আসানসোল, 25 সেপ্টেম্বর: আসানসোলবাসীর অপেক্ষার অবসান হল। আসানসোল ছুঁয়ে এবার ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আসানসোলের বাসিন্দারা এই ট্রেনে হাওড়া অথবা পটনা থেকে যাতায়াত করতে পারবেন। দেখে নেওয়া যাক, এই বন্দে ভারত ট্রেনের খুঁটিনাটি। কত সময় লাগবে হাওড়া বা পটনা আসতে-যেতে। ভাড়া'ই বা কত হবে ?
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি উদ্বোধন করেন পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ৷ সন্ধ্যায় আসানসোলে এসে পৌঁছয় ট্রেন। আসানসোল স্টেশনে বন্দে ভারতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম চেতানন্দ সিংয়ের নেতৃত্বে রেলের আধিকারিকরা । উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ অসংখ্যক মানুষও। স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিহারের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে এই ট্রেনেই আসানসোলে আসেন।
রেল সূত্রে জানা গিয়েছে, পটনা-হাওড়া বন্দে ভারত 26 সেপ্টেম্বর থেকে নিয়মিত চলাচল করবে বলে খবর। বুধবার বাদে সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেন। পটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন পটনা থেকে সকাল আটটায় ছাড়বে। আসানসোলে পৌঁছবে দুপুর 12টা নাগাদ ৷ এরপর সেটি দুপুর আড়াইটে নাগাদ হাওড়া পৌঁছনোর কথা ৷ দূরপাল্লার ট্রেন ছাড়া সকালের পর হাওড়া যাওয়ার তেমন ট্রেন ছিল না আসানসোল থেকে। ফলে এই ট্রেন যথেষ্ট জনপ্রিয় হবে বলেই আশা করছেন সকলে।
ট্রেনটি হাওড়া থেকে বিকাল তিনটা 50 মিনিট নাগাদ ছাড়বে এবং আসানসোল পৌঁছাবে সন্ধ্যা ছ'টা নাগাদ ৷ আর ওইদিনই রাত 10টা 40 মিনিটে পটনা পৌঁছবে। প্রচুর মানুষ আসানসোল থেকে পটনা যাতায়াত করেন প্রায়শই। কম সময়ে বন্দে ভারতে পটনা পৌঁছনোর এই রেল যাত্রায় খুশি তারাও।
কেমন হবে এই ট্রেনের ভাড়া: পটনা থেকে আসানসোল পর্যন্ত এই ট্রেনের চেয়ার কারের ভাড়া 955 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া এক হাজার 790 টাকা। যেখানে আসানসোল থেকে হাওড়া পর্যন্ত চেয়ার কারের ভাড়া 825 টাকা। তার মধ্যে ক্যাটারিং-ফি 242 টাকা। ক্যাটারিং না-নিলে 583 টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। বর্তমানে আসানসোল থেকে কলকাতা ভলভো বাসের ভাড়া 550 টাকা। সময় লাগে পাঁচ ঘণ্টারও বেশি। সেখানে আর কিছু টাকা বাড়ালেই দু'ঘণ্টার সামান্য বেশি সময়ে বন্দে ভারতের মত অভিজাত ট্রেনে হাওড়া যাওয়া যাবে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: 'দেউলিয়া কংগ্রেসকে চালাচ্ছে শহুরে মাওবাদীরা', চাঁছাছোলা আক্রমণ মোদির
অন্যদিকে, আসানসোল থেকে পটনা ভাড়া পড়বে এক হাজার 120 টাকা। যার মধ্যে 308 টাকা ক্যাটারিং চার্জ আছে। হাওড়া থেকে আসানসোল পর্যন্ত ফেরার ভাড়া 670 টাকা, যার মধ্যে রয়েছে 86 টাকা ক্যাটারিং-ফি। ক্যাটারিং ছাড়া এই ভাড়া পড়বে 584 টাকা।