রানিগঞ্জ, 24 নভেম্বর : আজ আসানসোলের বারাবনি এলাকায় দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP ৷ উপস্থিত ছিলেন BJP নেতা মুকুল রায়, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও শঙ্কু দেব পণ্ডা ৷ সেখানে তৃণমূলের তীব্র সমালোচনা করেন মুকুল রায় ৷ এনিয়ে পরে মুকুল রায়ের পালটা সমালোচনা করেন আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷
রানিগঞ্জের জে কে নগর এলাকায় একটি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র অনুষ্ঠানে আজ এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ সেখানে মুকুল রায়কে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "দিলীপ ঘোষ একমাত্র BJP নেতা ৷ মুকুল রায় আগে BJP-র নেতা হোক ৷ মুকুল রায় তো নেতা নয় ৷ দিলীপ ঘোষ ওকে সাইড লাইন করে দিয়েছে ৷ ও হাওয়া গরম করার জন্য আসানসোলে এসেছে ৷"
তিনি আরও বলেন, "দিলীপ ঘোষ কি মুকুল রায়কে মানছে? দিলীপ ঘোষই নেতা ৷ আসানসোলে পুরোনো বন্ধুদের সঙ্গে (মুকুল রায়) দেখা করতে এসেছে ৷ আসুক ৷"