আসানসোল, 2 এপ্রিল : অতীতে বারবার দেখা গিয়েছে বিভিন্ন ধরনের অপরাধ করে অপরাধীরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নেয় । পুলিশের সমন্বয়ের অভাবে অপরাধীদের ধরা সম্ভব হয়ে উঠত না । আর সেই কারণেই আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা পুলিশ সমন্বয় প্রক্রিয়া শুরু হয়েছিল ।
এদিন আসানসোলের সার্কিট হাউসে আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা একটি পুলিশ বৈঠক অনুষ্ঠিত হয় (Inter-State Police meeting before Asansol By Poll) । আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ মহল । এই বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলা বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার উচ্চ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ তেমনি ঝাড়খণ্ড পুলিশের উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তন বলেন, "লোকসভা ভোটের আগে এই বৈঠক গুরুত্বপূর্ণ । অপরাধীরা এক রাজ্যে অপরাধ ঘটিয়ে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার বা আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যেত । তা রুখতেই এই জেলা এবং রাজ্যের মধ্যে সমন্বয় বৈঠক । ইতিমধ্যেই সীমান্ত এলাকায় বেআইনি অস্ত্র এবং প্রচুর টাকা উদ্ধার সম্ভব হয়েছে । পুলিশের মধ্যে সমন্বয় থাকলে আগামী দিনে অপরাধ দূর করতে দুই রাজ্যের পুলিশ অনেকটাই সফল হবে ।"
আরও পড়ুন : Mithun Supports Agnimitra : অগ্নি রোজ আমার খোঁজ নেয়, ওকেই ভোট দিন ; আসানসোলবাসীর কাছে আর্জি মিঠুনের