ETV Bharat / state

আসানসোলে তৈরি হল প্রথম আর্ট গ্যালারি - First Art Gallery in Asansole

শিল্পীরা বহুদিন ধরেই একটি আর্ট গ্যালারির দাবি জানাচ্ছিল । অবশেষে পৌরনিগমের উদ্যোগে আসানসোলে প্রথম আর্ট গ্যালারি তৈরি করা হল ।

gallery
আর্ট গ্যালারি
author img

By

Published : Mar 16, 2020, 4:03 PM IST

Updated : Mar 16, 2020, 6:23 PM IST

আসানসোল, 16 মার্চ : ছবি প্রদর্শনের জন্য আসানসোলে সেরকম কোনও আর্ট গ্যালারি ছিল না । শিল্পীরাও বহুদিন ধরেই একটি আর্ট গ্যালারির দাবি জানাচ্ছিলেন । অবশেষে পৌরনিগমের উদ্যোগে আসানসোলে প্রথম আর্ট গ্যালারি তৈরি করা হল । আসানসোলের BNR মোড়ের কাছের এই আর্ট গ্যালারি এখন উদ্বোধনের অপেক্ষায় ।

আঁকা ছবি হোক কিংবা ফোটোগ্রাফি, এতোদিন শহরে সেই সমস্ত কিছুর প্রদর্শনী হত বিভিন্ন মেলায় কিংবা প্রেক্ষাগৃহ ভাড়া করে । শুধুমাত্র প্রদর্শনীর জন্য কোনও কক্ষ বা ভবন আসানসোলে ছিল না । আসানসোলের শিল্পীরা মেয়র জিতেন্দ্র তিওয়ারির কাছে দাবি জানিয়েছিলেন আসানসোলে একটি আর্ট গ্যালারির জন্য । সেইমতোই BNR মোড়ের কাছে তৈরি করা হয়েছে আসানসোলের প্রথম আর্ট গ্যালারি । এই আর্ট গ্যালারিকে বিদ্যাসাগরের নামে নামাঙ্কিত করা হয়েছে । কিছুদিনের মধ্যে এই আর্ট গ্যালারির উদ্বোধন হবে বলে পৌরনিগম সূত্রে খবর ।

আসানসোলে তৈরি প্রথম আর্ট গ্যালারি

পৌরভোটের আগে এই আর্ট গ্যালারি তৈরি শাসকদলের পক্ষেই যাবে বলে মত ওয়াকিবহালের । তবে, ইতিমধ্যে এই নবনির্মিত আর্ট গ্যালারি ঘিরে শিল্পীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । বিশিষ্ট চিত্রশিল্পী কাজল ভট্টাচার্য্য জানালেন, কোনও গ্যালারিতে জানালা থাকে না । জানালা থাকলে আলোর ব্যবহারের ক্ষেত্রে, ছবি প্রদর্শনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হতে পারে । এই আর্ট গ্যালারিতে দেখলাম বেশ কয়েকটি জানালা আছে । ভিতরের পরিকাঠামো ঠিকঠাক করে যদি সঠিক প্রদর্শনী কক্ষ বানানো যায় তাহলে আসানসোলে জন্য একটি বড় কাজ হয়েছে ।

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "অনেকদিন ধরেই আসানসোলের মানুষ গ্যালারির দাবি জানাচ্ছিল । সেই পূরণ করতে পেরে ভালো লাগছে ।"

আসানসোল, 16 মার্চ : ছবি প্রদর্শনের জন্য আসানসোলে সেরকম কোনও আর্ট গ্যালারি ছিল না । শিল্পীরাও বহুদিন ধরেই একটি আর্ট গ্যালারির দাবি জানাচ্ছিলেন । অবশেষে পৌরনিগমের উদ্যোগে আসানসোলে প্রথম আর্ট গ্যালারি তৈরি করা হল । আসানসোলের BNR মোড়ের কাছের এই আর্ট গ্যালারি এখন উদ্বোধনের অপেক্ষায় ।

আঁকা ছবি হোক কিংবা ফোটোগ্রাফি, এতোদিন শহরে সেই সমস্ত কিছুর প্রদর্শনী হত বিভিন্ন মেলায় কিংবা প্রেক্ষাগৃহ ভাড়া করে । শুধুমাত্র প্রদর্শনীর জন্য কোনও কক্ষ বা ভবন আসানসোলে ছিল না । আসানসোলের শিল্পীরা মেয়র জিতেন্দ্র তিওয়ারির কাছে দাবি জানিয়েছিলেন আসানসোলে একটি আর্ট গ্যালারির জন্য । সেইমতোই BNR মোড়ের কাছে তৈরি করা হয়েছে আসানসোলের প্রথম আর্ট গ্যালারি । এই আর্ট গ্যালারিকে বিদ্যাসাগরের নামে নামাঙ্কিত করা হয়েছে । কিছুদিনের মধ্যে এই আর্ট গ্যালারির উদ্বোধন হবে বলে পৌরনিগম সূত্রে খবর ।

আসানসোলে তৈরি প্রথম আর্ট গ্যালারি

পৌরভোটের আগে এই আর্ট গ্যালারি তৈরি শাসকদলের পক্ষেই যাবে বলে মত ওয়াকিবহালের । তবে, ইতিমধ্যে এই নবনির্মিত আর্ট গ্যালারি ঘিরে শিল্পীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । বিশিষ্ট চিত্রশিল্পী কাজল ভট্টাচার্য্য জানালেন, কোনও গ্যালারিতে জানালা থাকে না । জানালা থাকলে আলোর ব্যবহারের ক্ষেত্রে, ছবি প্রদর্শনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হতে পারে । এই আর্ট গ্যালারিতে দেখলাম বেশ কয়েকটি জানালা আছে । ভিতরের পরিকাঠামো ঠিকঠাক করে যদি সঠিক প্রদর্শনী কক্ষ বানানো যায় তাহলে আসানসোলে জন্য একটি বড় কাজ হয়েছে ।

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "অনেকদিন ধরেই আসানসোলের মানুষ গ্যালারির দাবি জানাচ্ছিল । সেই পূরণ করতে পেরে ভালো লাগছে ।"

Last Updated : Mar 16, 2020, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.