আসানসোল, 25 জানুয়ারি: সিজান উৎসবের জন্য পুকুরে চাষ হয়েছিল মাছ, তাতে বিষ দেওয়ার অভিযোগ উঠল ৷ গতকাল পুকুরে ভেসে উঠেছিল অসংখ্য মরা মাছ ৷ শীত শেষের মরসুমে বাংলার গ্রামাঞ্চলের অন্যতম 'সিজান উৎসব'। লোকাচার অনুযায়ী, সরস্বতী পুজোর দিন রান্না করে পরদিন সেই ঠান্ডা ভাত খাওয়ার নিয়ম রয়েছে উৎসবে। ঘরে ঘরে তৈরি হয় নানা পদ। যার অন্যতম, পুকুরে ধরা টাটকা মাছের ব্যঞ্জন।
গ্রামবাসীদের বক্তব্য, উৎসবের জন্য সারাবছর ধরে মাছ চাষ করা হত আসানসোল উত্তর থানার এই সরাকডিহি গ্রামের কমলিয়া পুকুরে। আর আজ দেখা যায় সেই পুকুরের সমস্ত মাছ ভেসে উঠেছে। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, জলে বিষ দিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মাছগুলি মেরেছে ।
সকালের দিকে দু-একটি মাছ ভাসতে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুকুর জুড়ে ভেসে ওঠে অসংখ্য মৃত মাছ । শেষ পর্যন্ত পুকুরে থাকা সমস্ত মাছই মারা যায়।
স্থানীয় বাসিন্দা উত্তম খাঁ বলেন, ''পুকুরে প্রায় 15 কুইন্টাল মাছ ছিল। মূলত সিজান উৎসবের জন্যই মাছ চাষ করা হয়েছিল। নিয়মমতো আগামী 28 ও 29 তারিখে মাছ ধরা হত। কিন্তু তার আগেই দুষ্কতীরা বিষ দিয়ে মাছ মেরে দিল। আমরা পুলিশকে জানিয়েছি।''
খবর পেয়ে ঘটনাস্থানে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানা যায়নি ৷