আসানসোল, 12 সেপ্টেম্বর: কম্বলকাণ্ডে শর্তসাপেক্ষে অনেকদিন আগেই জামিন পেয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । শর্ত ছিল আসানসোল পৌরনিগম এলাকায় ঢুকতে পারবেন না তিনি । দীর্ঘদিন ধরে সেই কারণে ঘরছাড়া ছিলেন জিতেন্দ্র তিওয়ারি । নিজের প্রিয় শহরেই তিনি ঢুকতে পারতেন না। এবার সেই নিষেধাজ্ঞা উঠে গেল । মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির নির্দেশে আসানসোলে পুনরায় ঢোকার ছাড়পত্র পেলেন জিতেন্দ্র তিওয়ারি । নিজে টুইট করে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন তিনি । আসানসোলে জিতেন্দ্র শিবিরে তাই খুশির হাওয়া।
2022 সালের 14 ডিসেম্বর আসানসোলের রেলপাড়ের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা জিতেন্দ্র জায়া কাউন্সিলর চৈতালি তিওয়ারি । এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন । তিনি কিছুক্ষণ থেকে চলে যাওয়ার পরেই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায় । তাতে পদপিষ্ট হয়ে এক কিশোরী-সহ তিন জনের মৃত্যু হয়।
এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যায় । মৃতদের মধ্যে এক মহিলা ঝালি বাউরির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে । তাতে 8 জনকে গ্রেফতার করা হয় । অন্যদিকে গ্রেফতার না-করলেও একাধিকবার জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । সস্ত্রীক জিতেন্দ্র তাঁর অনুগামীদের নিয়ে প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ।
18 মার্চ দিল্লির কাছে নয়ডা যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আসানসোল উত্তর থানার পুলিশ জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে । একমাস প্রেসিডেন্সি জেলে থাকার পর হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান বিজেপি নেতা । কিন্তু জামিন পেলেও হাইকোর্ট শর্ত দেয় আসানসোল পৌরনিগম এলাকায় ঢুকতে পারবেন না তিনি । শুধুমাত্র কম্বলকাণ্ডের মামলার শুনানির দিনে হাজিরা দিতে কোর্টে যাওয়ার অনুমতি ছিল ।
তাই আসানসোল মহকুমার গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ভোটে প্রচারে আসতে পারলেও আসানসোল পৌর এলাকায় ঢুকতে পারেননি জিতেন্দ্র । যদিও দলীয় কর্মসূচিতে প্রায় দুর্গাপুরে আসতেন তিনি । প্রায় 6 মাস ধরে আসানসোলের বাইরে ছিলেন । নিজের বাড়িতেও ঢুকতে পারেননি । এবার আসানসোল ঢোকার সেই নিষেধাজ্ঞা উঠে গেল হাইকোর্টের নির্দেশে । খুশি জিতেন্দ্র তিওয়ারি । ইটিভি ভারতকে তিনি বলেন, "তৃণমূল চক্রান্ত করে আমাকে আসানসোলের বাইরে রাখতে চেয়েছিল । আইনের জয় হবেই । দীর্ঘদিন পর আমার প্রিয় শহরে ফিরব । খুব আনন্দ হচ্ছে ।"
আরও পড়ুন : হাইকোর্টে জিতেন্দ্রর স্বস্তি, কয়লাপাচারের সিআইডি তদন্তে স্থগিতাদেশ