ETV Bharat / state

Four Bodies Found in Stone Mine Water: পরিত্যক্ত পাথর খাদান থেকে উদ্ধার শিশু-সহ চারজনের দেহ, চাঞ্চল্য আসানসোলে - চাঞ্চল্য আসানসোলে

পরিত্যক্ত পাথর খাদানের জলে ভাসমান অবস্থায় দেখা গেল চারটি দেহকে ৷ উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ৷

Bodies Found in Stone Mine Water
Bodies Found in Stone Mine Water
author img

By

Published : Jan 15, 2023, 10:04 PM IST

Updated : Jan 16, 2023, 9:06 AM IST

পরিত্যক্ত পাথর খাদানে ভাসছে শিশু সহ চারজনের দেহ

আসানসোল, 15 জানুয়ারি: আসানসোলে পরিত্যক্ত খাদানের জল থেকে উদ্ধার হল চারটি মৃতদেহ ৷ এর মধ্যে দুই শিশু (Four Bodies Found in Stone Mine Water) ৷ রবিবার খাদানের জলে দেহদু'টিকে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর আসানসোলের কাল্লা ছাতা পাথর এলাকায় । মনে করা হচ্ছে উদ্ধার হওয়া চারটি মৃতদেহ একই পরিবারের সদস্যদের। যদিও সনাক্তকরণ না-হওয়ায় নিশ্চিত করে তা এখনই বলা সম্ভব হচ্ছে না ৷ উদ্ধার কাজে নেমে প্রাথমিকভাবে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে ৷

উদ্ধারকাজ করতে করতে রবিবার সন্ধে নেমে যায় ৷ প্রথমাবস্থায় মনে করা হচ্ছিল রবিবার দেহগুলি জল থেকে তোলা সম্ভব নয় । এদিন বিকেলে আসানসোল উত্তর থানার অন্তর্গত কালনা ছাতা পাথর এলাকায় একটি পরিত্যক্ত পাথর খাদানে দেহগুলি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর ছড়িয়ে পড়ে আশেপাশে ৷ বহু মানুষ জমা হয়ে যায় খাদান এলাকায় । ঘটনাস্থলে আসে পুলিশ । আসে উদ্ধারকারী দল । উপর থেকে দেখে বোঝা যাচ্ছে চারটি দেহ ভাসছে পরিতক্ত্য খাদানের জমে থাকা জলে ৷

স্থানীয় বাসিন্দাদের অনুমান দেহগুলি একই পরিবারের । পাথর খাদানের পাশ দিয়েই গিয়েছে একটি রাস্তা। স্থানীয় কিছু বাসিন্দাদের অনুমান, কোনওভাবে রাস্তা দিয়ে যেতে গিয়ে পাথর খাদানের জলে পড়ে দুর্ঘটনায় শিকার হয়েছেন ওই চারজন ৷ তবে পাশাপাশি আত্মহত্যা করার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

ঝোপ, জঙ্গলে ভরা দীর্ঘদিন ধরেই ওই পাথর খাদানে পাথরকাটা হয় না ৷ ফলে পরিত্যক্ত অবস্থাতেই ওই পাথর খাদান পড়ে রয়েছে । তবে রাস্তার পাশে এই ধরনের বিপজ্জনক পাথর খাদান কীভাবে পড়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি, অবিলম্বে পাথরখাদানটিকে বুজিয়ে ফেলতে হবে । এর আগেও এরকমভাবেই পাথর খাদানে গাড়ি পড়ে গিয়েছে রাস্তা থেকে নিচে । মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে । কিন্তু তারপরও টনক নড়েনি প্রশাসনের বলে অভিযোগ । আসানসোল উত্তর থানার বিভিন্ন এলাকায় এই ধরনের পাথর খাদান বিপজ্জনকভাবে পড়ে রয়েছে ।

আরও পড়ুন: নেপালে বিমান দুর্ঘটনায় 44 দেহ উদ্ধার, যাত্রী-ক্রু মিলিয়ে ছিলেন 72 জন

পরিত্যক্ত পাথর খাদানে ভাসছে শিশু সহ চারজনের দেহ

আসানসোল, 15 জানুয়ারি: আসানসোলে পরিত্যক্ত খাদানের জল থেকে উদ্ধার হল চারটি মৃতদেহ ৷ এর মধ্যে দুই শিশু (Four Bodies Found in Stone Mine Water) ৷ রবিবার খাদানের জলে দেহদু'টিকে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর আসানসোলের কাল্লা ছাতা পাথর এলাকায় । মনে করা হচ্ছে উদ্ধার হওয়া চারটি মৃতদেহ একই পরিবারের সদস্যদের। যদিও সনাক্তকরণ না-হওয়ায় নিশ্চিত করে তা এখনই বলা সম্ভব হচ্ছে না ৷ উদ্ধার কাজে নেমে প্রাথমিকভাবে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে ৷

উদ্ধারকাজ করতে করতে রবিবার সন্ধে নেমে যায় ৷ প্রথমাবস্থায় মনে করা হচ্ছিল রবিবার দেহগুলি জল থেকে তোলা সম্ভব নয় । এদিন বিকেলে আসানসোল উত্তর থানার অন্তর্গত কালনা ছাতা পাথর এলাকায় একটি পরিত্যক্ত পাথর খাদানে দেহগুলি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর ছড়িয়ে পড়ে আশেপাশে ৷ বহু মানুষ জমা হয়ে যায় খাদান এলাকায় । ঘটনাস্থলে আসে পুলিশ । আসে উদ্ধারকারী দল । উপর থেকে দেখে বোঝা যাচ্ছে চারটি দেহ ভাসছে পরিতক্ত্য খাদানের জমে থাকা জলে ৷

স্থানীয় বাসিন্দাদের অনুমান দেহগুলি একই পরিবারের । পাথর খাদানের পাশ দিয়েই গিয়েছে একটি রাস্তা। স্থানীয় কিছু বাসিন্দাদের অনুমান, কোনওভাবে রাস্তা দিয়ে যেতে গিয়ে পাথর খাদানের জলে পড়ে দুর্ঘটনায় শিকার হয়েছেন ওই চারজন ৷ তবে পাশাপাশি আত্মহত্যা করার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

ঝোপ, জঙ্গলে ভরা দীর্ঘদিন ধরেই ওই পাথর খাদানে পাথরকাটা হয় না ৷ ফলে পরিত্যক্ত অবস্থাতেই ওই পাথর খাদান পড়ে রয়েছে । তবে রাস্তার পাশে এই ধরনের বিপজ্জনক পাথর খাদান কীভাবে পড়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি, অবিলম্বে পাথরখাদানটিকে বুজিয়ে ফেলতে হবে । এর আগেও এরকমভাবেই পাথর খাদানে গাড়ি পড়ে গিয়েছে রাস্তা থেকে নিচে । মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে । কিন্তু তারপরও টনক নড়েনি প্রশাসনের বলে অভিযোগ । আসানসোল উত্তর থানার বিভিন্ন এলাকায় এই ধরনের পাথর খাদান বিপজ্জনকভাবে পড়ে রয়েছে ।

আরও পড়ুন: নেপালে বিমান দুর্ঘটনায় 44 দেহ উদ্ধার, যাত্রী-ক্রু মিলিয়ে ছিলেন 72 জন

Last Updated : Jan 16, 2023, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.