ETV Bharat / state

Love Sex Aur Dhokha: প্রেমের ফাঁদে নাবালিকাদের নেশাগ্রস্ত করে সঙ্গমের ভিডিয়ো ! ঘুম কেড়েছে অভিভাবকদের - দুর্গাপুরের খবর

দুর্গাপুর শহরে নাবালিকাদের নেশাগ্রস্ত করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে সেই ভিডিয়ো তুলে রাখা হয় ৷ সেই ভিডিয়োকে হাতিয়ার করেই বারবার শারীরিক নির্যাতন চলে বলে অভিযোগ ৷ এমনই এক নতুন চক্রের হদিশ মিলেছে ৷ গ্রেফতার করা হয়েছে একজনকে ৷

Love Sex And Dhoka
Love Sex And Dhoka
author img

By

Published : Jun 16, 2023, 6:42 PM IST

Updated : Jun 16, 2023, 10:54 PM IST

নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ

দুর্গাপুর, 15 জুন: অনলাইনে ব্লু হোয়েল গেম টার্গেট করেছিল অল্পবয়সিদের ৷ ঘুম উড়েছিল অভিভাবকদের ৷ দেশেরই অভিভাবকদের একাংশের আবার মাথাব্যথার কারণ 'লাভ-জিহাদ'৷ সে ক্ষেত্রে চিন্তা, প্রেমের ফাঁদে পড়ে ঘরের মেয়েরা যাতে বিপথে চালিত না হয় ! এ বার শিল্পশহর আসানসোলে নাবালিকাদের নিশানা করে মাথাচাড়া দিয়েছে এক সাংঘাতিক চক্র ৷

অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন বস্তি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই চক্রের রাউডি যুবকরা এলাকার নাবালিকাদের ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে তাদের মাদকাসক্ত করছে ৷ এরপর নেশাগ্রস্ত অবস্থায় সেই মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হচ্ছে ৷ আর সেই সময়ের ছবি ও ভিডিয়ো রেকর্ডিং করে রেখে, পরে তা দেখিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে নাবালিকাদের ৷ সবকিছু ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বারবার চক্রের বিভিন্ন যুবক ওই নাবালিকাদের উপর শারীরিক নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ ৷

জানা গিয়েছে, দুর্গাপুরে দীর্ঘদিন ধরেই কাজ করছে এই চক্র ৷ তবে সাহস করে কেউ কখনও অভিযোগ জানাননি ৷ এক নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা এ বার সামনে এসেছে ৷ অভিযোগ উঠেছে, সন্ধ্যা নামলেই ওই যুবকরা দামি দামি বাইক নিয়ে বেরিয়ে পড়ছে । নাবালিকাদের সেই বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে স্টিল টাউনশিপের বিভিন্ন চায়ের আড্ডায় । সেখানেই চলছে অবাধে নেশাদ্রব্য সেবন ।

রাত বাড়লেই এই রাউডিরা হয়ে উঠছে আরও রঙিন । এরা নেশাগ্রস্ত নাবালিকাদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার পর তার ভিডিয়ো করে রেখে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এক নির্যাতিতা নাবালিকার মা । কোনও কিশোরী ওই গ্রুপ থেকে বেরিয়ে আসতে চাইলে, সেই ভিডিয়োকে হাতিয়ার করে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে অভিযোগ ৷ এ ভাবে মেয়েদের পাচারও করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা কিশোরীর মা ৷

সম্প্রতি দুর্গাপুরের এক নাবালিকাকে ফুঁসলিয়ে মাদকাসক্ত করার অভিযোগে স্টিল টাউনশিপের হস্টেল অ্যাভিনিউয়ের বস্তি এলাকা থেকে গ্রেফতার হয়েছে এক যুবক । নির্যাতিতার আতঙ্কিত পরিবারের মুখে রোমহষর্ক ঘটনার কথা শুনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন: চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

মঙ্গলবার ভোরে দুর্গাপুর স্টিল টাউনশিপের এক নাবালিকা আচমকা নিখোঁজ হয়ে যায় । তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবার-পরিজনেরা । কোনও খোঁজ না মেলায় তাঁরা দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন । মঙ্গলবার রাতে পুলিশের সহযোগিতায় দুর্গাপুরের হস্টেল অ্যাভিনিউয়ের একটি বস্তির ঘর থেকে উদ্ধার করা হয় সেই নাবালিকাকে । সে তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল ৷ তদন্তের ভিত্তিতে দুর্গাপুরের হস্টেল অ্যাভিনিউ এলাকা থেকে গ্রেফতার হয় রাহুল প্রামাণিক ওরফে লাকি নামে এক যুবক । ধৃতের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার তাকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে ।

সূত্র মারফৎ জানা গিয়েছে, দুর্গাপুরের হস্টেলে অ্যাভিনিউ এলাকায় নাবালিকাদের নিয়ে এসে মাদকাসক্ত করে বেশকিছু যুবক । তারপর সেই সব নাবালিকাদের দিয়ে বিভিন্ন অসামাজিক কাজ করানো হয় বলে সূত্রের খবর । নাবালিকাদের নেশাগ্রস্ত করার পর নাইট পার্টিতেও নিয়ে যাওয়া হত বলে অভিযোগ । ওই যুবকরা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত । শহরের বুকে নাবালিকাদের ভবিষ্যৎকে শেষ করার এই নতুন চক্রের সন্ধান মেলার পর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন দুর্গাপুরের বহু অভিভাবক ।

কিন্তু কারা এই যুবকদের মূল শক্তিদাতা ? নাবালিকার মা অভিযোগের আঙুল তুলেছেন কয়েকটি ক্লাবের দিকে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে । এই চক্রে যে বা যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে । পুলিশি তদন্তে উঠে আসছে এমন অনেক তথ্য, যেখানে শাসক দল এবং বিরোধী দলের কয়েকজন যুব নেতা এই চক্রের কুশীলবদের প্রশ্রয় দিচ্ছেন । ওই যুব নেতারা নিজেদের দলের নানা কার্যকলাপে এই যুবকদের ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠে আসছে ।

আরও পড়ুন: উলট পুরাণ! রাজধানীতে এবার পুরুষ সঙ্গীকে ছুরির কোপ মহিলার

এই ঘটনায় ধৃত রাহুল প্রামাণিকের সঙ্গে শাসকদল ও গেরুয়া শিবিরের অনেক যুব নেতার ছবি দেখা গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, দুর্গাপুর স্টিল টাউনশিপের মীরাবাঈ রোড, কণিষ্ক মার্কেট, রঘুনাথপুর মোড় ও বি-জোন এলাকার বেশ কিছু চায়ের দোকানের সামনে একদল যুবক নাবালিকাদের নেশার দ্রব্য সেবন করাচ্ছে । সন্ধ্যা নামলেই এই সমস্ত চায়ের দোকানের সামনে যুবকদের এবং এই নাবালিকাদের উপচে পড়া ভিড় দেখা যায় ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে ইটিভি ভারতকে ফোনে জানান, "পুলিশের পক্ষ থেকে স্টিল টাউনশিপের বিভিন্ন চায়ের ঠেকে এমন সন্ধান পাওয়ার পর ফাঁকা খেলার মাঠগুলিতেও নজরদারি চালানো হয় । আরও কড়া নজরদারি চালানো হবে এ বার ।"

তবে যারা এই চক্রের সঙ্গে জড়িত, তারা যে কোনও না কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় পালিত হচ্ছে তা কিন্তু স্পষ্ট । স্টিল টাউনশিপের বেশ কিছু 'রাজনৈতিক দাদা' নিজেদেরকে এলাকার ডন হিসাবে পরিচিত করতে এই সমস্ত যুবকদের ব্যবহার করছেন । আর এই যুবকরা সেই কারণেই নিজেদের ক্ষমতাশালী হিসেবে তুলে ধরে নাবালিকাদের ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে, তাদের জীবনে সর্বনাশ ডেকে আনছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহর দুর্গাপুরে ।

নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ

দুর্গাপুর, 15 জুন: অনলাইনে ব্লু হোয়েল গেম টার্গেট করেছিল অল্পবয়সিদের ৷ ঘুম উড়েছিল অভিভাবকদের ৷ দেশেরই অভিভাবকদের একাংশের আবার মাথাব্যথার কারণ 'লাভ-জিহাদ'৷ সে ক্ষেত্রে চিন্তা, প্রেমের ফাঁদে পড়ে ঘরের মেয়েরা যাতে বিপথে চালিত না হয় ! এ বার শিল্পশহর আসানসোলে নাবালিকাদের নিশানা করে মাথাচাড়া দিয়েছে এক সাংঘাতিক চক্র ৷

অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন বস্তি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই চক্রের রাউডি যুবকরা এলাকার নাবালিকাদের ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে তাদের মাদকাসক্ত করছে ৷ এরপর নেশাগ্রস্ত অবস্থায় সেই মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হচ্ছে ৷ আর সেই সময়ের ছবি ও ভিডিয়ো রেকর্ডিং করে রেখে, পরে তা দেখিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে নাবালিকাদের ৷ সবকিছু ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বারবার চক্রের বিভিন্ন যুবক ওই নাবালিকাদের উপর শারীরিক নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ ৷

জানা গিয়েছে, দুর্গাপুরে দীর্ঘদিন ধরেই কাজ করছে এই চক্র ৷ তবে সাহস করে কেউ কখনও অভিযোগ জানাননি ৷ এক নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা এ বার সামনে এসেছে ৷ অভিযোগ উঠেছে, সন্ধ্যা নামলেই ওই যুবকরা দামি দামি বাইক নিয়ে বেরিয়ে পড়ছে । নাবালিকাদের সেই বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে স্টিল টাউনশিপের বিভিন্ন চায়ের আড্ডায় । সেখানেই চলছে অবাধে নেশাদ্রব্য সেবন ।

রাত বাড়লেই এই রাউডিরা হয়ে উঠছে আরও রঙিন । এরা নেশাগ্রস্ত নাবালিকাদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার পর তার ভিডিয়ো করে রেখে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এক নির্যাতিতা নাবালিকার মা । কোনও কিশোরী ওই গ্রুপ থেকে বেরিয়ে আসতে চাইলে, সেই ভিডিয়োকে হাতিয়ার করে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে অভিযোগ ৷ এ ভাবে মেয়েদের পাচারও করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা কিশোরীর মা ৷

সম্প্রতি দুর্গাপুরের এক নাবালিকাকে ফুঁসলিয়ে মাদকাসক্ত করার অভিযোগে স্টিল টাউনশিপের হস্টেল অ্যাভিনিউয়ের বস্তি এলাকা থেকে গ্রেফতার হয়েছে এক যুবক । নির্যাতিতার আতঙ্কিত পরিবারের মুখে রোমহষর্ক ঘটনার কথা শুনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

আরও পড়ুন: চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

মঙ্গলবার ভোরে দুর্গাপুর স্টিল টাউনশিপের এক নাবালিকা আচমকা নিখোঁজ হয়ে যায় । তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবার-পরিজনেরা । কোনও খোঁজ না মেলায় তাঁরা দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন । মঙ্গলবার রাতে পুলিশের সহযোগিতায় দুর্গাপুরের হস্টেল অ্যাভিনিউয়ের একটি বস্তির ঘর থেকে উদ্ধার করা হয় সেই নাবালিকাকে । সে তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল ৷ তদন্তের ভিত্তিতে দুর্গাপুরের হস্টেল অ্যাভিনিউ এলাকা থেকে গ্রেফতার হয় রাহুল প্রামাণিক ওরফে লাকি নামে এক যুবক । ধৃতের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার তাকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে ।

সূত্র মারফৎ জানা গিয়েছে, দুর্গাপুরের হস্টেলে অ্যাভিনিউ এলাকায় নাবালিকাদের নিয়ে এসে মাদকাসক্ত করে বেশকিছু যুবক । তারপর সেই সব নাবালিকাদের দিয়ে বিভিন্ন অসামাজিক কাজ করানো হয় বলে সূত্রের খবর । নাবালিকাদের নেশাগ্রস্ত করার পর নাইট পার্টিতেও নিয়ে যাওয়া হত বলে অভিযোগ । ওই যুবকরা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত । শহরের বুকে নাবালিকাদের ভবিষ্যৎকে শেষ করার এই নতুন চক্রের সন্ধান মেলার পর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন দুর্গাপুরের বহু অভিভাবক ।

কিন্তু কারা এই যুবকদের মূল শক্তিদাতা ? নাবালিকার মা অভিযোগের আঙুল তুলেছেন কয়েকটি ক্লাবের দিকে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে । এই চক্রে যে বা যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে । পুলিশি তদন্তে উঠে আসছে এমন অনেক তথ্য, যেখানে শাসক দল এবং বিরোধী দলের কয়েকজন যুব নেতা এই চক্রের কুশীলবদের প্রশ্রয় দিচ্ছেন । ওই যুব নেতারা নিজেদের দলের নানা কার্যকলাপে এই যুবকদের ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠে আসছে ।

আরও পড়ুন: উলট পুরাণ! রাজধানীতে এবার পুরুষ সঙ্গীকে ছুরির কোপ মহিলার

এই ঘটনায় ধৃত রাহুল প্রামাণিকের সঙ্গে শাসকদল ও গেরুয়া শিবিরের অনেক যুব নেতার ছবি দেখা গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, দুর্গাপুর স্টিল টাউনশিপের মীরাবাঈ রোড, কণিষ্ক মার্কেট, রঘুনাথপুর মোড় ও বি-জোন এলাকার বেশ কিছু চায়ের দোকানের সামনে একদল যুবক নাবালিকাদের নেশার দ্রব্য সেবন করাচ্ছে । সন্ধ্যা নামলেই এই সমস্ত চায়ের দোকানের সামনে যুবকদের এবং এই নাবালিকাদের উপচে পড়া ভিড় দেখা যায় ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে ইটিভি ভারতকে ফোনে জানান, "পুলিশের পক্ষ থেকে স্টিল টাউনশিপের বিভিন্ন চায়ের ঠেকে এমন সন্ধান পাওয়ার পর ফাঁকা খেলার মাঠগুলিতেও নজরদারি চালানো হয় । আরও কড়া নজরদারি চালানো হবে এ বার ।"

তবে যারা এই চক্রের সঙ্গে জড়িত, তারা যে কোনও না কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় পালিত হচ্ছে তা কিন্তু স্পষ্ট । স্টিল টাউনশিপের বেশ কিছু 'রাজনৈতিক দাদা' নিজেদেরকে এলাকার ডন হিসাবে পরিচিত করতে এই সমস্ত যুবকদের ব্যবহার করছেন । আর এই যুবকরা সেই কারণেই নিজেদের ক্ষমতাশালী হিসেবে তুলে ধরে নাবালিকাদের ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে, তাদের জীবনে সর্বনাশ ডেকে আনছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহর দুর্গাপুরে ।

Last Updated : Jun 16, 2023, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.