ETV Bharat / state

অনাহারে বেহাল দশা আসানসোলের পরিবারের - অসহায় পরিবার

আসানসোল পৌরনিগমের 85 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিশিলা কলোনির শিমুলতলা এলাকার বাসিন্দা দীপক ভট্টাচার্য । তাঁর সঙ্গে তাঁর দিদি মিনতি ভট্টাচার্য এবং ভাইঝি অনিতা ভট্টাচার্য থাকে । দীপকবাবু এবং মিনতিদেবী দু'জনেই অসুস্থ । অনিতা মানসিক ভারসাম্যহীন ।

আসানসোল
author img

By

Published : Oct 12, 2019, 3:28 PM IST

Updated : Oct 13, 2019, 8:26 AM IST

আসানসোল, 12 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের আসানসোলের বাড়ি থেকে কিছু দূরেই একটি পরিবার অনাহারে দিন কাটাচ্ছে । পরিবারের তিন সদস্য সপ্তাহের অর্ধেক দিনই কিছু খেতে পান না ৷ এদিকে অর্থাভাবে কোনওরকম চিকিৎসাও হচ্ছে না তাঁদের । স্থানীয় কাউন্সিলর ওই পরিবারের সম্পর্কে জানলেও এখনও পর্যন্ত কিছুই করেননি বলে অভিযোগ ।

আসানসোল পৌরনিগমের 85 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিশিলা কলোনির শিমুলতলা এলাকার বাসিন্দা দীপক ভট্টাচার্য । তাঁর সঙ্গে তাঁর দিদি মিনতি ভট্টাচার্য এবং ভাইঝি অনিতা ভট্টাচার্য থাকেন । দীপকবাবু এবং মিনতিদেবী দু'জনেই অসুস্থ । অনিতা মানসিক ভারসাম্যহীন । কয়েকবছর আগে পর্যন্ত দীপকবাবু টিউশন পড়িয়ে সংসার চালাতেন । কিন্তু বর্তমানে শারীরিক কারণে আর কিছুই পারেন না । বাড়িটি দীপকবাবুর দাদার ৷ তাঁরা মারা যাওয়ার পর ভাইঝিকে দেখেন দীপকবাবু ও তাঁর দিদি ৷

দেখুন ভিডিয়ো

পেটে ভাত নেই । প্রতিবেশী, আত্মীয়রা মাঝে মধ্যে কিছু না কিছু সাহায্য করেন, তাতে বেশিদিন চলে না ৷ দীপকবাবু কুণ্ঠা নিয়েই বলেন, সপ্তাহে রোজ খাবার জোটে না । তিন চারদিন অল্প করে খাবার জোটে । পুজোর সময় স্থানীয় একটি পুজো কমিটি ওই পরিবারের কথা জানতে পেরে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয় । কিন্তু সে সহায়তা ক্ষণস্থায়ী । তাই পরিবারটি চাইছে তাদের জন্য কোনও স্থায়ী বন্দোবস্ত করা হোক ।

শারীরিক অবস্থার কারণে বাড়ি থেকে বেরিয়ে সাংসদ কিংবা বিধায়ক বা কাউন্সিলরের কাছে দরবারও করতে পারেন না দীপকবাবু ৷ রেশন কার্ড থাকলেও রেশন কেনার টাকা নেই । কোন বার্ধক্য ভাতা পান না । ফলে অসহায় হয়েই দিন কাটছে ওই পরিবারের । এমন কী শারীরিক অসুস্থতা থাকলেও ওষুধ কেনার টাকাও নেই বলে জানিয়েছেন দীপকবাবু ।

দীপকবাবুর পরিবারের কথা জানাজানি হতেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই । স্থানীয় দুর্গাপুজো কমিটি মহিশীলা শিমুলতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে ৷ স্থানীয় বাসিন্দা পরিতোষ পোদ্দার বলেন, "আমরাও এই ঘটনা জেনে চারজন মিলে অর্থ সাহায্য তুলে দিয়ে এসেছি । পাশাপাশি মেয়রকে ফোন করে জানিয়েছি, উনি স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন । অসহায় বৃদ্ধবৃদ্ধাদের সহায়তার জন্য "নমন" প্রকল্পকেও জানানো হয়েছে । "

অন্যদিকে খবর পেয়ে বিশিষ্ট সমাজসেবী "ফুডম্যান" চন্দ্রশেখর কুন্ডু ও শিক্ষক অভিজিত দেবনাথ নানা খাদ্য সামগ্রী নিয়ে ওই পরিবারের হাতে তুলে দেন ৷ তাঁরা সব সময় ওই পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন ৷ স্থানীয় কাউন্সিলর শিবদাস চট্টোপাধ্যায় বলেন, " আমার ওয়ার্ডে অনেক দরিদ্র পরিবার আছে । দীপকবাবুর পরিবারের কথা জানি । দেখি কী ব্যবস্থা করা যায় ।" এদিকে সাংসদ বাবুল সুপ্রিয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

আসানসোল, 12 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের আসানসোলের বাড়ি থেকে কিছু দূরেই একটি পরিবার অনাহারে দিন কাটাচ্ছে । পরিবারের তিন সদস্য সপ্তাহের অর্ধেক দিনই কিছু খেতে পান না ৷ এদিকে অর্থাভাবে কোনওরকম চিকিৎসাও হচ্ছে না তাঁদের । স্থানীয় কাউন্সিলর ওই পরিবারের সম্পর্কে জানলেও এখনও পর্যন্ত কিছুই করেননি বলে অভিযোগ ।

আসানসোল পৌরনিগমের 85 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিশিলা কলোনির শিমুলতলা এলাকার বাসিন্দা দীপক ভট্টাচার্য । তাঁর সঙ্গে তাঁর দিদি মিনতি ভট্টাচার্য এবং ভাইঝি অনিতা ভট্টাচার্য থাকেন । দীপকবাবু এবং মিনতিদেবী দু'জনেই অসুস্থ । অনিতা মানসিক ভারসাম্যহীন । কয়েকবছর আগে পর্যন্ত দীপকবাবু টিউশন পড়িয়ে সংসার চালাতেন । কিন্তু বর্তমানে শারীরিক কারণে আর কিছুই পারেন না । বাড়িটি দীপকবাবুর দাদার ৷ তাঁরা মারা যাওয়ার পর ভাইঝিকে দেখেন দীপকবাবু ও তাঁর দিদি ৷

দেখুন ভিডিয়ো

পেটে ভাত নেই । প্রতিবেশী, আত্মীয়রা মাঝে মধ্যে কিছু না কিছু সাহায্য করেন, তাতে বেশিদিন চলে না ৷ দীপকবাবু কুণ্ঠা নিয়েই বলেন, সপ্তাহে রোজ খাবার জোটে না । তিন চারদিন অল্প করে খাবার জোটে । পুজোর সময় স্থানীয় একটি পুজো কমিটি ওই পরিবারের কথা জানতে পেরে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয় । কিন্তু সে সহায়তা ক্ষণস্থায়ী । তাই পরিবারটি চাইছে তাদের জন্য কোনও স্থায়ী বন্দোবস্ত করা হোক ।

শারীরিক অবস্থার কারণে বাড়ি থেকে বেরিয়ে সাংসদ কিংবা বিধায়ক বা কাউন্সিলরের কাছে দরবারও করতে পারেন না দীপকবাবু ৷ রেশন কার্ড থাকলেও রেশন কেনার টাকা নেই । কোন বার্ধক্য ভাতা পান না । ফলে অসহায় হয়েই দিন কাটছে ওই পরিবারের । এমন কী শারীরিক অসুস্থতা থাকলেও ওষুধ কেনার টাকাও নেই বলে জানিয়েছেন দীপকবাবু ।

দীপকবাবুর পরিবারের কথা জানাজানি হতেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই । স্থানীয় দুর্গাপুজো কমিটি মহিশীলা শিমুলতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে ৷ স্থানীয় বাসিন্দা পরিতোষ পোদ্দার বলেন, "আমরাও এই ঘটনা জেনে চারজন মিলে অর্থ সাহায্য তুলে দিয়ে এসেছি । পাশাপাশি মেয়রকে ফোন করে জানিয়েছি, উনি স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন । অসহায় বৃদ্ধবৃদ্ধাদের সহায়তার জন্য "নমন" প্রকল্পকেও জানানো হয়েছে । "

অন্যদিকে খবর পেয়ে বিশিষ্ট সমাজসেবী "ফুডম্যান" চন্দ্রশেখর কুন্ডু ও শিক্ষক অভিজিত দেবনাথ নানা খাদ্য সামগ্রী নিয়ে ওই পরিবারের হাতে তুলে দেন ৷ তাঁরা সব সময় ওই পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন ৷ স্থানীয় কাউন্সিলর শিবদাস চট্টোপাধ্যায় বলেন, " আমার ওয়ার্ডে অনেক দরিদ্র পরিবার আছে । দীপকবাবুর পরিবারের কথা জানি । দেখি কী ব্যবস্থা করা যায় ।" এদিকে সাংসদ বাবুল সুপ্রিয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

Intro:
আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের আসানসোলের বাড়ি থেকে কিছু দূরেই একটি পরিবার অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের তিনজন সদস্য প্রায় দিনই খেতে পায়না বলে তারা জানিয়েছেন। পাশাপাশি শারীরিক অসুস্থতা থাকলেও কোনরকম চিকিৎসা তাদের হচ্ছে না। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে এলাকার তৃণমূল নেতারা ওই পরিবারের সম্বন্ধে জানলেও এখনো পর্যন্ত কিছুই করেননি বলে অভিযোগ।
আসানসোল পুরো নিগমের 85 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহিশিলা কলোনির শিমুলতলা এলাকার বাসিন্দা দীপক ভট্টাচার্য(৬৮)। তাঁর সঙ্গে তাঁর দিদি মিনতি ভট্টাচার্য(৭২) এবং ভাইজি অনিতা ভট্টাচার্য(৩৫) থাকেন।
দীপক বাবু এবং মিনতি দেবী দুজনেই অসুস্থ। অনিতা মানসিক ভারসাম্যহীন। কয়েকবছর আগে পর্যন্ত দীপক বাবু টিউশন পড়িয়ে সংসার চালাতেন। কিন্তু বর্তমানে শারীরিক কারনে আর কিছুই পারেন না। বাড়িটি ছিল দাদা বৌদির। তারা মারা যাওয়ার পর আশ্রয় পেয়েছেন। কিন্তু পেতে ভাত নেই। প্রতিবেশী, আত্মীয়রা মাঝেমধ্যে কিছু না কিছু সাহায্য করেন, তাতে যেমন চলে আর কি। দীপক বাবু কুণ্ঠা নিয়েই জানান, সপ্তাহে রোজ খাবার জোটেনা। তিন চারদিন অল্প করে খাবার জোটে। পুজোর সময় স্থানীয় একটি পুজো কমিটি ওই পরিবারের কথা জানতে পেরে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সে সহায়তা ক্ষণস্থায়ী। তাই পরিবারটি চাইছেন তাদের জন্য কোন স্থায়ী বন্দোবস্ত করা হোক।
শারীরিক অবস্থার কারনে বাড়ি থেকে বেরিয়ে বাবুল সুপ্রিয়ের দপ্তর কিমবা কাউন্সিলরের কাছে দরবার করবেন সেটাও পারেন না। রেশন কার্ড থাকলেও রেশন কেনার টাকা নেই। কোন বার্ধক্য ভাতা পাননা। ফলে অসহায় হয়েই দিন কাটছে ওই পরিবারের। এমন কি শারীরিক অসুস্থতা থাকলেও ওষুধ কেনার টাকা নেই বলে জানিয়েছেন দীপক বাবু।
স্থানীয় কাউন্সিলর শিবদাস চট্টোপাধ্যায় জানান, আমার ওয়ার্ডে অনেক দরিদ্র পরিবার আছে। পরিবারটির কথা জানি। দেখি কি ব্যবস্থা করা যায়।
বাবুল সুপ্রিয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি।



Body:..


Conclusion:
Last Updated : Oct 13, 2019, 8:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.