কলকাতা, 24 জুন: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2022) সৌজন্যে শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগের সুযোগ এল বাংলায় ৷ সব মিলিয়ে যার পরিমাণ 22 হাজার কোটি টাকা ৷ এই ঘটনাকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য হিসাবেই দেখছে রাজ্যের সরকার (Government of West Bengal) ৷
নবান্নের (Nabanna) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট খনি এলাকায় শেল গ্যাসের (Shale Gas) সন্ধান চালানো হবে ৷ এই মর্মে নতুন খনি খননের জন্য গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড (Great Eastern Energy Corporation Limited) বা জিইইসিএল (GEECL)-এর সঙ্গে চুক্তি সম্পাদন করেছে রাজ্য সরকার (New Investment in West Bengal) ৷
আরও পড়ুন: Mamata Banerjee: আইপিএসদের সমতুল্য সুযোগ সুবিধা পাবেন ডব্লিউবিপিএস আধিকারিকরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জ (Raniganj) এলাকায় জিইইসিএল-এর বর্তমান কয়লা ব্লকেই শেল গ্যাস উত্তোলনের জন্য খনি খনন করা হবে ৷ চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেই এই বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল ৷ তারই প্রেক্ষিতে গত 22 জুন ওই সংস্থার সঙ্গে লিজ চুক্তি (Lease Agreement) স্বাক্ষর করেছে রাজ্য ৷ প্রেস বিজ্ঞপ্তিতে নবান্নের দাবি, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যার বিপুল সম্ভাবনাময় শেল সম্পদ রয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকার এই চুক্তি করতে পেরে খুশি ৷
সূত্রের খবর, GEECL-এর রানিগঞ্জ ব্লকে 6.63 টিসিএফ শেল গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে ৷ এর ফলে ভবিষ্যতে বিরাট অঙ্কের বিনিয়োগ আসবে বলে আশা করছে রাজ্য সরকার ৷ আগামিদিনে অতিরিক্ত আরও অন্তত 1 হাজার 500 কোটির বিনিয়োগ হবে ৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহে দুর্গাপুর অঞ্চলে শেল অনুসন্ধানের জন্য অন্য একটি সংস্থার সঙ্গে একই ধরনের লিজ চুক্তি স্বাক্ষর করা হবে ৷ সেই চুক্তির মাধ্যমে 7 হাজার কোটি টাকার বিনিয়োগ হবে ৷ প্রকল্প এলাকায় অন্তত 5 হাজার মানুষের চাকরি হবে ৷ সেইসঙ্গে, রাজ্যে শক্তিসম্পদ সরবরাহের খরচও কমবে ৷ গড়ে উঠবে উন্নত যোগাযোগ ব্যবস্থা ৷ এমনকী, পরিবহণ খাতেও নতুন বিনিয়োগের রাস্তা তৈরি হবে ৷ সামগ্রিকভাবে, এই দু'টি শেল গ্যাস উত্তোলন প্রকল্পে 22 হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে ৷