আসানসোল, 15 ডিসেম্বর: আসানসোলে শীতবস্ত্র-প্রদান অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক কিশোরী ও দুই মহিলার মৃত্যুর ঘটনার পুলিশি তদন্ত শুরু হল (Asansol Stampede Incident) ৷ বৃহস্পতিবারের মধ্যেই এই তদন্ত রিপোর্ট আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে জমা পড়বে। এই রিপোর্ট পাওয়ার পরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট স্বতঃপ্রণোদিত মামলা করার বিষয়ে চিন্তা-ভাবনা করবে।
বুধবার আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডে একটি শিবচর্চা অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে 5 হাজার বাসিন্দাকে কম্বল দেওয়ার কথা ছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত দিয়েই এই কম্বল প্রদান করা শুরু হয়। কিছুক্ষণ পর তিনি চলে যান। শুভেন্দু অধিকারী চলে যেতেই কম্বল নিতে হুড়োহুড়ি লাগে। তাতেই পদপিষ্ট হন 6 জন মহিলা এবং এক কিশোরী। তাঁদের মধ্যে ওই কিশোরী-সহ দুই মহিলার মৃত্যু হয়। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার পরই তোলপাড় রাজ্য-রাজ্যনীতি।
আরও পড়ুন: অনুষ্ঠানের পুলিশি অনুমতি ছিল, স্বপক্ষে প্রমাণ দিয়ে পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ শুভেন্দুর
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম জানিয়েছিলেন, এই অনুষ্ঠানের কোনও পুলিশি অনুমতি ছিল না। এমনকী শুভেন্দু অধিকারীর কার্যক্রম নিয়েও তাঁদের কাছে কোনও সঠিক খবর ছিল না। যদিও বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির দাবি তাঁরা পুলিশকে এই অনুষ্ঠানের বিষয়ে জানিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার মৃত তিনজনের ময়নাতদন্ত হয় এবং তাঁদের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
বিকেলে আসানসোলের কাল্লা মহাশ্মশানে শবদেহগুলি সৎকার করা হয়। অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই ঘটনার তদন্ত শুরু করেছে। ডেপুটি কমিশনার (পশ্চিম) অভিষেক মোদির নেতৃত্বে এই তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় কারা অভিযুক্ত তার একটি প্রাথমিক রূপ পুলিশ পেতে চাইছে। বৃহস্পতিবারের মধ্যেই এই তদন্ত রিপোর্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে জমা পড়বে। সেই রিপোর্ট দেখার পর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করার সিদ্ধান্ত নেবে।
আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের (Post-Mortem) সময় উপস্থিত হয়েছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ তৃণমূল নেতারা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যান্য নেতারাও আসানসোল জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শুভেন্দুর কম্বল-প্রদান অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক শিশু-সহ 3