ETV Bharat / state

"আমরা ক্ষমাপ্রার্থী, আজ সব কথা শুনব"; মানুষের দরবারে তৃণমূল - Babul Supriyo

"আজ আপনারা বলবেন, আমরা শুনব । আমরা ক্ষমাপ্রার্থী ।" জনসংযোগ বাড়াতে কুলটির গ্রামে গ্রামে প্রচার তৃণমূলের ।

প্রচার তৃণমূলের
author img

By

Published : Jun 22, 2019, 1:03 AM IST

আসানসোল, 22 জুন : ব্যানারে লেখা "আমাদের দোষ, ভুল কোথায় ? আমরা কি উন্নয়ন করতে পারিনি ? আমরা কি আপদে-বিপদে আপনাদের সঙ্গ দিতে পারিনি ? আজ আপনারা বলবেন, আমরা শুনব । আমরা ক্ষমাপ্রার্থী ।" মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে পথে নামল তৃণমূল । কুলটির গ্রামে গ্রামে প্রচার অভিযান চালাল তারা ।

লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে মুনমুন সেনকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, আমাকে দেখে ভোট দেবেন । কিন্তু, 23 মে EVM খুলতেই দেখা যায় অন্য ছবি । প্রতিদ্বন্দ্বী বাবুল সুপ্রিয়র থেকে ক্রমেই পিছিয়ে পড়তে থাকেন মুনমুন । শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো দূরঅস্ত, প্রায় 2 লাখ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী । শুধুমাত্র কুলটিতেই প্রায় 50 হাজার ভোটে জেতেন বাবুল ।

মানুষের সঙ্গে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে, দলের পর্যালোচনা বৈঠকে তা বারবার উঠে এসেছে । তাই আর দেরি না করে এবার জনসংযোগে নামল রাজ্যের শাসকদল । গতকাল স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে চলে প্রচার অভিযান ।

তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার ক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতারা । রেশন কার্ড থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন বলেও জানান । ক্ষোভ উগড়ে দেন । পরে সব শুনে, তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, "মানুষের কাছ থেকে আমাদের দোষ-ত্রুটির বিষয়ে জানবার জন্যই এই অভিযান । দারুণ সাড়া পেয়েছি ।"

স্থানীয় BJP নেতা সুভাষ মিশ্র বলেন, "অনেক দেরিতে হলেও তৃণমূল নিজেদের ভুল বুঝতে পেরেছে । তবে, মানুষ কিন্তু কিছু ভুলে যায়নি । গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি । মারধর করা হয়েছে । মানুষ সব দেখেছে । লোকসভা ভোটে জবাব দিয়েছে ।"

আসানসোল, 22 জুন : ব্যানারে লেখা "আমাদের দোষ, ভুল কোথায় ? আমরা কি উন্নয়ন করতে পারিনি ? আমরা কি আপদে-বিপদে আপনাদের সঙ্গ দিতে পারিনি ? আজ আপনারা বলবেন, আমরা শুনব । আমরা ক্ষমাপ্রার্থী ।" মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে পথে নামল তৃণমূল । কুলটির গ্রামে গ্রামে প্রচার অভিযান চালাল তারা ।

লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে মুনমুন সেনকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, আমাকে দেখে ভোট দেবেন । কিন্তু, 23 মে EVM খুলতেই দেখা যায় অন্য ছবি । প্রতিদ্বন্দ্বী বাবুল সুপ্রিয়র থেকে ক্রমেই পিছিয়ে পড়তে থাকেন মুনমুন । শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো দূরঅস্ত, প্রায় 2 লাখ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী । শুধুমাত্র কুলটিতেই প্রায় 50 হাজার ভোটে জেতেন বাবুল ।

মানুষের সঙ্গে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছে, দলের পর্যালোচনা বৈঠকে তা বারবার উঠে এসেছে । তাই আর দেরি না করে এবার জনসংযোগে নামল রাজ্যের শাসকদল । গতকাল স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে চলে প্রচার অভিযান ।

তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার ক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতারা । রেশন কার্ড থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক প্রকল্প থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন বলেও জানান । ক্ষোভ উগড়ে দেন । পরে সব শুনে, তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, "মানুষের কাছ থেকে আমাদের দোষ-ত্রুটির বিষয়ে জানবার জন্যই এই অভিযান । দারুণ সাড়া পেয়েছি ।"

স্থানীয় BJP নেতা সুভাষ মিশ্র বলেন, "অনেক দেরিতে হলেও তৃণমূল নিজেদের ভুল বুঝতে পেরেছে । তবে, মানুষ কিন্তু কিছু ভুলে যায়নি । গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি । মারধর করা হয়েছে । মানুষ সব দেখেছে । লোকসভা ভোটে জবাব দিয়েছে ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.