ETV Bharat / state

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ, জখম 5 - দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ

আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানা কারখানার ব্লাস্ট ফার্নেসের CID (কোল ডাস্ট ইন্ড্রাস্ট্রিজ়) বিভাগে কয়লার গুঁড়ো ভরতি ট্যাঙ্কারে আগুন ধরে যায় । প্রাথমিক অনুমান, শটসার্কিট থেকে আগুন লাগে । যার জেরে ওই ট্যাঙ্কারের ভেতরে গ্যাস জমতে থাকে । গ্যাস বের হতে না পারায় বিস্ফোরণ হয় ।

DSP plant incident
দুর্গাপুর
author img

By

Published : Jan 12, 2020, 10:45 PM IST

Updated : Jan 12, 2020, 11:05 PM IST

দুর্গাপুর, 12 জানুয়ারি : রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেসের CID বিভাগের ব্রয়লারে বিস্ফোরণ ৷ দুই আধিকারিক সহ গুরুতর আহত 5 জন । আহতদের নাম মণীশ নিমা, সুজয় ঘোষ, সুব্রত বালা, সুরজিৎ কুন্ডু, নাসির আলম । তাঁদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ৷ এর মধ্যে চারজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানা কারখানার ব্লাস্ট ফার্নেসের CID (কোল ডাস্ট ইন্ড্রাস্ট্রিজ়) বিভাগে কয়লার গুঁড়ো ভরতি ট্যাঙ্কারে আগুন ধরে যায় । প্রাথমিক অনুমান, শটসার্কিট থেকে আগুন লাগে । এর ফলে ওই ট্যাঙ্কারের ভেতরে গ্যাস জমতে থাকে । গ্যাস বের হতে না পারায় বিস্ফোরণ হয় ।

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিস্ফোরণে জখম 5

বিস্ফোরের সময় ওখানে ছিলেন দুই আধিকারিক, একজন স্থায়ী কর্মী ও দুজন ঠিকা কর্মী । তাঁরা গুরুতর জখম হন । তাঁদের দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থার অবনতি হওয়ায় 4 জনকে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

এই দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ । সাংবাদিক বৈঠক করে তারা জানায়, তদন্ত কমিটি গঠন করা হয়েছে । এদিকে শ্রমিকরা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ৷ তাদের অভিযোগ, প্ল্যান্টের বিভিন্ন অংশ ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয় না ৷ DSP প্ল্যান্টের ভেতরে পুরানো যে সমস্ত পরিকাঠামো রয়েছে তা নিয়মিত দেখভাল হয় না । তাই এই দুর্ঘটনা ঘটেছে । কর্তৃপক্ষ নজর না দিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে শ্রমিকরা ।

দুর্গাপুর, 12 জানুয়ারি : রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেসের CID বিভাগের ব্রয়লারে বিস্ফোরণ ৷ দুই আধিকারিক সহ গুরুতর আহত 5 জন । আহতদের নাম মণীশ নিমা, সুজয় ঘোষ, সুব্রত বালা, সুরজিৎ কুন্ডু, নাসির আলম । তাঁদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ৷ এর মধ্যে চারজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানা কারখানার ব্লাস্ট ফার্নেসের CID (কোল ডাস্ট ইন্ড্রাস্ট্রিজ়) বিভাগে কয়লার গুঁড়ো ভরতি ট্যাঙ্কারে আগুন ধরে যায় । প্রাথমিক অনুমান, শটসার্কিট থেকে আগুন লাগে । এর ফলে ওই ট্যাঙ্কারের ভেতরে গ্যাস জমতে থাকে । গ্যাস বের হতে না পারায় বিস্ফোরণ হয় ।

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিস্ফোরণে জখম 5

বিস্ফোরের সময় ওখানে ছিলেন দুই আধিকারিক, একজন স্থায়ী কর্মী ও দুজন ঠিকা কর্মী । তাঁরা গুরুতর জখম হন । তাঁদের দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থার অবনতি হওয়ায় 4 জনকে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

এই দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ । সাংবাদিক বৈঠক করে তারা জানায়, তদন্ত কমিটি গঠন করা হয়েছে । এদিকে শ্রমিকরা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ৷ তাদের অভিযোগ, প্ল্যান্টের বিভিন্ন অংশ ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয় না ৷ DSP প্ল্যান্টের ভেতরে পুরানো যে সমস্ত পরিকাঠামো রয়েছে তা নিয়মিত দেখভাল হয় না । তাই এই দুর্ঘটনা ঘটেছে । কর্তৃপক্ষ নজর না দিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে শ্রমিকরা ।

Intro:রাষ্ট্রায়াত্ব দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে সিডিআই বিভাগের ব্রয়লার বিষ্ফোরনের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত 5 জন। দুর্গাপুর ইস্পাত হাসপাতলে তাদেরকে দ্রুত নিয়ে আসা হলে চারজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং একজন এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন। দুর্গাপুর ইস্পাত কারখানা কারখানার ব্লাস্ট ফার্নেসের সি ডি আই (কোল ডাস্ট ইন্ড্রাস্ট্রিজ)তে কয়লার গুড়ো ভর্তি ট্যাঙ্কারের ভেতরে শটসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। সেই আগুন থেকেই ওই ট্যাঙ্কারের ভেতরে আগুনের জেরে গ্যাস হওয়ার পরে তা বেরোতে না পারায় বিষ্ফোরনের জেরে ওই জায়গায় থাকা দুই আধিকারিক,একজন স্থায়ী কর্মী ও দুজন ঠিকা কর্মী অগ্নিদগ্ধ হয়।তাদের দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে আসা হয়।আশঙ্কাজনক থাকা ৪ জনকে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনা কেনও?গাফিলতির অভিযোগ উঠছে।রক্ষানাবেক্ষন হয়নি ঠিকমত এমন অভিযোগ উঠছে।আহত দের নাম মনীষ নিমা,সুজয় ঘোষ,সুব্রত বালা,সুরজিৎ কুন্ডু,নাসির আলম।ডিএসপি প্ল্যান্টের ভেতরে দীর্ঘ পুরানো যে পরিকাঠামো তা নিয়মিত দেখভাল না হওয়ার কারনে এই বিপত্তি ঘটে।Body:গConclusion:হ
Last Updated : Jan 12, 2020, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.