আসানসোল, 21 মে : দৈনিক সংক্রমণ কিছুটা হলেও কমেছে ৷ কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় পশ্চিম বর্ধমানে মৃত্যু হয়েছে 10 জনের ৷ দৈনিক মৃত্যুর ক্ষেত্রে যা সর্বোচ্চ ৷
গত 16 মে থেকে রাজ্যে কার্যত লকডাউন শুরু হয়েছে । সবক্ষেত্রেই কড়াকড়ি ৷ পুলিশ প্রশাসন তৎপর ৷ এসবের ফলে দৈনিক সংক্রমণ কিছুটা হলেও কমেছে ৷ যদিও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার হার বেশি ৷ গতকালের সরকারি কোভিড বুলেটিন অনুযায়ী, পশ্চিম বর্ধমানে নতুন করে 641 জন আক্রান্ত হয়েছেন । সুস্থ হয়েছেন 847 জন । একদিনে মৃত্যু হয়েছে 10 জনের । জেলায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 5697 জন । এখনও পর্যন্ত জেলায় করোনায় সংক্রামিত হয়েছেন মোট 46506 জন । মোট সুস্থ হয়েছেন 40557 জন । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 252 জনের ।
আরও পড়ুন : পরাচ্ছেন মাস্ক, করছেন মাইকিং; সুন্দরবনে করোনা সচেতনতার পাঠ শিক্ষকের
মৃত্যুর সংখ্যা এক লাফে বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ । কিন্তু তা সত্ত্বেও সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র । পুলিশ ব্যবস্থা নিলেও কঠোর না হওয়ায় কিছু অসচেতন মানুষ তার ফায়দা নিচ্ছেন ।