দুর্গাপুর, 25 সেপ্টেম্বর: দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই 'আগমনী কার্নিভাল' ৷ দুর্গাপুরে তার প্রচার শুরু হল ক্লাব ঐক্যের উদ্যোগে (Inauguration of Carnival) । দুর্গাপুর ক্লাব ঐকের পক্ষ থেকে এই কার্নিভালের আয়োজন করা হয় । উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হরেরাম সিং-সহ দুর্গাপুরের বহু বিশিষ্ঠজনেরা ।
সুদৃশ্য ট্যাবলো সাজিয়ে আগামী 7 অক্টোবর আয়োজিত হতে চলা আগমনী কার্নিভালের প্রচার শুরু হল আজ সাড়ম্বরে । ট্যাবলোতে মহিলাদের ঢাকের তাল আর ছৌ নাচ তারই মধ্যে এ যেন উৎসবের আমেজ তৈরি করে । দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের কয়েকশো মানুষের সমাগম হয় এই কার্নিভালে । দুর্গাপুরের ইস্পাত নগরীর লালা রাজপথ রায় সরণী থেকে শুরু হয় এই কার্নিভাল । উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ।
আরও পড়ুন: ইউনেসকোর স্বীকৃতি নিয়ে নাম না করে মমতাকে খোঁচা মীনাক্ষীর
দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের পাশাপাশি বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । ইস্পাত নগরী জুড়ে এই কার্নিভাল হওয়ার পর দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদেরর পাশে শেষ হবে । মহালয়া থেকেই সাজোসাজো রব শিল্পাঞ্চল জুড়ে ।