দুর্গাপুর, 9 অক্টোবর : দুর্গাপুজোর জন্য পুজোকমিটিগুলিকে দেওয়া হবে 50 হাজার টাকা করে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আর তাই নিয়ে শুরু হল বিতর্ক ৷ এই নিয়েই দুর্গাপুরের CITU নেতা সৌরভ দত্ত আজ হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন ৷
এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সৌরভবাবু ৷ হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ৷ সেখান থেকে ETV ভারতকে তিনি বলেন , "এর আগেও 2018 সালে যখন 10 হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তখন আমরা হাইকোর্টে মামলা করেছিলাম । আইনজীবী শামিম আহমেদ, বিকাশরঞ্জন ভট্টাচার্য সেই মামলা লড়েছেন । স্টে অর্ডার দেয় উচ্চ আদালত । সামান্য সুযোগ পাওয়ার কারণে সেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল সেফ ড্রাইভ , সেভ লাইফ প্রকল্পের অজুহাতে । আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলাম মামলাটিকে নিয়ে । সুপ্রিম কোর্ট হলফনামা জমা দিতে বলেছিল রাজ্য সরকারকে ।"
এরপরই পুজোকমিটিগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, "এবার 50 হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । পাশাপাশি পুরোহিত ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছে । এতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় আঘাত আসতে পারে । তাই আজ ফের মামলা করা হবে হাইকোর্টে । আমি জনস্বার্থ মামলা করছি । "