ETV Bharat / state

দিলীপ ঘোষকে খাঁচায় ভরে রাখব : জিতেন্দ্র তিওয়ারি - দিলীপ ঘোষের সমালোচনায় জিতেন্দ্র তেওয়ারি

NRC ও CAA বিরোধী সভায় দিলীপ ঘোষকে কড়া সমালোচনা করলেন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি । BJP রাজ্য সভাপতির কিছু মন্তব্যে রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে । এই বিষয়ে প্রশ্ন করা হলে জিতেন্দ্র তিওয়ারি দিলীপ ঘোষকে খাঁচায় ভরে রাখার কথা বলেন ।

I'll keep Dilip Ghosh in the cage
দিলীপ ঘোষকে খাঁচায় ভরে রাখব
author img

By

Published : Jan 18, 2020, 6:51 PM IST

দুর্গাপুর, 18 জানুয়ারি : "দিলীপ ঘোষকে আসানসোলে এলে খাঁচায় ভরে রাখব । যাতে করে আগামী প্রজন্মের শিশু-কিশোররা তাঁকে খাঁচায় দেখে বুঝতে পারে, কু-কথা বলার যে মানুষ সেটাই এই দিলীপ ঘোষ । রাজ্যের মানুষ তাঁর জন্য খাঁচা তৈরি করবেন ৷" দুর্গাপুরে এসে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এ'ভাবেই আক্রমণ করলেন আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।

দুর্গাপুরের উদ্যোগে একটি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরি এবং এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । এই অনুষ্ঠানে মূল স্লোগান ছিল, " NRC চাই না, CAA চাই না ৷" এই অনুষ্ঠানে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া সমালোচনা করেন জিতেন্দ্র তিওয়ারি ।

জিতেন্দ্র তিওয়ারি

গতকাল হাওড়ায় একটি সভায় BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "যাদের মা-বাবার ঠিক নেই, চিন্তা তাদের ৷ তারাই লোককে ভুল বোঝাচ্ছে ৷" এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন BJP-র রাজ্য সভাপতি। সেই প্রসঙ্গে তাঁর সমালোচনা করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "দিলীপ ঘোষ একবার আসানসোলে আসুক। তাঁকে খাঁচায় পুরে রাখব। আগামী প্রজন্মের যাঁরা দেখবেন তাঁরা জানবেন অকথা, কু-কথা বলার মানুষ এই সেই দিলীপ ঘোষ।" দিলীপ ঘোষের জন্য খাঁচা তৃণমূল থেকে তৈরি করা হচ্ছে কি না জানতে চাওয়া হলে জিতেন্দ্রবাবু বলেন, "খাঁচা আমাদের তৈরি করতে হবে না । রাজ্যের মানুষ খাঁচা তৈরি করবেন।"

দুর্গাপুর, 18 জানুয়ারি : "দিলীপ ঘোষকে আসানসোলে এলে খাঁচায় ভরে রাখব । যাতে করে আগামী প্রজন্মের শিশু-কিশোররা তাঁকে খাঁচায় দেখে বুঝতে পারে, কু-কথা বলার যে মানুষ সেটাই এই দিলীপ ঘোষ । রাজ্যের মানুষ তাঁর জন্য খাঁচা তৈরি করবেন ৷" দুর্গাপুরে এসে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এ'ভাবেই আক্রমণ করলেন আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।

দুর্গাপুরের উদ্যোগে একটি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরি এবং এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । এই অনুষ্ঠানে মূল স্লোগান ছিল, " NRC চাই না, CAA চাই না ৷" এই অনুষ্ঠানে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া সমালোচনা করেন জিতেন্দ্র তিওয়ারি ।

জিতেন্দ্র তিওয়ারি

গতকাল হাওড়ায় একটি সভায় BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "যাদের মা-বাবার ঠিক নেই, চিন্তা তাদের ৷ তারাই লোককে ভুল বোঝাচ্ছে ৷" এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন BJP-র রাজ্য সভাপতি। সেই প্রসঙ্গে তাঁর সমালোচনা করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "দিলীপ ঘোষ একবার আসানসোলে আসুক। তাঁকে খাঁচায় পুরে রাখব। আগামী প্রজন্মের যাঁরা দেখবেন তাঁরা জানবেন অকথা, কু-কথা বলার মানুষ এই সেই দিলীপ ঘোষ।" দিলীপ ঘোষের জন্য খাঁচা তৃণমূল থেকে তৈরি করা হচ্ছে কি না জানতে চাওয়া হলে জিতেন্দ্রবাবু বলেন, "খাঁচা আমাদের তৈরি করতে হবে না । রাজ্যের মানুষ খাঁচা তৈরি করবেন।"

Intro:""দিলীপ ঘোষকে আসানসোলে এলে খাঁচায় ভরে রাখব। যাতে করে আগামী প্রজন্মের শিশুকিশোররা তাকে খাঁচায় দেখে বুঝতে পারে, কূ-কথা বলার যে মানুষ সেটাই এই দিলীপ ঘোষ। রাজ্যের মানুষ তার জন্য খাঁচা তৈরি করবেন""- দুর্গাপুরে এসে বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে এভাবেই আক্রমণ করলেন আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।

দুর্গাপুরের উদ্যোগে একটি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এই অনুষ্ঠানে মূল স্লোগান ছিল,"" এনআরসি চাইনা, সিএএ চাইনা ""।সেই প্রসঙ্গে বলতে গিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং একই বিষয়ে নিজের মত ব্যক্ত করার পর বিজেপির রাজ্য সভাপতি কে তুলোধোনা করলেন জিতেন্দ্র তিওয়ারি। গতকাল একটি সভায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ""যে বা যারা সিএএ এর বিরোধিতা করছেন। তাদের বাবা-মায়ের ঠিক নেই।"" এর আগেও বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সেই প্রসঙ্গে তার সমালোচনা করে জিতেন্দ্র তিওয়ারি বলেন,"" দিলীপ ঘোষ একবার আসানসোলে আসুক। তাকে খাঁচায় পুরে রাখব। আগামী প্রজন্মের যারা তারা দেখবে অকথা, কূ-কথা বলার মানুষ এই সেই দিলীপ ঘোষ।""
তাহলে দিলীপ ঘোষের জন্য খাঁচাটি আপনারা তৈরি করেছেন? এমন প্রশ্নের উত্তরে বললেন,"" খাঁচা আমাদের তৈরি করতে হবেনা। রাজ্যের মানুষ খাঁচা তৈরি করবেন।""Body:HConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.