দুর্গাপুর, 5 জুন: দুর্গাপুরের সিটি সেন্টারে বিনামূল্যে সবজি বাজারের আয়োজন। উদ্যোগে দুর্গাপুর 2 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর নগর নিগমের প্রায় সমস্ত ওয়ার্ড থেকে 160 জন দুস্থ মানুষ এই বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘অঞ্জলি’। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী রাখি তিওয়ারি সহ অন্যরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে "অঞ্জলি " শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়।
আনলক 1 ফেজ়ে মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে খাদ্য সামগ্রী। কাঁচা সবজির পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয় তাঁদের। কলমি শাক থেকে লাউ, ঝিঙে, পটল, কুমড়ো সহ বহু কাঁচা সবজি বিনামূল্যের সবজি বাজারে রাখা হয়। দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অযোস্থি, MIC( জল দপ্তর) পবিত্র চট্টোপাধ্যায় সহ দুর্গাপুর নগর নিগমের প্রায় সমস্ত কাউন্সিলর এই বিনামূল্যে সবজি বাজারে উপস্থিত ছিলেন। দুর্গাপুর নগর নিগমের প্রায় সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরের সহযোগিতায় দুস্থ মানুষদের বিনামূল্যে সবজি প্রদান করা হয়। এছাড়াও আজকের এই কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের চারাগাছ প্রদান করা হয়।