ETV Bharat / state

Jay Prakash Majumdar on CBI : "অমিত শাহ বলেছিলেন সিবিআই-ইডি বিরোধীদের ভয় দেখানোর জন্য", বিস্ফোরক মন্তব্য জয়প্রকাশের - আসানসোল উপনির্বাচন 2022

একমাস হল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন জয়প্রকাশ মজুমদার ৷ আসানসোল উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে এসে বিজেপিতে থাকাকালীন দলের অন্দরের বৈঠক নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তিনি (Jay Prakash Majumdar on CBI) ৷ ইডি-সিবিআই নিয়ে কী কথা হয়েছিল সেই বৈঠকে ?

jayprakash majumdar
আসানসোলে এসে বিস্ফোরক জয়প্রকাশ
author img

By

Published : Apr 6, 2022, 4:31 PM IST

আসানসোল, 6 এপ্রিল : "বিজেপির অন্দরে বৈঠকে খোদ অমিত শাহ বলেছিলেন, সিবিআই হচ্ছে হাতির দেখানো দাঁতের মত । ভয় দেখানোর জন্য ।" বুধবার আসানসোলে (Asansol Bye Poll 2022) শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করতে এসে সিবিআই প্রসঙ্গে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন বিজেপির রাজ্য সহসভাপতি তথা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jaypraksh Majumdar Alleges Amit Shah on CBI ED Issue) ।

এদিন তিনি আরও বলেন, "2019-এ যখন বিজেপির অন্দরে ইডি, সিবিআই নিয়ে আলোচনা হয় তখন অমিত শাহ এই কথাটা বলেছিলেন ৷ ইডি ও সিবিআইয়ের মধ্যে একটা হল হাতির দাঁত দেখানোর জন্য আরেকটা খাওয়ার জন্য । বিরোধীদের ভয় দেখানোর জন্য সিবিআই ও ইডিকে ব্যবহার করা হয় ।"
আরও পড়ুন : Suvendu Reacts to Jay Prakash-Rajib : 'কুকুরের কাজ কুকুর করেছে', সত্যেন্দ্রনাথের কবিতায় জয়প্রকাশ-রাজীবকে পাল্টা শুভেন্দুর

অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব প্রসঙ্গে জয়প্রকাশবাবু বলেন,"অনুব্রত মণ্ডল এই ঘটনায় অভিযুক্ত নন । কেবল সাক্ষী হিসেবে তাঁর নাম রয়েছে । সেটা সিবিআই নিজেই করেছে । সিবিআইয়ের যে এফআইএর আছে তাতে অনুব্রতবাবুকে অভিযুক্ত হিসেবে নয় সাক্ষী হিসেবে দেখানো হয়েছে ।" এমনকি তিনি এও দাবি করেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সিবিআই আধিকারিকের ফোনে সবচেয়ে বেশি কথা হয় ৷ তাঁর কথায়, "আমাদের কাছে উনি প্রায়শই বলতেন তিনিই সিবিআইকে বলে দেবেন ।" এদিন শুভেন্দু অধিকারীকে হুমকি অধিকারী বলেও কটাক্ষ করেন জয়প্রকাশ মজুমদার ।

আরও পড়ুন : Etv Bharat Exclusive Interview with Jay Prakash Majumdar : অনৈতিকভাবে আমাকে তাড়ানো হয়েছে : জয়প্রকাশ

আসানসোল, 6 এপ্রিল : "বিজেপির অন্দরে বৈঠকে খোদ অমিত শাহ বলেছিলেন, সিবিআই হচ্ছে হাতির দেখানো দাঁতের মত । ভয় দেখানোর জন্য ।" বুধবার আসানসোলে (Asansol Bye Poll 2022) শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করতে এসে সিবিআই প্রসঙ্গে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন বিজেপির রাজ্য সহসভাপতি তথা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jaypraksh Majumdar Alleges Amit Shah on CBI ED Issue) ।

এদিন তিনি আরও বলেন, "2019-এ যখন বিজেপির অন্দরে ইডি, সিবিআই নিয়ে আলোচনা হয় তখন অমিত শাহ এই কথাটা বলেছিলেন ৷ ইডি ও সিবিআইয়ের মধ্যে একটা হল হাতির দাঁত দেখানোর জন্য আরেকটা খাওয়ার জন্য । বিরোধীদের ভয় দেখানোর জন্য সিবিআই ও ইডিকে ব্যবহার করা হয় ।"
আরও পড়ুন : Suvendu Reacts to Jay Prakash-Rajib : 'কুকুরের কাজ কুকুর করেছে', সত্যেন্দ্রনাথের কবিতায় জয়প্রকাশ-রাজীবকে পাল্টা শুভেন্দুর

অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব প্রসঙ্গে জয়প্রকাশবাবু বলেন,"অনুব্রত মণ্ডল এই ঘটনায় অভিযুক্ত নন । কেবল সাক্ষী হিসেবে তাঁর নাম রয়েছে । সেটা সিবিআই নিজেই করেছে । সিবিআইয়ের যে এফআইএর আছে তাতে অনুব্রতবাবুকে অভিযুক্ত হিসেবে নয় সাক্ষী হিসেবে দেখানো হয়েছে ।" এমনকি তিনি এও দাবি করেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সিবিআই আধিকারিকের ফোনে সবচেয়ে বেশি কথা হয় ৷ তাঁর কথায়, "আমাদের কাছে উনি প্রায়শই বলতেন তিনিই সিবিআইকে বলে দেবেন ।" এদিন শুভেন্দু অধিকারীকে হুমকি অধিকারী বলেও কটাক্ষ করেন জয়প্রকাশ মজুমদার ।

আরও পড়ুন : Etv Bharat Exclusive Interview with Jay Prakash Majumdar : অনৈতিকভাবে আমাকে তাড়ানো হয়েছে : জয়প্রকাশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.