷"

রানিগঞ্জ, 24 নভেম্বর : আজ আসানসোলের বারাবনি এলাকায় দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP ৷ উপস্থিত ছিলেন BJP নেতা মুকুল রায়, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও শঙ্কু দেব পণ্ডা ৷ সেখানে তৃণমূলের তীব্র সমালোচনা করেন মুকুল রায় ৷ এনিয়ে পরে মুকুল রায়ের পালটা সমালোচনা করেন আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷

রানিগঞ্জের জে কে নগর এলাকায় একটি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র অনুষ্ঠানে আজ এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ সেখানে মুকুল রায়কে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "দিলীপ ঘোষ একমাত্র BJP নেতা ৷ মুকুল রায় আগে BJP-র নেতা হোক ৷ মুকুল রায় তো নেতা নয় ৷ দিলীপ ঘোষ ওকে সাইড লাইন করে দিয়েছে ৷ ও হাওয়া গরম করার জন্য আসানসোলে এসেছে ৷"

মুকুল রায়কে কটাক্ষ করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, "দিলীপ ঘোষ কি মুকুল রায়কে মানছে? দিলীপ ঘোষই নেতা ৷ আসানসোলে পুরোনো বন্ধুদের সঙ্গে (মুকুল রায়) দেখা করতে এসেছে ৷ আসুক ৷"

Intro:দিলীপ ঘোষ একমাত্র বিজেপি নেতা ! মুকুল রায় আগে বিজেপির নেতা হোক ! মুকুল রায় নেতা নয় ! দিলীপ ঘোষ ওকে সাইড লাইন করে দিয়েছে । ও হাওয়া গরম করার জন্য এসেছি আসানসোলে । দিলীপ ঘোষ কি মুকুল রায়কে মানছে ? দিলীপ ঘোষেই নেতা ! আসানসোলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছে এমনই সাংবাদিকের মুখোমুখি হয়ে বললেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।


রানীগঞ্জের জে কে নগর এলাকায় পহল সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র অনুষ্ঠানে এসে আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিজেপি মুকুল রায়কে এক হাত নিলেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন " দিলীপ ঘোষ একমাত্র বিজেপি নেতা ! মুকুল রায় আগে বিজেপির নেতা হোক ! মুকুল রায় নেতা নয় ! দিলীপ ঘোষ ওকে সাইড লাইন করে দিয়েছে । ও হাওয়া গরম করার জন্য এসেছি আসানসোলে । দিলীপ ঘোষ কি মুকুল রায়কে মানছে ? দিলীপ ঘোষেই নেতা ! আসানসোলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছে


আজ আসানসোলে বারাবনি এলাকায় বিজেপির দলীয় কার্যালয় পুনর্দখল করল বিজেপি । বিজেপির নেতা মুকুল রায় , আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় , সহ বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা । তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা মুকুল রায় ।


Body:।


Conclusion:।
Last Updated : Nov 24, 2019, 11:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.