আসানসোল,17 জুলাই: দক্ষিণবঙ্গের পাঁচ জেলার মধ্যে পশ্চিম বর্ধমান জেলাতেই সবচেয়ে বেশি কোরোনা রোগী রয়েছেন। রাজ্য স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, 16 জুলাই পর্যন্ত 132 জন কোরোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের আরও চারটি প্রতিবেশী জেলা পূর্ব বর্ধমান, বাঁকুড়া,পুরুলিয়াকে পিছনে ফেলে সক্রিয় কোরোনা রোগীর তালিকায় এগিয়ে পশ্চিম বর্ধমান। যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আশঙ্কা করা হচ্ছে,প্রতিবেশী জেলাগুলিকে ছাপিয়ে সংক্রামিত সংখ্যাতে উপরে উঠে আসবে পশ্চিম বর্ধমান ।
রাজ্য স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী গতকাল পশ্চিম বর্ধমান জেলায় 132 জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। পূর্ব বর্ধমান এই সংখ্যা 115, বাঁকুড়ায় সংখ্যা 73, পুরুলিয়ায় 9 এবং বীরভূমে 37। যদিও গতকাল সেই সংখ্যা আরও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র থেকে জানা যাচ্ছে গতকাল আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন থাকা চারজন রোগীর রিপোর্ট পজ়িটিভ এসেছে। এরা মহিশিলা গ্রাম, আসানসোল এনএস রোড, ঊষাগ্রাম অঞ্চলের বাসিন্দা। তাদের প্রত্যেককেই দুর্গাপুরের বিশেষ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে সূত্র থেকে জানা যাচ্ছে জেলা হাসপাতালের একজন চিকিৎসকের নাকি কোরোনা পজ়িটিভ মিলেছে। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গেছে,ওই চিকিৎসক সংক্রামিত হওয়ার দুদিন আগেও আউটডোরে চিকিৎসা করেছিলেন। এর ফলে বেড়েছ আতঙ্ক।
কোরোনা সন্দেহে আসানসোল জেলা হাসপাতালে আইসোলেশন বিভাগে 19 জন ভরতি রয়েছেন। যাদের রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি।
অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলায় কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা যতই বাড়ছে ততই অসচেতন মানুষজনকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। মাস্ক ছাড়াই মানুষজন রাস্তার বাইরে বেরিয়ে আসছেন। পুলিশ ব্যবস্থা নিলেও মানুষজন উদাসীন।
নিরাপত্তার বিষয়টি নিয়ে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADC সেন্ট্রাল সায়ক দাস জানিয়েছেন "লাগাতার অভিযান চালানো হচ্ছে। বাসিন্দাদের রাস্তায় দেখতে পেলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"