ETV Bharat / state

Student brutally beaten by Teacher: পড়া মুখস্থ হয়নি, ছাত্রীকে লাঠি দিয়ে পেটালেন গৃহশিক্ষিকা ! - শিশু নিগ্রহ

পড়া মুখস্থ বলতে না-পারায় নির্মম শাস্তি ! ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল গৃহশিক্ষিকার বিরুদ্ধে (Student brutally beaten by Teacher) ৷ পশ্চিম বর্ধমানের গোপীনাথপুরের ঘটনা ৷

Girl Student was brutally beaten by English Teacher in Paschim Bardhaman
নির্মম শাস্তি
author img

By

Published : Mar 16, 2023, 9:52 PM IST

ছাত্রীকে লাঠি দিয়ে পেটালেন শিক্ষিকা

দুর্গাপুর, 16 মার্চ: টিউশন পড়তে গিয়ে ছোট্ট মেয়েটাকে যে এভাবে মার খেতে হবে, তা কল্পনারও অতীত ছিল শ্রীকান্ত জানার ৷ তাঁর অভিযোগ, স্রেফ পড়া মুখস্থ বলতে না পারায় তাঁর মেয়েকে বেধড়ক মারধর করছেন গৃহশিক্ষিকা অঙ্কিতা জানা (Student brutally beaten by Teacher) ৷ অঙ্কিতার শরীরের মারের ক্ষত এখনও স্পষ্ট ! পশ্চিম বর্ধমানের গোপীনাথপুরের এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রীর বাবা ৷

শ্রীকান্ত জানিয়েছেন, তাঁরা গোপীনাথপুর এলাকারই বাসিন্দা ৷ তাঁর মেয়ে তৃতীয় শ্রেণির পড়ুয়া ৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও গৃহশিক্ষিকার কাছে পড়তে যায় সে ৷ অঙ্কিতা জানা নামে ওই শিক্ষিকা স্থানীয় বিদ্যাসাগর আবাসনে টিউশন পড়ান ৷ শ্রীকান্তর মেয়েকে পড়া ধরেন অঙ্কিতা ৷ কিন্তু, মেয়েটি পড়া মুখস্থ বলতে পারেনি ৷ তাতেই চটে আগুন হয়ে যান শিক্ষিকা ৷ ছাত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তিনি ! ওই পড়ুয়ার সারা শরীরে লাঠি দিয়ে মারার স্পষ্ট চিহ্ন রয়েছে ! এই ঘটনার পর মেয়েকে নিয়ে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যান শ্রীকান্ত ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হয় ৷ তারপর তাকে নিয়েই কোকওভেন থানায় আসেন শ্রীকান্ত ৷ অঙ্কিতা জানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷

আরও পড়ুন: মাথায় ইট পড়ে আহত, হাসপাতালে বসে ভূগোল পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী

শ্রীকান্ত পেশায় অটোচালক ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এমন ঘটনা যে কোনও দিন ঘটতে পারে, তা কখনও ভাবতে পারেননি ৷ শ্রীকান্ত জানান, তাঁর মেয়ের সারা শরীরের আঘাত লেগেছে ৷ সবথেকে বেশি লেগেছে হাতে ও পায়ে ৷ ব্যথায় ঠিক মতো হাঁটাচলাও করতে পারছে না ছোট্ট মেয়েটা ৷ শ্রীকান্তর বক্তব্য, কোনও বাচ্চা যদি পড়া তৈরি না-করে, তাহলে তাকে বুঝিয়ে পড়ানোই তো শিক্ষকের কর্তব্য ৷ কিন্তু, তাঁর মেয়েকে যেভাবে মারধর করা হয়েছে, তাতে সে যে প্রাণে বেঁচে গিয়েছে, এটাই অনেক ! শ্রীকান্তর আশঙ্কা, ওই লাঠি যদি তাঁর মেয়ের মাথায় বা কানের গোড়ায় পড়ত, তাহলে হয়তো তাকে বাঁচানোই যেত না ! অঙ্কিতা জানার কঠোর শাস্তি দাবি করেছেন শ্রীকান্ত ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ছাত্রীকে লাঠি দিয়ে পেটালেন শিক্ষিকা

দুর্গাপুর, 16 মার্চ: টিউশন পড়তে গিয়ে ছোট্ট মেয়েটাকে যে এভাবে মার খেতে হবে, তা কল্পনারও অতীত ছিল শ্রীকান্ত জানার ৷ তাঁর অভিযোগ, স্রেফ পড়া মুখস্থ বলতে না পারায় তাঁর মেয়েকে বেধড়ক মারধর করছেন গৃহশিক্ষিকা অঙ্কিতা জানা (Student brutally beaten by Teacher) ৷ অঙ্কিতার শরীরের মারের ক্ষত এখনও স্পষ্ট ! পশ্চিম বর্ধমানের গোপীনাথপুরের এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রীর বাবা ৷

শ্রীকান্ত জানিয়েছেন, তাঁরা গোপীনাথপুর এলাকারই বাসিন্দা ৷ তাঁর মেয়ে তৃতীয় শ্রেণির পড়ুয়া ৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও গৃহশিক্ষিকার কাছে পড়তে যায় সে ৷ অঙ্কিতা জানা নামে ওই শিক্ষিকা স্থানীয় বিদ্যাসাগর আবাসনে টিউশন পড়ান ৷ শ্রীকান্তর মেয়েকে পড়া ধরেন অঙ্কিতা ৷ কিন্তু, মেয়েটি পড়া মুখস্থ বলতে পারেনি ৷ তাতেই চটে আগুন হয়ে যান শিক্ষিকা ৷ ছাত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তিনি ! ওই পড়ুয়ার সারা শরীরে লাঠি দিয়ে মারার স্পষ্ট চিহ্ন রয়েছে ! এই ঘটনার পর মেয়েকে নিয়ে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যান শ্রীকান্ত ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হয় ৷ তারপর তাকে নিয়েই কোকওভেন থানায় আসেন শ্রীকান্ত ৷ অঙ্কিতা জানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷

আরও পড়ুন: মাথায় ইট পড়ে আহত, হাসপাতালে বসে ভূগোল পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী

শ্রীকান্ত পেশায় অটোচালক ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এমন ঘটনা যে কোনও দিন ঘটতে পারে, তা কখনও ভাবতে পারেননি ৷ শ্রীকান্ত জানান, তাঁর মেয়ের সারা শরীরের আঘাত লেগেছে ৷ সবথেকে বেশি লেগেছে হাতে ও পায়ে ৷ ব্যথায় ঠিক মতো হাঁটাচলাও করতে পারছে না ছোট্ট মেয়েটা ৷ শ্রীকান্তর বক্তব্য, কোনও বাচ্চা যদি পড়া তৈরি না-করে, তাহলে তাকে বুঝিয়ে পড়ানোই তো শিক্ষকের কর্তব্য ৷ কিন্তু, তাঁর মেয়েকে যেভাবে মারধর করা হয়েছে, তাতে সে যে প্রাণে বেঁচে গিয়েছে, এটাই অনেক ! শ্রীকান্তর আশঙ্কা, ওই লাঠি যদি তাঁর মেয়ের মাথায় বা কানের গোড়ায় পড়ত, তাহলে হয়তো তাকে বাঁচানোই যেত না ! অঙ্কিতা জানার কঠোর শাস্তি দাবি করেছেন শ্রীকান্ত ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.