ETV Bharat / state

পুকুরে ভেসে উঠল অসংখ্য মরা মাছ, বিষপ্রয়োগের অভিযোগ আসানসোলে

ভেসে উঠল এক পুকুর মরা মাছ৷ জলে গেল মাছ-চাষির খাটুনি৷ বাংলার গ্রামাঞ্চলে সরস্বতী পুজোর দিনেই হয় সিজান উৎসব৷ সেই উৎসবের জন্য আসানসোল সরাকডিহি গ্রামের কমলিয়া পুকুরে চাষ হয়েছিল মাছ, তাতেই বিষ দিল দু্ষ্কৃতীরা৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

author img

By

Published : Jan 25, 2020, 10:48 AM IST

sizan-fish-poisoned-pond
পুকুরে বিষ দিল দু্ষ্কৃতীরা

আসানসোল, 25 জানুয়ারি: সিজান উৎসবের জন্য পুকুরে চাষ হয়েছিল মাছ, তাতে বিষ দেওয়ার অভিযোগ উঠল ৷ গতকাল পুকুরে ভেসে উঠেছিল অসংখ্য মরা মাছ ৷ শীত শেষের মরসুমে বাংলার গ্রামাঞ্চলের অন্যতম 'সিজান উৎসব'। লোকাচার অনুযায়ী, সরস্বতী পুজোর দিন রান্না করে পরদিন সেই ঠান্ডা ভাত খাওয়ার নিয়ম রয়েছে উৎসবে। ঘরে ঘরে তৈরি হয় নানা পদ। যার অন্যতম, পুকুরে ধরা টাটকা মাছের ব্যঞ্জন।

পুকুরে বিষ দিয়ে সিজান উৎসবের মাছ মারল দু্ষ্কৃতীরা

গ্রামবাসীদের বক্তব্য, উৎসবের জন্য সারাবছর ধরে মাছ চাষ করা হত আসানসোল উত্তর থানার এই সরাকডিহি গ্রামের কমলিয়া পুকুরে। আর আজ দেখা যায় সেই পুকুরের সমস্ত মাছ ভেসে উঠেছে। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, জলে বিষ দিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মাছগুলি মেরেছে ।

সকালের দিকে দু-একটি মাছ ভাসতে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুকুর জুড়ে ভেসে ওঠে অসংখ্য মৃত মাছ । শেষ পর্যন্ত পুকুরে থাকা সমস্ত মাছই মারা যায়।
স্থানীয় বাসিন্দা উত্তম খাঁ বলেন, ''পুকুরে প্রায় 15 কুইন্টাল মাছ ছিল। মূলত সিজান উৎসবের জন্যই মাছ চাষ করা হয়েছিল। নিয়মমতো আগামী 28 ও 29 তারিখে মাছ ধরা হত। কিন্তু তার আগেই দুষ্কতীরা বিষ দিয়ে মাছ মেরে দিল। আমরা পুলিশকে জানিয়েছি।''

খবর পেয়ে ঘটনাস্থানে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানা যায়নি ৷

আসানসোল, 25 জানুয়ারি: সিজান উৎসবের জন্য পুকুরে চাষ হয়েছিল মাছ, তাতে বিষ দেওয়ার অভিযোগ উঠল ৷ গতকাল পুকুরে ভেসে উঠেছিল অসংখ্য মরা মাছ ৷ শীত শেষের মরসুমে বাংলার গ্রামাঞ্চলের অন্যতম 'সিজান উৎসব'। লোকাচার অনুযায়ী, সরস্বতী পুজোর দিন রান্না করে পরদিন সেই ঠান্ডা ভাত খাওয়ার নিয়ম রয়েছে উৎসবে। ঘরে ঘরে তৈরি হয় নানা পদ। যার অন্যতম, পুকুরে ধরা টাটকা মাছের ব্যঞ্জন।

পুকুরে বিষ দিয়ে সিজান উৎসবের মাছ মারল দু্ষ্কৃতীরা

গ্রামবাসীদের বক্তব্য, উৎসবের জন্য সারাবছর ধরে মাছ চাষ করা হত আসানসোল উত্তর থানার এই সরাকডিহি গ্রামের কমলিয়া পুকুরে। আর আজ দেখা যায় সেই পুকুরের সমস্ত মাছ ভেসে উঠেছে। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, জলে বিষ দিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মাছগুলি মেরেছে ।

সকালের দিকে দু-একটি মাছ ভাসতে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুকুর জুড়ে ভেসে ওঠে অসংখ্য মৃত মাছ । শেষ পর্যন্ত পুকুরে থাকা সমস্ত মাছই মারা যায়।
স্থানীয় বাসিন্দা উত্তম খাঁ বলেন, ''পুকুরে প্রায় 15 কুইন্টাল মাছ ছিল। মূলত সিজান উৎসবের জন্যই মাছ চাষ করা হয়েছিল। নিয়মমতো আগামী 28 ও 29 তারিখে মাছ ধরা হত। কিন্তু তার আগেই দুষ্কতীরা বিষ দিয়ে মাছ মেরে দিল। আমরা পুলিশকে জানিয়েছি।''

খবর পেয়ে ঘটনাস্থানে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানা যায়নি ৷

Intro:Ready to upload

গ্রামাঞ্চলের মানুষদের কাছে আজও জনপ্রিয় সিজান উত্সব। সরস্বতী পুজোর দিন রান্না করে তার পরের দিন ঠান্ডা ভাত খাওয়ার নিয়ম এই উত্সবে। তৈরি করা হয় নানান পদ। তারমধ্যে পুকুরে ধরা টাটকা মাছ অন্যতম। আর এই সিজান উত্সবের জন্য সারাবছর ধরে মাছ চাষ করা হত আসানসোল উত্তর থানার সরাকডিহি গ্রামের কমলিয়া পুকুরে। আজ দেখা যায় এই পুকুরে সব মাছ ভেসে উঠেছে। বাসিন্দাদের দাবি বিষ প্রয়োগ করেই দুস্কৃতিরা মেরে ফেলেছে মাছগুলিকে।Body:আজ সকালে পুকুরে গিয়ে বাসিন্দারা দেখেন দুএকটি মাছ ভাসছে। বেলা যত বাড়তে থাকে মৃত মাছ ভেসে উঠতে থাকে পুকুর জুড়ে। শেষ পর্যন্ত পুকুরে থাকা সমস্ত মাছই মারা যায়।
স্থানীয় বাসিন্দা উত্তম খাঁ জানান, প্রায় ১৫ কুইন্টাল মাছ ছিল পুকুরে। সিজান উত্সবের জন্যই সারাবছর এই পুকুরে মাছ চাষ করা হয়েছিল। আগামী ২৮-২৯ তারিখে মাছ ধরা হত। কিন্তু তার আগেই দুস্কৃতিরা বিষ দিয়ে মাছ মেরে ফেলল। আমরা পুলিশকে জানিয়েছি সম্পুর্ণ বিষয়টি।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.