ETV Bharat / state

পুজোকমিটিগুলিকে অনুদানের বিরোধিতা করে আজ হাইকোর্টে মামলা - case Against state government today in high court

প্যানডেমিক পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য পুজোকমিটিগুলোকে 50 হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আর তাই নিয়ে শুরু হল বিতর্ক ৷

দুর্গাপুজো ক্লাবগুলিকে অনুদান দেওয়া সংবিধানবিরোধী ; CITU
CITU নেতা সৌরভ দত্ত
author img

By

Published : Oct 9, 2020, 11:17 AM IST

দুর্গাপুর, 9 অক্টোবর : দুর্গাপুজোর জন্য পুজোকমিটিগুলিকে দেওয়া হবে 50 হাজার টাকা করে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আর তাই নিয়ে শুরু হল বিতর্ক ৷ এই নিয়েই দুর্গাপুরের CITU নেতা সৌরভ দত্ত আজ হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন ৷

এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সৌরভবাবু ৷ হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ৷ সেখান থেকে ETV ভারতকে তিনি বলেন , "এর আগেও 2018 সালে যখন 10 হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তখন আমরা হাইকোর্টে মামলা করেছিলাম । আইনজীবী শামিম আহমেদ, বিকাশরঞ্জন ভট্টাচার্য সেই মামলা লড়েছেন । স্টে অর্ডার দেয় উচ্চ আদালত । সামান্য সুযোগ পাওয়ার কারণে সেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল সেফ ড্রাইভ , সেভ লাইফ প্রকল্পের অজুহাতে । আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলাম মামলাটিকে নিয়ে । সুপ্রিম কোর্ট হলফনামা জমা দিতে বলেছিল রাজ্য সরকারকে ।"

পুজোকমিটিগুলিকে অনুদানের বিরোধিতা করে আজ হাইকোর্টে মামলা করবেন CITU নেতা

এরপরই পুজোকমিটিগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, "এবার 50 হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । পাশাপাশি পুরোহিত ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছে । এতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় আঘাত আসতে পারে । তাই আজ ফের মামলা করা হবে হাইকোর্টে । আমি জনস্বার্থ মামলা করছি । "

দুর্গাপুর, 9 অক্টোবর : দুর্গাপুজোর জন্য পুজোকমিটিগুলিকে দেওয়া হবে 50 হাজার টাকা করে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আর তাই নিয়ে শুরু হল বিতর্ক ৷ এই নিয়েই দুর্গাপুরের CITU নেতা সৌরভ দত্ত আজ হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন ৷

এই মুহূর্তে কোরোনা আক্রান্ত সৌরভবাবু ৷ হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ৷ সেখান থেকে ETV ভারতকে তিনি বলেন , "এর আগেও 2018 সালে যখন 10 হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তখন আমরা হাইকোর্টে মামলা করেছিলাম । আইনজীবী শামিম আহমেদ, বিকাশরঞ্জন ভট্টাচার্য সেই মামলা লড়েছেন । স্টে অর্ডার দেয় উচ্চ আদালত । সামান্য সুযোগ পাওয়ার কারণে সেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল সেফ ড্রাইভ , সেভ লাইফ প্রকল্পের অজুহাতে । আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলাম মামলাটিকে নিয়ে । সুপ্রিম কোর্ট হলফনামা জমা দিতে বলেছিল রাজ্য সরকারকে ।"

পুজোকমিটিগুলিকে অনুদানের বিরোধিতা করে আজ হাইকোর্টে মামলা করবেন CITU নেতা

এরপরই পুজোকমিটিগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, "এবার 50 হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার । পাশাপাশি পুরোহিত ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছে । এতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় আঘাত আসতে পারে । তাই আজ ফের মামলা করা হবে হাইকোর্টে । আমি জনস্বার্থ মামলা করছি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.