ETV Bharat / state

Jitendra Tiwari: 'আমাকে জেলে রাখা শাসক দলের কাছে বিনোদন', কটাক্ষ জিতেন্দ্র'র - জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি

সোমবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে জামিন দেওয়ার ৷ সেই নির্দেশ মেনে মঙ্গলবার আসানসোল সিজিএম আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে ৷

ETV Bharat
জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Apr 11, 2023, 5:37 PM IST

Updated : Apr 11, 2023, 6:18 PM IST

সংশোধনাগার থেকে ছাড়া পেলেন জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল, 11 এপ্রিল: আসানসোলে কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে সোমবারই জামিন দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । শর্তসাপেক্ষে জিতেন্দ্র তেওয়ারিকে জামিন দেওয়া হবে বলে জানানো হয়। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে আসানসোলে ঢুকতে পারবেন না জিতেন্দ্র ৷ সেই নির্দেশ মেনেই মঙ্গলবার আসানসোল সিজিএম আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে ৷

যদিও হাইকোর্টের রায়ে জিতেন্দ্র আসানসোলে থাকতে পারবেন না । সূত্রের খবর তিনি দুর্গাপুরে থাকবেন । তবে সেখানে যাওয়ার পথে ঘাগর বুড়ি মন্দিরে পুজো দেবেন জিতেন্দ্র ৷ এদিন কোর্ট থেকে সংশোধনাগারে যাওয়ার পথে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "ওনারা রাজা, আমরা তো প্রজা । রাজারা বিনোদনের জন্য কত কী করে । আমাকে জেলে রেখেও ওনারা বিনোদন করছিলেন ।"

মঙ্গলবার আসানসোল সিজিএম আদালত শুনানি ছিল জিতেন্দ্র তেওয়ারির মামলার । 14 দিন জেল হেফাজতের পর নিয়মমাফিক শুনানি ছিল এদিন । উচ্চ আদালতের রায় মেনেই এদিন তাঁকে জামিন দেয় নিম্ন আদালত ৷ পাশাপাশি, 2022 সালে তাঁর বিরুদ্ধে অন্য আরও একটি যে মামলা হয়েছিল সেই মামলাতেও জামিন পেয়েছেন জিতেন্দ্র ৷

উল্লেখ্য, কম্বল বিতরণে আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গত 18 মার্চ দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে । এরপর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয় । গত 28 মার্চ এই বিজেপি নেতাকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল । তারপর থেকেই নাটকীয় পট পরিবর্তন শুরু হয় । 29 মার্চ বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন জিতেন্দ্র তিওয়ারি । তাঁকে সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ইমার্জেন্সিতে দেখার পরে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন । কিন্তু তারপর দিন শোনা যায় জিতেন্দ্র তিওয়ারিকে বর্ধমান মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হবে । এরপর অ্যাম্বুল্যান্সে করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় জিতেন্দ্র তেওয়ারিকে ।

অভিযোগ ওঠে সেখানে সাত ঘণ্টা ধরে রেখে দেওয়ার পরেও তাঁর চিকিৎসা করা হয়নি । পরে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ কিন্তু এসএসকেএম থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি করার মতো কোনও শারীরিক অসুস্থতা নেই জিতেন্দ্র তিওয়ারির । তাই তাঁকে ভর্তি করা হবে না । এরপর তার ঠাঁই হয় প্রেসিডেন্সি জেলে ।

সোমবার হাইকোর্টে জিতেন্দ্র'র জামিনের জন্য আবেদন করা হয় এবং শুনানিতে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয় ৷ অন্যদিকে, মঙ্গলবার আসানসোল সিজিএম আদালতে জিতেন্দ্রর মামলার শুনানি ছিল ৷ সেই মতো এদিন তিনি আসানসোল সিজিএম আদালতে আসেন । আদালতে ঢোকার মুখে তিনি বলেন, "আমি আসানসোলের জন্য মাস্টার প্ল্যান করেছিলাম । আর ওরা আমাকে প্রেসিডেন্সি জেলে পাঠানোর জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছিল।"

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম একাধিক বিধায়ক ও কাউন্সিলরের, তালিকা তৈরি করছে ইডি

হাইকোর্টের রায়কে বহাল রেখে নিম্ন আদালতও জিতেন্দ্র তিওয়ারির জামিন মঞ্জুর করে । অন্যদিকে, 2022 সালে আসানসোল দক্ষিণ থানায় একটি মামলা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে । সেই মামলাতেও এদিন তাঁকে জামিন দেওয়া হয় । জামিন পাওয়ার পর আসানসোল আদালত থেকে তাঁকে প্রথম আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় । কিছুক্ষণের মধ্যেই তাঁকে মুক্তি দেওয়া হয় । জিতেন্দ্র তিওয়ারির মুক্তি পাওয়ার খবরে সকাল থেকেই বহু বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমান আদালত চত্বরে ৷ আসানসোল সংশোধনাগারের বাইরেও প্রচুর পরিমাণে বিজেপি কর্মী-সমর্থকরা দাঁড়িয়েছিলেন । জিতেন্দ্রকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় সেখানে । ছিলেন স্ত্রী চৈতালী তিওয়ারিও ।

যদিও হাইকোর্টের রায়ে জিতেন্দ্র আসানসোলে থাকতে পারবেন না । সূত্রের খবর তিনি দুর্গাপুরে থাকবেন । তবে সেখানে যাওয়ার পথে ঘাঘর বুড়ি মন্দিরে পুজো দেন জিতেন্দ্র ৷ এদিন কোর্ট থেকে সংশোধনাগারে যাওয়ার পথে জিতেন্দ্র তিওয়ারি বলেন,"ওনারা রাজা, আমরা তো প্রজা । রাজারা বিনোদনের জন্য কত কী করে । আমাকে জেলে রেখেও ওনারা বিনোদন করছিলেন ।"জিতেন্দ্র তিওয়ারির এই জামিন সম্পর্কে বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"আমরা আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি । তবে শুনেছি উনি আসানসোলে ঢুকতে পারবেন না । আগামিদিনে যেন সেই বাধাও সরে যায়, যাতে উনি আসানসোল থাকতে পারেন, নিজের বাড়িতে থাকতে পারেন এমনটাই চাইব ।" পরে জেল থেকে বেরিয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, আদালতের রায়েই তিনি আবার আসানসোলে ফিরবেন, তৃণমূলকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না ৷

সংশোধনাগার থেকে ছাড়া পেলেন জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল, 11 এপ্রিল: আসানসোলে কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে সোমবারই জামিন দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । শর্তসাপেক্ষে জিতেন্দ্র তেওয়ারিকে জামিন দেওয়া হবে বলে জানানো হয়। জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে আসানসোলে ঢুকতে পারবেন না জিতেন্দ্র ৷ সেই নির্দেশ মেনেই মঙ্গলবার আসানসোল সিজিএম আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে ৷

যদিও হাইকোর্টের রায়ে জিতেন্দ্র আসানসোলে থাকতে পারবেন না । সূত্রের খবর তিনি দুর্গাপুরে থাকবেন । তবে সেখানে যাওয়ার পথে ঘাগর বুড়ি মন্দিরে পুজো দেবেন জিতেন্দ্র ৷ এদিন কোর্ট থেকে সংশোধনাগারে যাওয়ার পথে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "ওনারা রাজা, আমরা তো প্রজা । রাজারা বিনোদনের জন্য কত কী করে । আমাকে জেলে রেখেও ওনারা বিনোদন করছিলেন ।"

মঙ্গলবার আসানসোল সিজিএম আদালত শুনানি ছিল জিতেন্দ্র তেওয়ারির মামলার । 14 দিন জেল হেফাজতের পর নিয়মমাফিক শুনানি ছিল এদিন । উচ্চ আদালতের রায় মেনেই এদিন তাঁকে জামিন দেয় নিম্ন আদালত ৷ পাশাপাশি, 2022 সালে তাঁর বিরুদ্ধে অন্য আরও একটি যে মামলা হয়েছিল সেই মামলাতেও জামিন পেয়েছেন জিতেন্দ্র ৷

উল্লেখ্য, কম্বল বিতরণে আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গত 18 মার্চ দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারিকে । এরপর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয় । গত 28 মার্চ এই বিজেপি নেতাকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল । তারপর থেকেই নাটকীয় পট পরিবর্তন শুরু হয় । 29 মার্চ বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন জিতেন্দ্র তিওয়ারি । তাঁকে সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ইমার্জেন্সিতে দেখার পরে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন । কিন্তু তারপর দিন শোনা যায় জিতেন্দ্র তিওয়ারিকে বর্ধমান মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হবে । এরপর অ্যাম্বুল্যান্সে করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় জিতেন্দ্র তেওয়ারিকে ।

অভিযোগ ওঠে সেখানে সাত ঘণ্টা ধরে রেখে দেওয়ার পরেও তাঁর চিকিৎসা করা হয়নি । পরে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ কিন্তু এসএসকেএম থেকে জানিয়ে দেওয়া হয় ভর্তি করার মতো কোনও শারীরিক অসুস্থতা নেই জিতেন্দ্র তিওয়ারির । তাই তাঁকে ভর্তি করা হবে না । এরপর তার ঠাঁই হয় প্রেসিডেন্সি জেলে ।

সোমবার হাইকোর্টে জিতেন্দ্র'র জামিনের জন্য আবেদন করা হয় এবং শুনানিতে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয় ৷ অন্যদিকে, মঙ্গলবার আসানসোল সিজিএম আদালতে জিতেন্দ্রর মামলার শুনানি ছিল ৷ সেই মতো এদিন তিনি আসানসোল সিজিএম আদালতে আসেন । আদালতে ঢোকার মুখে তিনি বলেন, "আমি আসানসোলের জন্য মাস্টার প্ল্যান করেছিলাম । আর ওরা আমাকে প্রেসিডেন্সি জেলে পাঠানোর জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছিল।"

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম একাধিক বিধায়ক ও কাউন্সিলরের, তালিকা তৈরি করছে ইডি

হাইকোর্টের রায়কে বহাল রেখে নিম্ন আদালতও জিতেন্দ্র তিওয়ারির জামিন মঞ্জুর করে । অন্যদিকে, 2022 সালে আসানসোল দক্ষিণ থানায় একটি মামলা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে । সেই মামলাতেও এদিন তাঁকে জামিন দেওয়া হয় । জামিন পাওয়ার পর আসানসোল আদালত থেকে তাঁকে প্রথম আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় । কিছুক্ষণের মধ্যেই তাঁকে মুক্তি দেওয়া হয় । জিতেন্দ্র তিওয়ারির মুক্তি পাওয়ার খবরে সকাল থেকেই বহু বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমান আদালত চত্বরে ৷ আসানসোল সংশোধনাগারের বাইরেও প্রচুর পরিমাণে বিজেপি কর্মী-সমর্থকরা দাঁড়িয়েছিলেন । জিতেন্দ্রকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় সেখানে । ছিলেন স্ত্রী চৈতালী তিওয়ারিও ।

যদিও হাইকোর্টের রায়ে জিতেন্দ্র আসানসোলে থাকতে পারবেন না । সূত্রের খবর তিনি দুর্গাপুরে থাকবেন । তবে সেখানে যাওয়ার পথে ঘাঘর বুড়ি মন্দিরে পুজো দেন জিতেন্দ্র ৷ এদিন কোর্ট থেকে সংশোধনাগারে যাওয়ার পথে জিতেন্দ্র তিওয়ারি বলেন,"ওনারা রাজা, আমরা তো প্রজা । রাজারা বিনোদনের জন্য কত কী করে । আমাকে জেলে রেখেও ওনারা বিনোদন করছিলেন ।"জিতেন্দ্র তিওয়ারির এই জামিন সম্পর্কে বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"আমরা আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি । তবে শুনেছি উনি আসানসোলে ঢুকতে পারবেন না । আগামিদিনে যেন সেই বাধাও সরে যায়, যাতে উনি আসানসোল থাকতে পারেন, নিজের বাড়িতে থাকতে পারেন এমনটাই চাইব ।" পরে জেল থেকে বেরিয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, আদালতের রায়েই তিনি আবার আসানসোলে ফিরবেন, তৃণমূলকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না ৷

Last Updated : Apr 11, 2023, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.