আসানসোল, 25 এপ্রিল : একদিকে যখন আসানসোলে রেলের স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অভিভাবকদের সঙ্গে আরপিএফ'দের ধস্তাধস্তি চলছে, অন্যদিকে কলকাতায় আন্তর্জাতিক চলচিত্র উৎসবের উদ্বোধনে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মুখ্য অতিথি । আর এই ঘটনার কথা উল্লেখ করেই বিহারীবাবু-কে খোঁচা দিলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Slams Shatrughan)। পাশাপাশি সোমবার আসানসোল রেল ডিভিশনের ডিআরএমকে স্কুল বন্ধ রুখতে চিঠি দিয়েছেন জিতেন্দ্র জায়া তথা আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ।
কয়েকদিন আগেই দিল্লির জাহাঙ্গীরপুরির উচ্ছেদ নিয়ে শত্রুঘ্ন সিনহা'র টুইটকে রিটুইট করে তাঁকে খোঁচা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি । ফের নতুন করে সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনে শত্রুঘ্ন সিনহার উপস্থিতি নিয়ে আসানসোলের সাংসদকে খোঁচা জিতেন্দ্রর । জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, "দেখে খুশি হলাম যে শত্রুঘ্ন সিনহা জি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছেন । কিন্তু আসানসোলের মানুষজন আপনাকে আসানসোলের তিনটি সম্মানজনক স্কুল বন্ধের প্রতিবাদে পেল না ।"
আরও পড়ুন : এই চিঠি যাঁরা জনসমক্ষে আনলেন, দায়দায়িত্ব তাঁদের ; বিস্ফোরক জিতেন্দ্র
টুইট প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "উনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গেছেন এটা তো আনন্দের খবর । কিন্তু উনি তো একজন শক্তিশালী মানুষ । আমরা তো ভেবেছিলাম, একজন শক্তিশালী সাংসদ পেয়েছি । কিন্তু আসানসোলে তিনটি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে । অভিভাবকরা লড়াই করছেন । উনি এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন না কেন ? এত শক্তিশালী মানুষ এই লড়াইয়ে নেতৃত্ব দিতে ভয় পাচ্ছেন কেন ? আসানসোল কি আবার বঞ্চিত থেকে যাবে ?" অন্যদিকে সোমবারই আসানসোল ডিভিশনে ডিআরএমকে চিঠি দিয়ে স্কুল নিয়ে রেলের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন জিতেন্দ্র জয়া তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি । যদিও জিতেন্দ্র তিওয়ারির টুইট প্রসঙ্গে এখনও পর্যন্ত শত্রুঘ্ন সিনহার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷