আসানসোল, 23 মার্চ: গরু পাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপারকে ইডি তলব করেছে। আগামী 5 এপ্রিল তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। ইমেল মারফত তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি (ED Summons Asansol Jail Super)। মেল পাওয়ার কথা স্বীকার করেছেন আসানসোল সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দী। তবে তাঁর বক্তব্য, "কী কারণে আমাকে ডাকা হয়েছে তা জানি না। কারা দফতরকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলবেন, সেই মতো কাজ করব।"
গরু পাচার মামলায় বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার প্রথম আসানসোল সিবিআই আদালতের রায়ে সংশোধনাগারে গিয়েছিলেন। পরবর্তীকালে এনামুল হকের বেশ কিছুদিন ঠাঁই হয়েছিল আসানসোল সংশোধনাগারে। শেষে অনুব্রত মণ্ডল। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গত বছরের 24 মার্চ থেকে আসানসোল সংশোধনাগারে ছিলেন। চলতি বছরের 7 মার্চ তাঁকে নিয়ে ইডি মামলায় দিল্লি রওনা দেয় পুলিশ। মাঝে কিছুদিন দুবরাজপুর থানায় থাকলেও বাকি দিনগুলো আসানসোল সংশোধনাগারেই কেটেছে অনুব্রত মণ্ডলের। আর এই সময়কালে অনুব্রতকে বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে।
আসানসোল সংশোধনাগারে ঢোকার পর থেকেই অনুব্রত বেশ কিছুদিন জেলের হাসপাতাল ব্যবহার করেন। শুধু তাই নয়, তাঁর জন্য কমোডের বিশেষ ব্যবস্থা করা থেকে শুরু করে আরও নানান ব্যবস্থা করা হয়েছিল জেলের পক্ষ থেকে এমন অভিযোগ উঠছিল। প্রিজন ভ্যান নয়, আসামি অনুব্রতকে আদালত বা হাসপাতাল নিয়ে যাওয়া হত এসি স্করপিও গাড়িতে চড়িয়ে। সংশোধনাগারে বাড়তি সুবিধে মণ্ডল। অন্যদিকে, দিল্লি হাইকোর্টের রায়ের পরেও, ইডির মেল পেয়েও অনুব্রত'র দিল্লি যাত্রা নিয়ে অহেতুক জটিলতা ও বিলম্বের সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুন: আসানসোল সংশোধনাগারের সুপারকে দিল্লি তলব করল ইডি
জেল সুপার ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মধ্যে সমন্বয়ের স্পষ্ট অভাব লক্ষ্য করা গিয়েছিল। এই সব বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্যই কি আসানসোল সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করল ইডি? শুধু তাই নয় ব্যাংকের যাবতীয় তথ্য নিয়ে তাঁকে আগামী 5 এপ্রিল দিল্লিতে আসতে বলা হয়েছে। জেল সুপার কৃপাময় নন্দীর প্রতিক্রিয়া "ইডির কাছ থেকে মেল পেয়েছি। কেন ডাকা হয়েছে জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টা জানিয়েছি। তাঁরা যে পথে চলতে বলবেন, সেই পথেই চলব।"