ETV Bharat / state

কয়লা খনিতে ডুলির দড়ি ছিঁড়ে আহত পাঁচ শ্রমিক - andal coal mine incident

ডুলি করে খনিতে নামার সময় দড়ি ছিঁড়ে আহত পাঁচ শ্রমিক ৷ অন্ডালের খাসকাজোড়া কয়লা খনির ঘটনা ৷

কয়লাখনি
author img

By

Published : Aug 29, 2019, 12:23 PM IST

Updated : Aug 29, 2019, 1:58 PM IST

অন্ডাল, 29 অগাস্ট: ডুলি করে খনিতে নামার সময় দড়ি ছিঁড়ে আহত পাঁচ শ্রমিক ৷ অন্ডালের খাসকাজোড়া কয়লা খনির ঘটনা ৷ গুরুতর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ECL কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠন ৷

আজ সকালে খাসকাজোড়া কোলিয়ারির 10 নম্বর পিটের পাঁচ শ্রমিক ডুলিতে করে খনিগর্ভে কাজে নামার সময় হঠাৎই ডুলির দড়ি ছিঁড়ে নীচে পড়ে ৷ এর জেরে ডুলিতে থাকা পাঁচ শ্রমিক গুরুতর আহত হন ৷ আহত শ্রমিকদের অন্য একটি ডুলির সাহায্যে উপরে তোলা হয় ৷ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খনিগর্ভে নামার কাজে ব্যবহৃত ডুলিগুলোর কোনও সংস্কার করা হয় না ৷ "সেফটি ফার্স্ট, প্রোডাকশন মাস্ট" এই স্লোগান তুলে বেশ কিছুক্ষণ শ্রমিকরা বিক্ষোভও দেখান ৷ আহত শ্রমিকরা হলেন দুলাল মুচি, মদন কর্মকার, রামজিৎ সিং, সুনীল বাউরি ও রামজি সিং ৷ তাঁদের সকলেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

এই ঘটনায় INTTUC-সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসর সভাপতি হরেরাম সিং এই ঘটনার জন্য ECL কর্তৃপক্ষকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি ৷ শ্রমিকরা বারবার মেশিন সারানোর কথা বললেও কর্তৃপক্ষ বা ইঞ্জিনিয়ার সে কথায় কান দেননি ৷ "

ভিডিয়োয় শুনুন শ্রমিক সংগঠনের সভাপতির বক্তব্য

অন্ডাল, 29 অগাস্ট: ডুলি করে খনিতে নামার সময় দড়ি ছিঁড়ে আহত পাঁচ শ্রমিক ৷ অন্ডালের খাসকাজোড়া কয়লা খনির ঘটনা ৷ গুরুতর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ECL কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠন ৷

আজ সকালে খাসকাজোড়া কোলিয়ারির 10 নম্বর পিটের পাঁচ শ্রমিক ডুলিতে করে খনিগর্ভে কাজে নামার সময় হঠাৎই ডুলির দড়ি ছিঁড়ে নীচে পড়ে ৷ এর জেরে ডুলিতে থাকা পাঁচ শ্রমিক গুরুতর আহত হন ৷ আহত শ্রমিকদের অন্য একটি ডুলির সাহায্যে উপরে তোলা হয় ৷ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খনিগর্ভে নামার কাজে ব্যবহৃত ডুলিগুলোর কোনও সংস্কার করা হয় না ৷ "সেফটি ফার্স্ট, প্রোডাকশন মাস্ট" এই স্লোগান তুলে বেশ কিছুক্ষণ শ্রমিকরা বিক্ষোভও দেখান ৷ আহত শ্রমিকরা হলেন দুলাল মুচি, মদন কর্মকার, রামজিৎ সিং, সুনীল বাউরি ও রামজি সিং ৷ তাঁদের সকলেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

এই ঘটনায় INTTUC-সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসর সভাপতি হরেরাম সিং এই ঘটনার জন্য ECL কর্তৃপক্ষকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি ৷ শ্রমিকরা বারবার মেশিন সারানোর কথা বললেও কর্তৃপক্ষ বা ইঞ্জিনিয়ার সে কথায় কান দেননি ৷ "

ভিডিয়োয় শুনুন শ্রমিক সংগঠনের সভাপতির বক্তব্য
Intro:অন্ডালের খাসকাজোড়া কয়লাখনিতে দুর্ঘটনা। খনিগর্ভে ডুলি তে নামার সময় ডুলির রোপ ছিড়ে কয়লাখনিতে গিয়ে পড়ে ডুলিতে থাকা ৫ জন শ্রমিক।গুরুতর আহত অবস্থায় থাকা এই ৫ শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।সমস্ত শ্রমিক সংগঠন ইসিএল কর্তপক্ষের বিরুদ্ধে শ্রমিক নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগ তুললেন।শ্রমিকদের অভিযোগ এই সমস্ত ডুলি মেরামতির কাজ করা হয়না।শ্রমিক সংগঠনের নেতারা ই সি এল কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার জন্য দায়ী করে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।অন্ডালের খাসকাজোড়া কোলিয়ারির ১০ নম্বর পিটের ৫ জন খনিকর্মী ডুলি তে করে খনিগর্ভে কাজে যোগ দিতে নামার সময় কিছুটা নামার পরেই ডুলির রোপ ছিঁড়ে গেলে ডুলি গভীর খনিগর্ভে গিয়ে পড়ে।ডুলির ভেতরে থাকা ৫ জন শ্রমিক গুরুতর আহত অবস্থায় ডুলির ভেতরে আটকে থাকে।পরে তাদের উদ্ধার করে অন্য ডুলির সাহায্যে ওপরে তোলা হয়।দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অভিযোগ যে খনিতে স্লোগান দেওয়া হয় "" সেফটি ফার্স্ট,প্রোডাকশন মাস্ট""।আর আজ সেই খনিতে শুধুই উৎপাদন দেখা হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা নয়।এই ডুলি গুলির রক্ষনাবেক্ষন নিয়মিত করার কথা থাকলেও তা করা হয়না যে কারনেই এই দুর্ঘটনা।আই এন টি টি ইউ সি সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেস এর সভাপতি হরেরাম সিং ইসিএল কর্তৃপক্ষ কে এই ঘটনার জন্য দোষারোপ করেন।উত্তেজিত হরেরাম সিং এর মুখে ই সি এল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে অস্রাব্য শব্দ বেরতেও দেখা গেল ক্ষোভে।আগামী দিনে এই খনিতে কর্তব্যরত ইসিএল এর যারা আধিকারিক তাদের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার হুমকিও দিলেন সব শ্রমিক সংগঠন। Body:গConclusion:হ
Last Updated : Aug 29, 2019, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.