ETV Bharat / state

বেহাল সেতু সংস্কারে উদ্যোগ নেই, চলছে বিপজ্জনকভাবে পারাপার - নুনিয়া নদী

রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতের অন্তর্গত নুনিয়া নদীর ওপর হাড়াভাঙা সেতুর অবস্থা বেহাল । যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কায় এলাকার বাসিন্দারা ।

বেহাল সেতু
author img

By

Published : Aug 29, 2019, 7:24 PM IST

রানিগঞ্জ, 29 অগাস্ট : বেহাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রানিগঞ্জের নুনিয়া নদীর উপর হাড়াভাঙা সেতু । বিপজ্জনক অবস্থায় পারাপার চলছে । যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা । সেতুর অবস্থা বিপজ্জনক হওয়ায় বন্ধ রয়েছে স্কুলের গাড়ি চলাচলও ।

রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতের অন্তর্গত নুনিয়া নদীর ওপর হাড়াভাঙা সেতু এখন বেহাল অবস্থায় । সেতুটি ব্রিটিশ আমলে তৈরি । সেতুর দুই পাশে ভেঙে পড়েছে ওয়াল গার্ড । ভেঙে পড়েছে সেতুর অংশ বিশেষও । 15টি গ্রামের সঙ্গে রানিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার জন্য মূলত তৈরি করা হয়েছিল সেতুটি । সাধারণ মানুষের চলাচলের জন্য সেতু তৈরি হলেও এর ওপর দিয়ে চলাচল করে ভারী গাড়ি । এই কারণেই বর্তমানে সেতুর অবস্থা বেহাল ।

স্থানীয় এক বাসিন্দা জানান, নুনিয়া নদীর ওপর হাড়াভাঙা ব্রিজ 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করে । কিন্তু এই সেতু এখন বিপজ্জনক অবস্থায় । বর্তমানে সেতুর যা অবস্থা তাতে যান চলাচল করলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে । গত বছর বর্ষায় নুনিয়া নদীর জল বেড়ে গিয়েছিল । যার জেরে ব্রিজ ভেঙে পড়ে । স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েত সমিতি, ECL কর্তৃপক্ষ যৌথভাবে ব্রিজটিকে অস্থায়ীভাবে মেরামতি করে । স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন যদি এই ব্রিজের ওপর নজর দেয় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে ।

রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া বলেন, "গত বছর বর্ষায় নুনিয়া নদীর জল বেড়ে যাওয়ায় হাড়াভাঙা ব্রিজ ভেঙে যায় । সেই সময় এলাকার বিধায়ক ও BDO সহ আমি নিজে গিয়েছিলাম পরিদর্শনে ।
পরিদর্শনের সময় বিধায়ক ব্রিজের অবস্থা দেখে ADDA তহবিল থেকে নতুন করে নুনিয়া নদীর ওপর ব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছিলেন । এমনকি সেতুর দুই দিকে 'ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ' এমন দুটি সাইনবোর্ড লাগানো হবে বলে জানিয়েছিলেন । জল যাতে না জমে সেজন্য সেতুর মুখে প্লাস্টিক ও বর্জ্য পদার্থ সরিয়ে ফেলার কথাও বলেছিলেন বিধায়ক ।"

রানিগঞ্জ, 29 অগাস্ট : বেহাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রানিগঞ্জের নুনিয়া নদীর উপর হাড়াভাঙা সেতু । বিপজ্জনক অবস্থায় পারাপার চলছে । যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা । সেতুর অবস্থা বিপজ্জনক হওয়ায় বন্ধ রয়েছে স্কুলের গাড়ি চলাচলও ।

রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতের অন্তর্গত নুনিয়া নদীর ওপর হাড়াভাঙা সেতু এখন বেহাল অবস্থায় । সেতুটি ব্রিটিশ আমলে তৈরি । সেতুর দুই পাশে ভেঙে পড়েছে ওয়াল গার্ড । ভেঙে পড়েছে সেতুর অংশ বিশেষও । 15টি গ্রামের সঙ্গে রানিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার জন্য মূলত তৈরি করা হয়েছিল সেতুটি । সাধারণ মানুষের চলাচলের জন্য সেতু তৈরি হলেও এর ওপর দিয়ে চলাচল করে ভারী গাড়ি । এই কারণেই বর্তমানে সেতুর অবস্থা বেহাল ।

স্থানীয় এক বাসিন্দা জানান, নুনিয়া নদীর ওপর হাড়াভাঙা ব্রিজ 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করে । কিন্তু এই সেতু এখন বিপজ্জনক অবস্থায় । বর্তমানে সেতুর যা অবস্থা তাতে যান চলাচল করলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে । গত বছর বর্ষায় নুনিয়া নদীর জল বেড়ে গিয়েছিল । যার জেরে ব্রিজ ভেঙে পড়ে । স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েত সমিতি, ECL কর্তৃপক্ষ যৌথভাবে ব্রিজটিকে অস্থায়ীভাবে মেরামতি করে । স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন যদি এই ব্রিজের ওপর নজর দেয় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে ।

রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া বলেন, "গত বছর বর্ষায় নুনিয়া নদীর জল বেড়ে যাওয়ায় হাড়াভাঙা ব্রিজ ভেঙে যায় । সেই সময় এলাকার বিধায়ক ও BDO সহ আমি নিজে গিয়েছিলাম পরিদর্শনে ।
পরিদর্শনের সময় বিধায়ক ব্রিজের অবস্থা দেখে ADDA তহবিল থেকে নতুন করে নুনিয়া নদীর ওপর ব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছিলেন । এমনকি সেতুর দুই দিকে 'ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ' এমন দুটি সাইনবোর্ড লাগানো হবে বলে জানিয়েছিলেন । জল যাতে না জমে সেজন্য সেতুর মুখে প্লাস্টিক ও বর্জ্য পদার্থ সরিয়ে ফেলার কথাও বলেছিলেন বিধায়ক ।"

Intro:ব্রিটিশ আমলের তৈরি নুনিয়া নদীর উপর সেতু এখন বেহাল অবস্থায় দাঁড়িয়েছে ! বিপজ্জনক অবস্থায় পারাপার সাধারণ মানুষ থেকে যানবাহন । যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ । এমনই ছবি ধরা পড়ল রানীগঞ্জের নুনিয়া নদীর উপর হাড়াভাঙ্গা সেতু ।


Body:রানীগঞ্জের তিরাট পঞ্চায়েতের অন্তর্গত নুনিয়া নদীর ওপর ব্রিটিশ আমলের হাড়াভাঙ্গা সেতু এখন বেহাল অবস্থায় দাঁড়িয়েছে । সেতুর দুই পাশে ওয়াল গার্ড ভেঙে পড়েছে । ভেঙে পড়ছে সেতুর অংশবিশেষ । সেতুটি তৈরি করা হয়েছিল ১৫টি গ্রামের সঙ্গে রানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থার জন্য । সাধারণ মানুষের যাতায়াতের জন্যই তৈরি হয় এই সেতু কিন্তু এখন এই সেতুর উপর ভারি ভারি গাড়ি চলাচলে আরো বেশি বেহাল অবস্থায় দাঁড়িয়েছে । মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে । সেতু বিপজ্জনক হওয়াই বন্ধ করা হয়েছে স্কুলের গাড়ি পারাপার ।


Conclusion:স্থানীয় এক বাসিন্দা জানান " নুনিয়া নদীর উপর হাড়াভাঙ্গা ব্রিজ ১৫ টি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রেখেছে ! কিন্তু এই হাড়াভাঙ্গা ব্রিজ এখন বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে । এই ব্রিজের ওপর যানবাহন চলাচল খুবই বিপদজনক তার ওপর যদি রাত্রে বেলায় কোন যানবাহন চলাচল করে তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে ।গত বছর বর্ষায় নুনিয়া নদীর জল অতি বেড়ে যাওয়ায় ব্রীজ ভেঙে যায় । স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েত সমিতি, ইসিএল কর্তৃপক্ষ যৌথভাবে যাতায়াতের জন্য মেরামতি করা হয় কিন্তু অস্থায়ীভাবে । রাজ্য সরকার যদি এই ব্রিজের উপর নজর দেয় তাহলে সাধারণ মানুষের অতি উপকৃত হবে ।



রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া জানান " গত বছর বর্ষাতে নুনিয়া নদীর জল বেড়ে যাওয়ায় হাড়াভাঙ্গা ব্রিজ ভেঙে যায় ।সেই সময় এলাকার বিধায়ক ও BDO সহ আমি নিজে গিয়েছিলাম পরিদর্শনে । বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় হাড়াভাঙ্গা ব্রিজের অবস্থা দেখে তিনি বলেন ADDA তহবিল থেকে নতুন করে নুনিয়া নদীর ওপর ব্রিজ তৈরি করা হবে । খুব শিগগিরই নুনিয়া নদীর ওপর ব্রিজ তৈরি হবে বলে জানান ।

বিনোদ নুনিয়া বলেন হাড়াভাঙ্গা সেতুর দুই দিকে "ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ " এমনই দুটি সাইনবোর্ড লাগানো হবে । হাড়াভাঙ্গা সেতুর মুখে প্লাস্টিক , বর্জ্য পদার্থ সরিয়ে ফেলা হবে যাতে জল জমে না থাকে । নতুন সেতু তৈরি হলে এলাকার সমস্যা মিটে যাবে বলে জানান তিনি ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.