দুর্গাপুর, 3 সেপ্টেম্বর: শুক্রবার রাতে খুন হন সুদের কারবারি দুর্গাপুরের বেনাচিতি কাইজার গলিতে ভাড়াটে আসিম খান নামে এক কাবুলিওয়ালা (Kabuliwala Murder Case) ৷ বয়স 62'র ওই ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে তাঁর সঙ্গে থাকা রাঁধুনির বিরুদ্ধে । বাঁকুড়ার বড়জোড়া থানার হাট আশুড়িয়ার বাসিন্দা জহর আলি ইতিমধ্যেই আটক করেছে পুলিশ । শনিবারজহর আলি শেখের পরিবারের সদস্যরা জানান তিনি নির্দোষ । জহর একজন নিরীহ মানুষ । খুনের প্রকৃত তদন্ত হওয়া দরকার । দোষীদের শাস্তি হোক ।
সুদের ব্যবসায়ী আসিম খান খুনের নেপথ্যে তাহলে কি অন্য ব্যক্তি?
জহর আলি শেখ আসিমের রাঁধুনিই শুধু ছিলেন না, তিনি সুদের টাকা আদায় করেও আনতেন বলে জানায় জহরের পরিবারের লোকেরা । কিন্তু তাঁর পরিবারের দাবি, জহর যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকত, তাহলে তিনি বাড়িতেই থাকতেন না । অন্যদিকে পুলিশের অনুমান, খুনের আগে টাকাও লুঠ করা হয়েছে । এখানেই প্রশ্ন তাহলে কে বা কারা খুন করল আসিম খানকে? পুলিশ জহরকে জিজ্ঞাসাবাদ করছে (Is cook behind Kabuliwala murder) । ঘটনার তদন্ত চলছে বলে জানান এসিপি তথাগত পাণ্ডে ।
আরও পড়ুন: দুর্গাপুরের বেনাচিতিতে খুন কাবুলিওয়ালা