ETV Bharat / state

আসানসোলে পুলিশের জালে পাঁচ মহিলা হাত সাফাইকারী

author img

By

Published : May 30, 2021, 4:35 PM IST

একজনকে জেরা করতে আসানসোল স্টেশন চত্বরে ওই রকম আরও পাঁচ জন মহিলার খোঁজ মেলে । তারা প্রত্যেকেই একই চক্রের বলে জানা গিয়েছে । স্থানীয় বাসিন্দারা পাঁচ মহিলাকে ধরে নিয়ে আসেন এবং তাদের কাছ থেকেই উদ্ধার হয় মোবাইল ।

five women detained in asansol on snatching case
আসানসোলে ধরা পড়ল পাঁচ মহিলার ছিনতাই চক্রের

আসানসোল, 30 মে : কেঁচো খুঁড়তে কেউটে, এক চোরকে ধরতে বেরিয়ে এল পুরো দল । আসানসোল স্টেশন চত্বরে কয়েকদিন ধরেই আশ্রয় নিয়েছিলেন কয়েকজন মহিলা । সন্দেহ হচ্ছিল স্থানীয় দোকানদার, ব্যবসায়ীদের মধ্যে । তারই মধ্যে এক মহিলা আজ হাত সাফাই করতে গিয়ে ধরা পড়েন । ওই মহিলা ধরা পড়তেই সামনে এল পুরো চক্র । পুলিশ 6 জনকে আটক করে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে আসানসোল মাছ বাজারে দুই স্থানীয় মহিলা বাজার করতে গিয়েছিলেন । তাঁদের মধ্যে এক মহিলার ব্যাগ চুরি হয় । ব্যাগের মধ্যে সোনা রুপোর গহনা, মোবাইল ছিল । বাজারে সন্দেহজনক ঘুরতে থাকা অন্য আরেক যুবতীকে সন্দেহ হয় দু’জনের । তাঁরা তাঁকে ধরতে গেলে যুবতী ছুটে পালিয়ে যান । পরে পালিয়ে যাওয়া যুবতীকে আসানসোল স্টেশন চত্বরে দেখতে পাওয়া যায় । দুই মহিলার ব্যাগ চুরি যাওয়ার কথা স্থানীয় দোকানিদের জানিয়ে সন্দেহজনক যুবতীকে চিনিয়ে দিলে তাঁকে ধরে জেরা শুরু হয় ।

কান টানতেই মাথা, আসানসোলে ধরা পড়ল পাঁচ মহিলার ছিনতাই চক্রের

এরপর জেরার মুখে পড়ে মুরগির পালক ও আবর্জনার মধ্যে লুকিয়ে রাখা মহিলার চুরি হওয়া ব্যাগটি দেখিয়ে দেয় যুবতী । এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । কিন্তু ব্যাগের মধ্যে মোবাইল ছিল না । মোবাইল খুঁজতেই আসানসোল স্টেশন চত্বরে ওই রকম আরও পাঁচ জন মহিলার খোঁজ মেলে । তাঁরা প্রত্যেকেই একই চক্রের বলে জানা গিয়েছে । স্থানীয় বাসিন্দারা পাঁচ মহিলাকে ধরে নিয়ে আসেন এবং তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় মোবাইল ।

আরও পড়ুন : কাঁকসায় কিষান মান্ডিতে ফড়েদের দাপট, ধান বিক্রিতে সমস্যা চাষিদের

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল স্টেশন চত্বরে । পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ মহিলা পুলিশ নিয়ে এসে বাকি ওই পাঁচ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় । যদিও আটক মহিলা জানিয়েছেন, তিনি চুরি করেনি । ব্যাগটি আবর্জনার মধ্যে পড়েছিল । ভিক্ষা করার জন্যই তিনি নাকি পুরুলিয়া থেকে আসানসোল এসেছিলেন ।

আসানসোল, 30 মে : কেঁচো খুঁড়তে কেউটে, এক চোরকে ধরতে বেরিয়ে এল পুরো দল । আসানসোল স্টেশন চত্বরে কয়েকদিন ধরেই আশ্রয় নিয়েছিলেন কয়েকজন মহিলা । সন্দেহ হচ্ছিল স্থানীয় দোকানদার, ব্যবসায়ীদের মধ্যে । তারই মধ্যে এক মহিলা আজ হাত সাফাই করতে গিয়ে ধরা পড়েন । ওই মহিলা ধরা পড়তেই সামনে এল পুরো চক্র । পুলিশ 6 জনকে আটক করে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে আসানসোল মাছ বাজারে দুই স্থানীয় মহিলা বাজার করতে গিয়েছিলেন । তাঁদের মধ্যে এক মহিলার ব্যাগ চুরি হয় । ব্যাগের মধ্যে সোনা রুপোর গহনা, মোবাইল ছিল । বাজারে সন্দেহজনক ঘুরতে থাকা অন্য আরেক যুবতীকে সন্দেহ হয় দু’জনের । তাঁরা তাঁকে ধরতে গেলে যুবতী ছুটে পালিয়ে যান । পরে পালিয়ে যাওয়া যুবতীকে আসানসোল স্টেশন চত্বরে দেখতে পাওয়া যায় । দুই মহিলার ব্যাগ চুরি যাওয়ার কথা স্থানীয় দোকানিদের জানিয়ে সন্দেহজনক যুবতীকে চিনিয়ে দিলে তাঁকে ধরে জেরা শুরু হয় ।

কান টানতেই মাথা, আসানসোলে ধরা পড়ল পাঁচ মহিলার ছিনতাই চক্রের

এরপর জেরার মুখে পড়ে মুরগির পালক ও আবর্জনার মধ্যে লুকিয়ে রাখা মহিলার চুরি হওয়া ব্যাগটি দেখিয়ে দেয় যুবতী । এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । কিন্তু ব্যাগের মধ্যে মোবাইল ছিল না । মোবাইল খুঁজতেই আসানসোল স্টেশন চত্বরে ওই রকম আরও পাঁচ জন মহিলার খোঁজ মেলে । তাঁরা প্রত্যেকেই একই চক্রের বলে জানা গিয়েছে । স্থানীয় বাসিন্দারা পাঁচ মহিলাকে ধরে নিয়ে আসেন এবং তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় মোবাইল ।

আরও পড়ুন : কাঁকসায় কিষান মান্ডিতে ফড়েদের দাপট, ধান বিক্রিতে সমস্যা চাষিদের

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল স্টেশন চত্বরে । পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ মহিলা পুলিশ নিয়ে এসে বাকি ওই পাঁচ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় । যদিও আটক মহিলা জানিয়েছেন, তিনি চুরি করেনি । ব্যাগটি আবর্জনার মধ্যে পড়েছিল । ভিক্ষা করার জন্যই তিনি নাকি পুরুলিয়া থেকে আসানসোল এসেছিলেন ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.