ETV Bharat / state

girl mysteriously missing: রানিগঞ্জে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ তরুণী, অপহরণ ? - রানিগঞ্জে নিখোঁজ তরুণী

রানিগঞ্জে টিউশন পড়তে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল এক তরুণী (girl mysteriously missing)৷ তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷

girl mysteriously missing in Raniganj, her family alleges abduction
রানিগঞ্জে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ তরুণী, অপহরণ ?
author img

By

Published : Feb 24, 2022, 9:25 PM IST

রানীগঞ্জ, 24 ফেব্রুয়ারি: রানিগঞ্জে (girl mysteriously missing in Raniganj) আমরাসোতা এলাকায় রহস্যজনক ভাবে নিখোঁজ তরুণী (girl mysteriously missing)। 24 ঘণ্টা পেরিয়ে গেলেও 18 বছরের তরুণীকে এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি । পরিবারের দাবি, অপহরণ করা হয়েছে তাঁদের মেয়েকে । তরুণীকে উদ্ধারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা । অবরোধ হয়েছে রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কে । ঘটনাস্থলে যায় রানীগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী । পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয় ।

girl mysteriously missing in Raniganj, her family alleges abduction
রানীগঞ্জে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ তরুণী, অপহরণ ?

নিখোঁজ স্কুলছাত্রী পায়েল মণ্ডলের কাকার অভিযোগ, মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছিল টিউশনের জন্য । তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । স্থানীয় সুত্র থেকে জানা যায়, পায়েল যেখানে টিউশন পড়তে গিয়েছিল, সেখান থেকে সে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ৷ তখনই এক ব্যক্তি তাকে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছিল । সেটা দেখতে পান পায়েলের জেঠু । তিনি আটকানোর চেষ্টা করলে দ্রুত গতিতে বেরিয়ে যায় মোটর সাইকেলটি ।

আরও পড়ুন: Hanskhali Murder : অপহরণ করে খুন 8 বছরের শিশু, দুই মহিলা-সহ 4 জনের যাবজ্জীবন

এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ পায়েলকে খোঁজার জন্য রাস্তায় নেমে পড়েন । আমরাসোতা পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেও পায়েলকে আর পাওয়া যায়নি । যে ব্যাক্তি ওই তরুণীকে মোটর সাইকেলে তুলে পালাচ্ছিল, রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় তাকে ধরে ফেলেন এলাকার যুবকরা ৷ কিন্তু সেই সময় ওই ব্যক্তির সঙ্গে পায়েলকে আর পাওয়া যায়নি । পরিবারের লোকেরা রানিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন । তাঁদের মেয়েকে অপহরণ (girl abducted) করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ ।

আরও পড়ুন: রায়গঞ্জের নাবালিকাকে তিন মাস পর বিহার থেকে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ

রানীগঞ্জ, 24 ফেব্রুয়ারি: রানিগঞ্জে (girl mysteriously missing in Raniganj) আমরাসোতা এলাকায় রহস্যজনক ভাবে নিখোঁজ তরুণী (girl mysteriously missing)। 24 ঘণ্টা পেরিয়ে গেলেও 18 বছরের তরুণীকে এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি । পরিবারের দাবি, অপহরণ করা হয়েছে তাঁদের মেয়েকে । তরুণীকে উদ্ধারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা । অবরোধ হয়েছে রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কে । ঘটনাস্থলে যায় রানীগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী । পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয় ।

girl mysteriously missing in Raniganj, her family alleges abduction
রানীগঞ্জে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ তরুণী, অপহরণ ?

নিখোঁজ স্কুলছাত্রী পায়েল মণ্ডলের কাকার অভিযোগ, মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছিল টিউশনের জন্য । তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । স্থানীয় সুত্র থেকে জানা যায়, পায়েল যেখানে টিউশন পড়তে গিয়েছিল, সেখান থেকে সে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ৷ তখনই এক ব্যক্তি তাকে মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে যাচ্ছিল । সেটা দেখতে পান পায়েলের জেঠু । তিনি আটকানোর চেষ্টা করলে দ্রুত গতিতে বেরিয়ে যায় মোটর সাইকেলটি ।

আরও পড়ুন: Hanskhali Murder : অপহরণ করে খুন 8 বছরের শিশু, দুই মহিলা-সহ 4 জনের যাবজ্জীবন

এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ পায়েলকে খোঁজার জন্য রাস্তায় নেমে পড়েন । আমরাসোতা পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেও পায়েলকে আর পাওয়া যায়নি । যে ব্যাক্তি ওই তরুণীকে মোটর সাইকেলে তুলে পালাচ্ছিল, রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় তাকে ধরে ফেলেন এলাকার যুবকরা ৷ কিন্তু সেই সময় ওই ব্যক্তির সঙ্গে পায়েলকে আর পাওয়া যায়নি । পরিবারের লোকেরা রানিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন । তাঁদের মেয়েকে অপহরণ (girl abducted) করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ ।

আরও পড়ুন: রায়গঞ্জের নাবালিকাকে তিন মাস পর বিহার থেকে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.