ETV Bharat / state

BJP-র বিজয় মিছিলে বোমাবাজি, গুলি ; জখম 8

বিজয় মিছিলকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় জখম সাত থেকে আট জন BJP কর্মী । দুর্গাপুরের ফরিদপুর থানার ধ্বনি গ্রামের ঘটনা ।

এলাকায় মোতায়েন পুলিশ
author img

By

Published : Jun 12, 2019, 12:18 PM IST

দুর্গাপুর, 12 জুন: BJP-র বিজয় উৎসবে চলল গুলি । হল বোমাবাজি । বিজয় মিছিলকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় জখম সাত থেকে আট জন BJP কর্মী । দুর্গাপুরের ফরিদপুর থানার ধ্বনি গ্রামের ঘটনা ।

জানা গেছে, আজ সকাল 10টা নাগাদ ফরিদপুরের লবনাপাড়া থেকে বিজয় মিছিল ধ্বনিগ্রামের দিকে আসতেই মিছিল লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় । অভিযোগ, মিছিলকে ছত্রভঙ্গ করতেই বোমাবাজির পাশাপাশি গুলিও চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনায় মিছিলের সামনে থাকা BJP নেতা কাজল হাজরার পায়ে গুলি লাগে । অন্য এক BJP নেতা বিমল বেসরার ওপরও আক্রমণ চালায় তৃণমূলের কর্মী-সমর্থকরা । BJP সূত্রে জানা গেছে, বিজয় মিছিল ধ্বনিগ্রামে আসতেই চারদিক ঘিরে ফেলা হয় । তারপরই আক্রমণ চালায় দুষ্কৃতীরা । বিমল বেসরার মাথা ফাটে । জখম হন কমপক্ষে আট জন কর্মী ।

খবর পেয়েই ঘটনাস্থানে আসে পুলিশ, কমব্যাট ফোর্স, RAF । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । ফরিদপুরের তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, "কোনওভাবেই তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় । BJP-র বিক্ষুব্ধ গোষ্ঠীই এই হামলা চালিয়েছে ।"

দুর্গাপুর, 12 জুন: BJP-র বিজয় উৎসবে চলল গুলি । হল বোমাবাজি । বিজয় মিছিলকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় জখম সাত থেকে আট জন BJP কর্মী । দুর্গাপুরের ফরিদপুর থানার ধ্বনি গ্রামের ঘটনা ।

জানা গেছে, আজ সকাল 10টা নাগাদ ফরিদপুরের লবনাপাড়া থেকে বিজয় মিছিল ধ্বনিগ্রামের দিকে আসতেই মিছিল লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় । অভিযোগ, মিছিলকে ছত্রভঙ্গ করতেই বোমাবাজির পাশাপাশি গুলিও চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনায় মিছিলের সামনে থাকা BJP নেতা কাজল হাজরার পায়ে গুলি লাগে । অন্য এক BJP নেতা বিমল বেসরার ওপরও আক্রমণ চালায় তৃণমূলের কর্মী-সমর্থকরা । BJP সূত্রে জানা গেছে, বিজয় মিছিল ধ্বনিগ্রামে আসতেই চারদিক ঘিরে ফেলা হয় । তারপরই আক্রমণ চালায় দুষ্কৃতীরা । বিমল বেসরার মাথা ফাটে । জখম হন কমপক্ষে আট জন কর্মী ।

খবর পেয়েই ঘটনাস্থানে আসে পুলিশ, কমব্যাট ফোর্স, RAF । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । ফরিদপুরের তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, "কোনওভাবেই তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় । BJP-র বিক্ষুব্ধ গোষ্ঠীই এই হামলা চালিয়েছে ।"

Intro:দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার ধবনি গ্রামে বুধবার সকাল দশটা নাগাদ বিজেপির বিজয় উৎসব যাত্রা চলছিল। সেই মিছিল লবনা পাড়া গ্রাম থেকে ধবনি গ্রামের দিকে আসতেই মিছিলকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোড়া হয়, চলে কয়েক রাউন্ড গুলি। মিছিলের সামনে থাকা ধবনি গ্রামের বাসিন্দা বিজেপি নেতা কাজল হাজরার পায়ে গুলি লাগে, এবং লবনাপাড়া গ্রামের বিজেপি নেতা বিমল বেসরাকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক রা বলে অভিযোগ।তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। চারিদিক থেকে মিছিল কে ঘিরে ফেলে তৃণমূলের লোকেরা বলেও অভিযোগ। চলে এলোপাথাড়ি আক্রমণ। বিমল বেসরার মাথায় মারাত্মক চোট লাগে। দ্রুত তাদেরকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনার জেরে কমপক্ষে সাত-আটজন বিজেপি কর্মী যারা গুরুতর জখম বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে। ফরিদপুর থানা এলাকার ধবনি গ্রাম, আপাতদৃষ্টিতে এই গ্রাম অত্যন্ত শান্ত এবং নিরীহ গ্রাম। বুধবার সেই গ্রাম হয়ে উঠল রক্তাক্ত। বারুদের গন্ধে গোটা গ্রাম শিউরে উঠলো। আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ধবনি গ্রাম। বাবুল সুপ্রিয় এখান থেকে জয়লাভ করায় বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহিত হয়ে আজ বিজয় যাত্রা উৎসবের ডাক দেয়। লবনাপাড়া গ্রাম থেকে সেই বিজয় যাত্রা উৎসবের মিছিল ধবনি গ্রামের দিকে আসা মাত্রই আগে থেকেই তৈরী থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিলের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। এই ঘটনার পর থমথমে গোটা গ্রাম। ঘটনাস্থলে পুলিশ, কমব্যাট ফোর্স এবং র‍্যাফ নামানো হয়েছে। উল্লেখ্য 2016 সালে এই বিমল বেসরাকে মাথায় জোরালো আঘাত করা হয়েছিল বিজেপি করার অপরাধে। সেই সময় কলকাতার পিজি হাসপাতালের মরণাপন্ন অবস্থা থেকে ফিরে আসেন বিমল বেসরা।ফের একবার তার মাথাতেই আবার মারাত্মক আঘাত করা হলো।। স্বাভাবিকভাবেই তার জীবন যে সংকটের মুখে তাঁর বলার অপেক্ষা রাখে না। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে ফরিদপুর ব্লক এর সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, ""কোনভাবেই তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সাথে জড়িত নয়। আপনারা খোঁজ নিয়ে দেখুন এই মিছিলে যারা আক্রমণ চালিয়েছে তারা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী।"" ধবনি গ্রামের চাপা উত্তেজনা। পরিস্থিতি একেবারে ভয়াবহ।Body:KpiConclusion:Copy
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.