ETV Bharat / state

ETV ভারতের খবরের জের, আগামীকাল থেকেই বাড়ি সংস্কার আসানসোলের কিশোর কুমারের - দুর্গা রানা

ETV ভারতের খবরেই উঠে এসেছিল আসানসোলের "কিশোর কুমার" দুর্গা রাণার দুর্দশার কথা । একদিকে লকডাউনের কারণে অনুষ্ঠান বন্ধ, অন্যদিকে পায়ে ফাইলেরিয়া সংক্রমণ হওয়ায় সিকিউরিটি গার্ডের কাজও করতে পারছেন না । ফলে একপ্রকার অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি ।

impact of ETV bharat news
impact of ETV bharat news
author img

By

Published : Oct 30, 2020, 3:39 PM IST

আসানসোল, 30 অক্টোবর: ETV ভারতের খবরের জেরে অবশেষে অন্ধকার থেকে আলোর পথে ফিরছেন আসানসোলের অসহায়, অসুস্থ শিল্পী দুর্গা রাণা । শনিবার থেকেই তার বাড়ি সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি । শনিবার দুর্গা রাণার বাড়িতে ঘরোয়া গানের আসর বসিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর বাড়ি সংস্কারের কাজ শুরু হবে।

ETV ভারতের খবরেই উঠে এসেছিল আসানসোলের "কিশোর কুমার" দুর্গা রাণার দুর্দশার কথা । একদিকে লকডাউনের কারণে অনুষ্ঠান বন্ধ অন্যদিকে পায়ে ফাইলেরিয়া সংক্রমণ হওয়ায় সিকিউরিটি গার্ডের কাজও করতে পারছেন না । ফলে একপ্রকার অসহায় হয়ে পড়েছিলেন তিনি ।

ETV ভারতের খবরের জের, শনিবার থেকেই দুর্গা রানার বাড়ি সংস্কার

ছোটো অ্যাসবেস্টসের ভাঙা ঘরে থাকেন । বৃষ্টি হলেই গোটা ঘর ভেসে যায় । তাঁর এই দুর্দশার কথা জেনে আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি কথা দিয়েছেন দুর্গা রানার বাড়িটি সংস্কার করে দেওয়া হবে । পাশাপাশি তাঁকে সবরকম ভাবে সহায়তা করা হবে ।

শনিবার থেকেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । ETV ভারতকে তিনি বলেন, "দুর্গা রাণার কী প্রয়োজন তা জানতে চেয়েছিলাম । তিনি জানিয়েছেন তাঁর বাড়িটি অবিলম্বে সংস্কারের প্রয়োজন । সেই মতো আমরা তাঁর বাড়ির কাজ শনিবার থেকেই থেকেই শুরু করব । আমাদের ভালো লাগছে তাঁর পাঁশে দাঁড়াতে পারছি । "

অন্যদিকে ETV ভারতকে দুর্গা রাণা জানিয়েছেন, "আজ সকালে মেয়র জিতেন্দ্র তিওয়ারি তাঁকে ফোন করেছিলেন এবং বলেছেন কাল আসবেন আমার বাড়িতে । আমার বাড়ির কাজ শুরু করবেন । আমি খুব খুশি । ETV ভারতকে অনেক ধন্যবাদ । "

ETV ভারতের খবর দেখে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন,"আমি ওনার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করব । ওনাকে কিছু পাঠানোর ব্যবস্থা করব । আমরা ওনার পাশে আছি । "

আসানসোল, 30 অক্টোবর: ETV ভারতের খবরের জেরে অবশেষে অন্ধকার থেকে আলোর পথে ফিরছেন আসানসোলের অসহায়, অসুস্থ শিল্পী দুর্গা রাণা । শনিবার থেকেই তার বাড়ি সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি । শনিবার দুর্গা রাণার বাড়িতে ঘরোয়া গানের আসর বসিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর বাড়ি সংস্কারের কাজ শুরু হবে।

ETV ভারতের খবরেই উঠে এসেছিল আসানসোলের "কিশোর কুমার" দুর্গা রাণার দুর্দশার কথা । একদিকে লকডাউনের কারণে অনুষ্ঠান বন্ধ অন্যদিকে পায়ে ফাইলেরিয়া সংক্রমণ হওয়ায় সিকিউরিটি গার্ডের কাজও করতে পারছেন না । ফলে একপ্রকার অসহায় হয়ে পড়েছিলেন তিনি ।

ETV ভারতের খবরের জের, শনিবার থেকেই দুর্গা রানার বাড়ি সংস্কার

ছোটো অ্যাসবেস্টসের ভাঙা ঘরে থাকেন । বৃষ্টি হলেই গোটা ঘর ভেসে যায় । তাঁর এই দুর্দশার কথা জেনে আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি কথা দিয়েছেন দুর্গা রানার বাড়িটি সংস্কার করে দেওয়া হবে । পাশাপাশি তাঁকে সবরকম ভাবে সহায়তা করা হবে ।

শনিবার থেকেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি । ETV ভারতকে তিনি বলেন, "দুর্গা রাণার কী প্রয়োজন তা জানতে চেয়েছিলাম । তিনি জানিয়েছেন তাঁর বাড়িটি অবিলম্বে সংস্কারের প্রয়োজন । সেই মতো আমরা তাঁর বাড়ির কাজ শনিবার থেকেই থেকেই শুরু করব । আমাদের ভালো লাগছে তাঁর পাঁশে দাঁড়াতে পারছি । "

অন্যদিকে ETV ভারতকে দুর্গা রাণা জানিয়েছেন, "আজ সকালে মেয়র জিতেন্দ্র তিওয়ারি তাঁকে ফোন করেছিলেন এবং বলেছেন কাল আসবেন আমার বাড়িতে । আমার বাড়ির কাজ শুরু করবেন । আমি খুব খুশি । ETV ভারতকে অনেক ধন্যবাদ । "

ETV ভারতের খবর দেখে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন,"আমি ওনার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করব । ওনাকে কিছু পাঠানোর ব্যবস্থা করব । আমরা ওনার পাশে আছি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.