ETV Bharat / state

Hospital Closure Guidelines: মালিকানার সঠিক তথ্য জমা না-দিলে হাসপাতাল বন্ধের নির্দেশিকা

author img

By

Published : Jul 22, 2022, 10:23 PM IST

বেসরকারি হাসপাতালের মালিকানার সঠিক তথ্য নির্দিষ্ট সময়ে জমা না-দিলে লাইসেন্স পুনর্নবীকরণ বাতিল ও হাসপাতাল বন্ধের নির্দেশিকা জেলা স্বাস্থ্য দফতরের এবং হাসপাতালের ওপরেই আবাসন নিয়েও আবাসিকদের ক্ষোভ, উচ্চআদালতে মামলা দায়ের (Hospital Closure Guidelines for Failure to Submit Correct Ownership Information) ৷

Hospital Closure Guidelines
মালিকানার সঠিক তথ্য জমা না দিলে হাসপাতাল বন্ধের নির্দেশিকা

দুর্গাপুর, 22 জুলাই: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকার বামুনাড়ার কাছে বেসরকারি 'দি নেশন হাসপাতাল' কে আগামী দশদিনের মধ্যে বন্ধের নোটিশ দিল জেলা স্বাস্থ্য দফতর (Hospital Closure Guidelines for Failure to Submit Correct Ownership Information) । অভিযোগ, এই হাসপাতালের লাইসেন্স পুনর্নবীকরণের সময় যে যে নথির প্রয়োজন সেগুলো ঠিক না-থাকায় বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় আজ জেলা স্বাস্থ্য আধিকারিক ।

বাণিজ্যিক বিল্ডিংয়ে হাসপাতাল, নথি পুনর্নবীকরণের সময়কে মালিক আর কে ভাড়াটিয়া খোলসা করে না-লেখা এবং কোভিড চিকিৎসা এই আবাসন এলাকায় হয় কী করে ? সেই নিয়ে জানতে চায় । এছাড়াও একই বিল্ডিংয়ের নিচের তিনটে তলা হাসপাতালের জন্য ব্যবহৃত হচ্ছে, বাকি উপরের আটতলা আবাসন, অর্থাৎ আবাসিকদের জন্য বিক্রি করা হয়েছে ।

আরও পড়ুন : রোজ বাড়ছে সংক্রমণ, তবু সচেতন নয় মানুষ; চিন্তিত স্বাস্থ্য দফতর

প্রথম এই বিল্ডিং তৈরি হয়েছিল আবাসিকদের থাকার জন্য । পরের দিকে নিচের দিকে তিন যেগুলো বাণিজ্যিক ব্যবহার এবং গাড়ি পার্কিং-এর কথা উল্লেখ ছিল সেগুলো বন্ধ করে হাসপাতাল তৈরি হয় 2020 সালে । ফলে এই বিল্ডিংয়ে বসবাসকারী আবাসিকরা উচ্চ আদালতে মামলা দায়ের করে এই ভিত্তিতে যে, এই আবাসনে কীভাবে নিচে হাসপাতাল, উপরে মানুষের বসবাসের জায়গা হয়।

মালিকানার সঠিক তথ্য জমা না দিলে হাসপাতাল বন্ধের নির্দেশিকা

আরও পড়ুন : পশ্চিম বর্ধমান-বীরভূম-বাঁকুড়াকে নিয়ে ডেঙ্গি প্রতিরোধের প্রশিক্ষণ শিবির দুর্গাপুরে

তবে জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস জানিয়েছেন, যেহেতু এই হাসপাতালের নথিপত্র ঠিক নেই, তাই আপাতত 31 শে জুলাই-এর মধ্যে বন্ধ করে দিতে নোটিশ দেওয়া হয়েছে । তবে এই হাসপাতাল বন্ধে সাময়িক খুশি আবাসিকরা । এছাড়াও এই বিল্ডিংয়ে বসবাসকারী আবাসিকদের অভিযোগ, এই আবাসনে ওঠার জন্য লিফ্ট একটাই, সিঁড়ি একটা, সেটাও সরু, ব্যবহারের অযোগ্য । কোভিডের সময় এই হাসপাতালের রোগীর মৃত্যু তাদের চোখের সামনে হয়েছে । মৃতদেহ ফেলে রাখা হত যেখানে সেখানে । তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলা তো দুরস্থ, ছবি তুলতেও বাধা দেয় ।

দুর্গাপুর, 22 জুলাই: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকার বামুনাড়ার কাছে বেসরকারি 'দি নেশন হাসপাতাল' কে আগামী দশদিনের মধ্যে বন্ধের নোটিশ দিল জেলা স্বাস্থ্য দফতর (Hospital Closure Guidelines for Failure to Submit Correct Ownership Information) । অভিযোগ, এই হাসপাতালের লাইসেন্স পুনর্নবীকরণের সময় যে যে নথির প্রয়োজন সেগুলো ঠিক না-থাকায় বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় আজ জেলা স্বাস্থ্য আধিকারিক ।

বাণিজ্যিক বিল্ডিংয়ে হাসপাতাল, নথি পুনর্নবীকরণের সময়কে মালিক আর কে ভাড়াটিয়া খোলসা করে না-লেখা এবং কোভিড চিকিৎসা এই আবাসন এলাকায় হয় কী করে ? সেই নিয়ে জানতে চায় । এছাড়াও একই বিল্ডিংয়ের নিচের তিনটে তলা হাসপাতালের জন্য ব্যবহৃত হচ্ছে, বাকি উপরের আটতলা আবাসন, অর্থাৎ আবাসিকদের জন্য বিক্রি করা হয়েছে ।

আরও পড়ুন : রোজ বাড়ছে সংক্রমণ, তবু সচেতন নয় মানুষ; চিন্তিত স্বাস্থ্য দফতর

প্রথম এই বিল্ডিং তৈরি হয়েছিল আবাসিকদের থাকার জন্য । পরের দিকে নিচের দিকে তিন যেগুলো বাণিজ্যিক ব্যবহার এবং গাড়ি পার্কিং-এর কথা উল্লেখ ছিল সেগুলো বন্ধ করে হাসপাতাল তৈরি হয় 2020 সালে । ফলে এই বিল্ডিংয়ে বসবাসকারী আবাসিকরা উচ্চ আদালতে মামলা দায়ের করে এই ভিত্তিতে যে, এই আবাসনে কীভাবে নিচে হাসপাতাল, উপরে মানুষের বসবাসের জায়গা হয়।

মালিকানার সঠিক তথ্য জমা না দিলে হাসপাতাল বন্ধের নির্দেশিকা

আরও পড়ুন : পশ্চিম বর্ধমান-বীরভূম-বাঁকুড়াকে নিয়ে ডেঙ্গি প্রতিরোধের প্রশিক্ষণ শিবির দুর্গাপুরে

তবে জেলা স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস জানিয়েছেন, যেহেতু এই হাসপাতালের নথিপত্র ঠিক নেই, তাই আপাতত 31 শে জুলাই-এর মধ্যে বন্ধ করে দিতে নোটিশ দেওয়া হয়েছে । তবে এই হাসপাতাল বন্ধে সাময়িক খুশি আবাসিকরা । এছাড়াও এই বিল্ডিংয়ে বসবাসকারী আবাসিকদের অভিযোগ, এই আবাসনে ওঠার জন্য লিফ্ট একটাই, সিঁড়ি একটা, সেটাও সরু, ব্যবহারের অযোগ্য । কোভিডের সময় এই হাসপাতালের রোগীর মৃত্যু তাদের চোখের সামনে হয়েছে । মৃতদেহ ফেলে রাখা হত যেখানে সেখানে । তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলা তো দুরস্থ, ছবি তুলতেও বাধা দেয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.