আসানসোল , 28 এপ্রিল : আসানসোল পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার থেকেও তাঁরা বেশি কাজ করছেন । এমনটাই দাবি করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । আজ আসানসোল পৌরনিগমে একটি স্বাস্থ্য বৈঠক করেন মেয়র ৷ এরপরেই এমন দাবি করেন মেয়র । অন্যদিকে, আসানসোলের 14 টি ওয়ার্ড বিপজ্জনক বলে যে গুজব ছড়িয়েছিল ৷ তা ভুয়ো বলে দাবি করলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷
দু'দিন আগেই পৌরনিগমের বিভিন্ন RCH সেন্টার নিয়ে বিতর্ক ছড়িয়েছিল । আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত বিভিন্ন RCH সেন্টার পরিদর্শন করতে গিয়ে সেগুলিতে ডাক্তার পাননি । দেখা যায় সেগুলি বন্ধ ছিল ৷ এর পরেই আজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন ।
বৈঠক শেষে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, " পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের রাজ্য সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তার তুলনায় তাঁরা বেশি দায়িত্ব পালন করছেন । আসানসোলের মানুষের স্বার্থেই স্বাস্থ্যকর্মীরা নিজেরা এসে কাজ করছেন । এটি প্রশংসনীয় । এছাড়াও আসানসোলের 14 টি ওয়ার্ড না কি খারাপ অবস্থায় আছে ৷ এমনটাই খবর ছড়িয়েছিল । তবে তা সম্পূর্ণ ভুয়ো খবর । প্রতিটি ওয়ার্ডে হেলথ টিম যাচ্ছে নিয়মিত । পরিসংখ্যান নেওয়া হচ্ছে । নিয়মিত স্যানিটাইজ় হচ্ছে প্রতিটি ওয়ার্ড । "
মেয়র বলেন, "প্রত্যেক চিকিৎসকই বিভিন্ন কাজে সেন্টার ছেড়ে বিভিন্ন এলাকায় যাচ্ছেন । সেই কারণেই সেন্টারে গিয়ে চিকিৎসকের দেখা পাওয়া যায়নি । প্রত্যেকেই সঠিক দায়িত্ব পালন করছেন এবং দায়িত্বের চেয়ে বেশি কাজ করছেন । "