ETV Bharat / state

দুর্গাপুরে পার্লারের আড়ালে দেহব্যবসা, ধৃত 2 মহিলার রক্তে HIV

author img

By

Published : Jan 29, 2020, 6:43 PM IST

দুর্গাপুরের সিটিসেন্টারে দুটি পার্লারের আড়াল দেহ ব্যবসা চালানোর অভিযোগ । পার্লার দুটি থেকে গ্রেপ্তার 16 মহিলাসহ 17 জন । ধৃতদের মধ্যে দুই মহিলা কর্মীর রক্তে মিলিছে HIV, দাবি পুলিশের ।

HIV POSITIVE POURLOR WORKERS WOMEN
পার্লারের 2 মহিলা কর্মীর রক্তে HIV ভাইরাস

দুর্গাপুর, 29 জানুয়ারি : ফের ইউনিসেক্স পার্লারের আড়ালে দেহব্যবসা চালানোর অভিযোগ উঠল দুর্গাপুরের সিটি সেন্টারে । দীর্ঘদিন ধরে সিটি সেন্টারের অম্বুজা কলোনির দুটি পার্লারের বিরুদ্ধে দেহ ব্যবসা চালানোর অভিযোগ আসছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাদের কাছে । সেই অভিযোগের ভিত্তিতে 18 জানুয়ারি সন্ধ্যায় পার্লার দুটিতে হানা দেন গোয়েন্দারা । পুলিশের দাবি, সেখানে এমন কিছু সামগ্রী পাওয়া গিয়েছে যা থেকে প্রমাণিত হয় পার্লারের আড়ালে দেহ ব্যবসা চলত । এরপরই পার্লার দুটি থেকে 17 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের মধ্যে 16 জনই মহিলা ।

19 জানুয়ারি তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে চার জন মহিলাকে ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের শারীরিক পরীক্ষার নির্দেশ দেন বিচারক । সেই পরীক্ষাতেই দুই মহিলার রক্তের নমুনায় HIV পজেটিভের প্রমান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর । সেই রিপোর্ট আসার পরেই গতকাল দুর্গাপুর মহকুমা আদালতের দুই নম্বর ACJM-র এজলাসে মামলা করা হয় ।

পার্লারের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ


উল্লেখ, এর আগেও দুর্গাপুরের সিটি সেন্টারে অম্বুজা এবং বিধাননগরে কয়েকটি ইউনিসেক্স পার্লার ও স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চালানো অভিযোগ উঠেছিল । সেই সময় পার্লারগুলিকে সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু বছর খানেক আগে পার্লারগুলি ফের রমরমিয়ে কারবার শুরু করে । স্থানীয়দের অভিযোগ, পার্লারগুলি চালু হতেই ফের চালু হয়ে যায় দেহ ব্যবসাও । সেই অভিযোগ পেয়েই, অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । সেখান থেকে ধৃত 12 জন মহিলাকে পাঠানো হয়েছে লিলুয়ার এক হোমে । তাদের মধ্যে দুজনের রক্তেই মিলেছে HIV পজেটিভ । বিষয়টি জানানো হয়েছে আদালতে । সেই মামলার শুনানি রয়েছে 5 ফেব্রুয়ারি । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ।

দুর্গাপুর, 29 জানুয়ারি : ফের ইউনিসেক্স পার্লারের আড়ালে দেহব্যবসা চালানোর অভিযোগ উঠল দুর্গাপুরের সিটি সেন্টারে । দীর্ঘদিন ধরে সিটি সেন্টারের অম্বুজা কলোনির দুটি পার্লারের বিরুদ্ধে দেহ ব্যবসা চালানোর অভিযোগ আসছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাদের কাছে । সেই অভিযোগের ভিত্তিতে 18 জানুয়ারি সন্ধ্যায় পার্লার দুটিতে হানা দেন গোয়েন্দারা । পুলিশের দাবি, সেখানে এমন কিছু সামগ্রী পাওয়া গিয়েছে যা থেকে প্রমাণিত হয় পার্লারের আড়ালে দেহ ব্যবসা চলত । এরপরই পার্লার দুটি থেকে 17 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের মধ্যে 16 জনই মহিলা ।

19 জানুয়ারি তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে চার জন মহিলাকে ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের শারীরিক পরীক্ষার নির্দেশ দেন বিচারক । সেই পরীক্ষাতেই দুই মহিলার রক্তের নমুনায় HIV পজেটিভের প্রমান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর । সেই রিপোর্ট আসার পরেই গতকাল দুর্গাপুর মহকুমা আদালতের দুই নম্বর ACJM-র এজলাসে মামলা করা হয় ।

পার্লারের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ


উল্লেখ, এর আগেও দুর্গাপুরের সিটি সেন্টারে অম্বুজা এবং বিধাননগরে কয়েকটি ইউনিসেক্স পার্লার ও স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চালানো অভিযোগ উঠেছিল । সেই সময় পার্লারগুলিকে সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু বছর খানেক আগে পার্লারগুলি ফের রমরমিয়ে কারবার শুরু করে । স্থানীয়দের অভিযোগ, পার্লারগুলি চালু হতেই ফের চালু হয়ে যায় দেহ ব্যবসাও । সেই অভিযোগ পেয়েই, অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । সেখান থেকে ধৃত 12 জন মহিলাকে পাঠানো হয়েছে লিলুয়ার এক হোমে । তাদের মধ্যে দুজনের রক্তেই মিলেছে HIV পজেটিভ । বিষয়টি জানানো হয়েছে আদালতে । সেই মামলার শুনানি রয়েছে 5 ফেব্রুয়ারি । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:দুর্গাপুরের অভিজাত সিটিসেন্টার এর দুটি ইউনিসেক্স পার্লারের গ্রেপ্তার হওয়া দুজন মহিলার রক্তের নমুনাতে এইচ আই ভি পজিটিভ ধরা পড়ার রিপোর্ট জমা পড়ল আদালতে।।

দুর্গাপুরের সিটিসেন্টারের দুটি ইউনিসেক্স পার্লার থেকে গ্রেপ্তার হওয়া ১৬ জন মহিলার মধ্যে ৪ জনকে পরে ছাড়া হলেও বাকী ১২ জন মহিলাকে দুর্গাপুর মহকুমা আদলতের নির্দেশে পাঠানো হয় লিলুয়া হোমে।সেই ১২ জনের শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পরে দুজনের রক্তের নমুনা তে HIV POSITIVE এর প্রমান মিলল।গত ২৮/১/২০২০ তে সেই লিখিত রিপোর্ট জমা পড়ে দুর্গাপুর মহকুমা আদালতের ২ নম্বর এসিজেএম এর এজলাসে।।আগামী ৫ ই ফেব্রুয়ারী এই ১২ জন মহিলাকে ফের তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে। দুর্গাপুর শহরের হাইপ্রোফাইল সিটি সেন্টারে ইউনিসেক্স পার্লার ও স্পা সেন্টারের আড়ালে চলছিল দেহ ব্যবসা এমন অভিযোগ দীর্ঘদিন ধরে জমা হচ্ছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দাদের কাছে। গত ১৮ ই জানুয়ারি সন্ধ্যায় অতর্কিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা দপ্তরে এসিপি(ডিডি) সৌম্যদীপ ভট্টাচার্য এর নেতৃত্বে দুর্গাপুরের হাইপ্রোফাইল সিটিসেন্টারের অম্বুজা কলোনির দুটি স্পা ও ইউনিসেক্স পার্লারে অভিযান চালানো হয় এবং সেই পার্লারগুলির ভেতর থেকে এমন কিছু সামগ্রী পাওয়া যায় যা থেকে প্রমাণিত হয় পার্লারের আড়ালে চলছিল দেহ ব্যবসা। 16 জন মহিলা এবং একজন পুরুষকে দুটি ইউনিসেক্স পার্লার ও স্পা সেন্টারের ভেতর থেকে আটক করে তাদের দুর্গাপুর মহিলা থানায় নিয়ে আসা হয়।। উল্লেখ্য এর আগেও দুর্গাপুর সিটি সেন্টার এর অম্বুজা এবং বিধান নগর এলাকায় বেশ কিছু ইউনিসেক্স পার্লার ও স্পা সেন্টারের আড়ালে এই দেহ ব্যবসার অভিযোগ পেয়ে দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে সমস্ত পার্লার ও স্পা সেন্টার গুলি সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু বছর খানেক ধরে আবার সেই ইউনিসেক্স পার্লার এবং স্পা সেন্টার গুলির রমরমা কারবার শুরু হয়। আজ গোয়েন্দা দপ্তর দুর্গাপুর থানার পুলিশ কে সাথে নিয়ে অভিযান চালায় এবং হাতেনাতে ধরে ফেলে 16 জন মহিলাকে। এদেরকে ১৯ তারিখ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে একজন মহিলাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।বাকী ১৫ জন মহিলার মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয় এবং ১২ জনকে লিলুয়া হোমে পাঠানো হয়।এই ১২ জনের মধ্যে যে দুজনের এইচ আই ভি পসিটিভ ধরা পড়ে সেই মহিলাদের একজনের বাড়ি দুর্গাপুরের এন টি এস থানার এম এ এম সি তে অন্যে একজনের বাড়ি বেনাচিতি শ্রীনগরপল্লী তে বলে সুত্র অনুযায়ী জানা যাচ্ছে।Body:GConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.