ETV Bharat / state

4 মাস নিখোঁজ থাকার পর বউদি ও দেওরের ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : Jul 10, 2020, 10:32 PM IST

বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গল থেকে উদ্ধার হয় বউদি ও দেওরের মৃতদেহ । তদন্তে নেমেছে রানিগঞ্জ থানার পুলিশ ৷

suicide in Raniganj
ঝুলন্ত দেহ উদ্ধার রানিগঞ্জে

রানিগঞ্জ, 10 জুলাই: চারমাস নিখোঁজ ছিলেন বউদি ও দেওর ৷ আজ সকালে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে । মৃতদের নাম ফাগু বাউরি (42) ও চম্পা বাউরি (48) । খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করে ।

রানিগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারির সাহেব কুঠি এলাকার ঘটনা । ফাগু বাউরি ও তাঁর দাদার বাড়ি পাশাপাশি । ECL-এর খনি কর্মী ফাগু গত 13 এপ্রিল নিখোঁজ হন । একই দিনে নিখোঁজ হন বউদি চম্পা বাউরি ৷ এই ঘটনার পরই পরিবারের সদস্যরা রানিগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ।

যদিও রানিগঞ্জের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি দেওর-বৌদির । প্রায় চারমাস পর আজ সকালে তাঁদের বাড়ির কাছে জঙ্গলে একটি গাছে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ স্থানীয় বাসিন্দারাই দেওর-বৌদির দেহ দেখতে পান ৷ পরে রানিগঞ্জ থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

ঘটনার তদন্ত নেমেছে রানিগঞ্জ থানা পুলিশ । প্রণয়ঘটিত কারণেই আত্মহত্যা বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান ৷

রানিগঞ্জ, 10 জুলাই: চারমাস নিখোঁজ ছিলেন বউদি ও দেওর ৷ আজ সকালে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে । মৃতদের নাম ফাগু বাউরি (42) ও চম্পা বাউরি (48) । খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করে ।

রানিগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারির সাহেব কুঠি এলাকার ঘটনা । ফাগু বাউরি ও তাঁর দাদার বাড়ি পাশাপাশি । ECL-এর খনি কর্মী ফাগু গত 13 এপ্রিল নিখোঁজ হন । একই দিনে নিখোঁজ হন বউদি চম্পা বাউরি ৷ এই ঘটনার পরই পরিবারের সদস্যরা রানিগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ।

যদিও রানিগঞ্জের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি দেওর-বৌদির । প্রায় চারমাস পর আজ সকালে তাঁদের বাড়ির কাছে জঙ্গলে একটি গাছে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ স্থানীয় বাসিন্দারাই দেওর-বৌদির দেহ দেখতে পান ৷ পরে রানিগঞ্জ থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

ঘটনার তদন্ত নেমেছে রানিগঞ্জ থানা পুলিশ । প্রণয়ঘটিত কারণেই আত্মহত্যা বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.