দুর্গাপুর, 4 মার্চ : দুর্গাপুরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার কিশোরীর দেহ ৷ কিশোরীর নাম অনুশিকা ঘোষাল ( 16 ) ৷ সে দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ৷
দুর্গাপুর নগর নিগমের বাসিন্দা অংশু ঘোষাল ও যমুনা ঘোষালের মেয়ে অনুশিকা ৷ প্রতিবেশী ও পরিবার সূত্রে খবর, গতকাল অনুশিকার স্কুলে পরীক্ষার রেজ়াল্ট বের হয় ৷ পরীক্ষায় খারাপ ফল করে অনুশিকা ৷ এরপর বিকেলে অনুশিকার মা-বাবা তাকে সামান্য বকাবকি করে ৷ এরপর তার মা-বাবা কোনও জরুরি কাজে বেরিয়ে যান ৷ রাতে তাঁরা বাড়ি ফিরতেই অনুশিকাকে গলায় দড়ির দিয়ে ঝুলতে দেখে ৷ এরপর তাকে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ও সেখান থেকে তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷
এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ বিষয়টি আত্মহত্যা কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অনুশিকার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনায় অনুশিকার পরিবার ও স্কুলের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷