ETV Bharat / state

রাজ্যে ভোটের মরশুমে ৫০ কোটি কালো টাকা উদ্ধার - asansol

"রাজ্যে ৫০ কোটি কালো টাকা উদ্ধার করল আয়কর দপ্তর।" আজ আসানসোলে একথা বললেন আয়কর দপ্তরের প্রিন্সিপাল ডাইরেক্টর (ইনভেসটিগেশন) আশিস বার্মা ।

আশিস বার্মা
author img

By

Published : Apr 27, 2019, 9:15 PM IST

Updated : Apr 27, 2019, 10:50 PM IST

আসানসোল, 27 এপ্রিল : "ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি কালো টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর ।" আজ আসানসোলে এই কথা বললেন আয়কর দপ্তর প্রিন্সিপাল ডাইরেক্টর (ইনভেসটিগেশন) আশিস বার্মা ।

ভিডিয়োয় শুনুন আশিস বার্মার বক্তব্য

রাজ্য জুড়ে ভোটের আগে কালো টাকা উদ্ধার করার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর । মূলত নির্বাচন কমিশনের নির্দেশেই এই অভিযান চলছে। আজ আশিসবাবু বলেন, "মূলত কলকাতার আশপাশের এলাকা থেকেই বেশি কালো টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেদিনীপুর, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, মালদা থেকেও কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের জন্যই এই কালো টাকা ব্যবহার করা হত বলে অনুমান করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় যাদের কাছে কালো টাকা উদ্ধার হয়েছে তারা মূলত সবাই ব্যবসায়ী । কেউ রাজনীতির লোক নয় । এই ব্যবসায়ীরা কালো টাকার হাওয়ালার সঙ্গে যুক্ত।"

আশিসবাবু আরও বলেন, "আসানসোল থেকে এখনও কালো টাকা উদ্ধার হয়নি । আসানসোলের জনসাধারণের কাছ থেকে কালো টাকা পাচারের খবর পেলে আমরা এখানেও অভিযান চালাব । "

আসানসোল, 27 এপ্রিল : "ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি কালো টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর ।" আজ আসানসোলে এই কথা বললেন আয়কর দপ্তর প্রিন্সিপাল ডাইরেক্টর (ইনভেসটিগেশন) আশিস বার্মা ।

ভিডিয়োয় শুনুন আশিস বার্মার বক্তব্য

রাজ্য জুড়ে ভোটের আগে কালো টাকা উদ্ধার করার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর । মূলত নির্বাচন কমিশনের নির্দেশেই এই অভিযান চলছে। আজ আশিসবাবু বলেন, "মূলত কলকাতার আশপাশের এলাকা থেকেই বেশি কালো টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেদিনীপুর, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, মালদা থেকেও কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের জন্যই এই কালো টাকা ব্যবহার করা হত বলে অনুমান করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় যাদের কাছে কালো টাকা উদ্ধার হয়েছে তারা মূলত সবাই ব্যবসায়ী । কেউ রাজনীতির লোক নয় । এই ব্যবসায়ীরা কালো টাকার হাওয়ালার সঙ্গে যুক্ত।"

আশিসবাবু আরও বলেন, "আসানসোল থেকে এখনও কালো টাকা উদ্ধার হয়নি । আসানসোলের জনসাধারণের কাছ থেকে কালো টাকা পাচারের খবর পেলে আমরা এখানেও অভিযান চালাব । "

Last Updated : Apr 27, 2019, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.