ETV Bharat / state

INTTUC Protest : নয়া শ্রম-নীতি নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সরব আইএনটিটিইউসি - INTTUC Protest

এদিন আইএনটিটিইউসি'র এই সভায় (INTTUC Protest) উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসি'র সভাপতি অভিজিৎ ঘটক, দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং-সহ শ্রমিক সংগঠনের নেতা ও কয়েক হাজার কর্মী ।

INTTUC Protest durgapur
কেন্দ্রের বিরোধিতায় সরব আইএনটিটিইউসি
author img

By

Published : Jun 18, 2022, 10:45 PM IST

দুর্গাপুর, 18 জুন : রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে আরএফ কার্ড ৷ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র দাবি, এই কার্ড থাকার অর্থ শ্রমিকদের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন কারখানার আধিকারিকরা ৷ তাদের আরও অভিযোগ, নয়া শ্রম কোডের মাধ্যমে কেন্দ্র 8 ঘণ্টার পরিবর্তে 12 ঘণ্টা শ্রমিকদের দিয়ে কাজ করাতে চাইছে ৷ সরকারের এইসব নীতির বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে (INTTUC meeting in Durgapur steel plant gate) দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷

এদিন ঋতব্রত বলেন, "শ্রম কোড চালু করতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ কিন্তু এরাজ্যে সেই শ্রম কোড চালু করতে দেব না ৷" কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণতার অভিযোগও তুলেছেন তিনি ৷ বলেন,"2021 এর বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে কেন্দ্র রাজ্যের উপর আঘাত হেনে কলকাতায় সেইলের যে কাঁচামাল মজুত কেন্দ্র ছিল তা অজ্ঞাত কারণে ওড়িশা ও বোকারোতে নিয়ে চলে গিয়েছে । যার প্রভাব পড়েছে এরাজ্যের ইস্পাত শিল্পে । উৎপাদন কমেছে এবং কাঁচামালের দাম বাড়তি লাগছে, তাই লাভ কমছে । এরপরে একদিন এই ইস্পাত কারখানা ক্ষতিতে চলছে এই অজুহাত তুলে দুর্গাপুর ইস্পাত কারখানা আম্বানি ও আদানিদের বিক্রি করে দেওয়া হবে।"

কেন্দ্রের বিরোধিতায় সরব আইএনটিটিইউসি

আরও পড়ুন : অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’, 8 বছরের কাজের 'রিপোর্ট কার্ড' পেশ ডায়মন্ড হারবারের সাংসদের

এদিন আইএনটিটিইউসি'র এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসি'র সভাপতি অভিজিৎ ঘটক, দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং-সহ শ্রমিক সংগঠনের নেতা ও কয়েক হাজার কর্মী । তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার প্রসঙ্গ তুলে মলয় ঘটক এদিন বলেন, "কোনও নেতা ঠিকাদার হতে পারবেন না । কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না।"

দুর্গাপুর, 18 জুন : রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে আরএফ কার্ড ৷ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র দাবি, এই কার্ড থাকার অর্থ শ্রমিকদের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন কারখানার আধিকারিকরা ৷ তাদের আরও অভিযোগ, নয়া শ্রম কোডের মাধ্যমে কেন্দ্র 8 ঘণ্টার পরিবর্তে 12 ঘণ্টা শ্রমিকদের দিয়ে কাজ করাতে চাইছে ৷ সরকারের এইসব নীতির বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে (INTTUC meeting in Durgapur steel plant gate) দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷

এদিন ঋতব্রত বলেন, "শ্রম কোড চালু করতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ কিন্তু এরাজ্যে সেই শ্রম কোড চালু করতে দেব না ৷" কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণতার অভিযোগও তুলেছেন তিনি ৷ বলেন,"2021 এর বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে কেন্দ্র রাজ্যের উপর আঘাত হেনে কলকাতায় সেইলের যে কাঁচামাল মজুত কেন্দ্র ছিল তা অজ্ঞাত কারণে ওড়িশা ও বোকারোতে নিয়ে চলে গিয়েছে । যার প্রভাব পড়েছে এরাজ্যের ইস্পাত শিল্পে । উৎপাদন কমেছে এবং কাঁচামালের দাম বাড়তি লাগছে, তাই লাভ কমছে । এরপরে একদিন এই ইস্পাত কারখানা ক্ষতিতে চলছে এই অজুহাত তুলে দুর্গাপুর ইস্পাত কারখানা আম্বানি ও আদানিদের বিক্রি করে দেওয়া হবে।"

কেন্দ্রের বিরোধিতায় সরব আইএনটিটিইউসি

আরও পড়ুন : অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’, 8 বছরের কাজের 'রিপোর্ট কার্ড' পেশ ডায়মন্ড হারবারের সাংসদের

এদিন আইএনটিটিইউসি'র এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসি'র সভাপতি অভিজিৎ ঘটক, দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং-সহ শ্রমিক সংগঠনের নেতা ও কয়েক হাজার কর্মী । তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার প্রসঙ্গ তুলে মলয় ঘটক এদিন বলেন, "কোনও নেতা ঠিকাদার হতে পারবেন না । কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.