ETV Bharat / state

কোরোনা : কন্যাশ্রী প্রকল্পের টাকা ত্রাণ তহবিলে দান আসানসোলের কিশোরীর - কন্যাশ্রী

কন্যাশ্রী থেকে পাওয়া টাকা আসানসোলের ঐন্দ্রিলা রায় দান করল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ।

asansol
আসানসোল
author img

By

Published : Apr 19, 2020, 2:46 PM IST

আসানসোল, 19 এপ্রিল : কন্যাশ্রীতে পাওয়া টাকার মধ্যে 20 হাজার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল কিশোরী । বাকি টাকা দিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে । এই খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত বলে জানাল আসানসোলের ঐন্দ্রিলা ।

কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের তরফে খোলা হয়েছে ত্রাণ তহবিল । যাতে সাহায্য করতে এগিয়ে এসেছেন বাচ্চা থেকে বুড়ো সকলেই । কেউ জন্মদিনের গিফটে পাওয়া টাকা তো কেউ সারাজীবনের জমানো দান করেছেন এই তহবিলে । এবার কন্যাশ্রী থেকে পাওয়া টাকা আসানসোলের ঐন্দ্রিলা রায় দান করল এই তহবিলে ।

ত্রাণ তহবিলের কথা জানতে পেরে টাকা দান করার কথা ঐন্দ্রিলা প্রথমে তার বাবা-মা'কে জানায় । এরপর তাঁরা ঐন্দ্রিলাকে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যেয়ের কাছে নিয়ে যান । ঐন্দ্রিলা আজ তাপসবাবুর হাতেই দু'টি চেক তুলে দেন । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 20 হাজারের চেক এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 500 টাকার চেক । এবিষয়ে ঐন্দ্রিলা বলে, “দেশের এই খারাপ সময়ে আমিও সহযোগিতা করতে চাই । তাই আমার কন্যাশ্রী প্রকল্পের এই টাকা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে দিলাম ।"

এবিষয়ে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বলেন, "ঐন্দ্রিলার এই উদ্যোগ আগামীদিনে অনেককেই উদ্বুদ্ধ করবে । মানুষের প্রতি কিশোরীর এই ভালোবাসা দেখে আরও অনেকে এগিয়ে আসবে বলে মনে করি ।”

আসানসোল, 19 এপ্রিল : কন্যাশ্রীতে পাওয়া টাকার মধ্যে 20 হাজার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল কিশোরী । বাকি টাকা দিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে । এই খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত বলে জানাল আসানসোলের ঐন্দ্রিলা ।

কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের তরফে খোলা হয়েছে ত্রাণ তহবিল । যাতে সাহায্য করতে এগিয়ে এসেছেন বাচ্চা থেকে বুড়ো সকলেই । কেউ জন্মদিনের গিফটে পাওয়া টাকা তো কেউ সারাজীবনের জমানো দান করেছেন এই তহবিলে । এবার কন্যাশ্রী থেকে পাওয়া টাকা আসানসোলের ঐন্দ্রিলা রায় দান করল এই তহবিলে ।

ত্রাণ তহবিলের কথা জানতে পেরে টাকা দান করার কথা ঐন্দ্রিলা প্রথমে তার বাবা-মা'কে জানায় । এরপর তাঁরা ঐন্দ্রিলাকে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যেয়ের কাছে নিয়ে যান । ঐন্দ্রিলা আজ তাপসবাবুর হাতেই দু'টি চেক তুলে দেন । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 20 হাজারের চেক এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 500 টাকার চেক । এবিষয়ে ঐন্দ্রিলা বলে, “দেশের এই খারাপ সময়ে আমিও সহযোগিতা করতে চাই । তাই আমার কন্যাশ্রী প্রকল্পের এই টাকা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে দিলাম ।"

এবিষয়ে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বলেন, "ঐন্দ্রিলার এই উদ্যোগ আগামীদিনে অনেককেই উদ্বুদ্ধ করবে । মানুষের প্রতি কিশোরীর এই ভালোবাসা দেখে আরও অনেকে এগিয়ে আসবে বলে মনে করি ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.