ETV Bharat / state

অ্যালয় স্টিল প্ল্যান্টে আগুন, ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন

দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত কারখানায় আগুন লাগে । ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছেছে । তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি ।

অ্যালয় স্টিল প্ল্যান্টে আগুন
author img

By

Published : May 10, 2019, 11:22 PM IST

দুর্গাপুর, 10 মে : আগুন লাগল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল প্ল্যান্ট কারখানায় । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন । তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি । কারখানার মেইনটেনন্স বিভাগে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে ।

অ্যালয় স্টিল প্ল্যান্টে আগুন : দেখুন ভিডিয়ো

2018 সালের ডিসেম্বর মাসে এই কারখানা বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার । সেই কারখানাতেই আজ রাতে আগুন লাগে । আগুনের জেরে মেইনটেনন্স বিভাগের বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে । আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন । তবে তিন ঘণ্টা চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি ।

দুর্গাপুর, 10 মে : আগুন লাগল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল প্ল্যান্ট কারখানায় । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন । তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি । কারখানার মেইনটেনন্স বিভাগে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে ।

অ্যালয় স্টিল প্ল্যান্টে আগুন : দেখুন ভিডিয়ো

2018 সালের ডিসেম্বর মাসে এই কারখানা বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার । সেই কারখানাতেই আজ রাতে আগুন লাগে । আগুনের জেরে মেইনটেনন্স বিভাগের বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে । আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন । তবে তিন ঘণ্টা চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি ।

Intro:দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ব এ এস পি কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বিভাগ। এই কারখানার মেইনটেনেন্স বিভাগে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিল্প শহর দুর্গাপুরের আ্যলয় স্টিল প্লান্ট, যে কারখানা কে ঘিরে ইতিমধ্যেই সরগরম। 2018 সালের ডিসেম্বর মাসে এই কারখানা বিলগ্নীকরন এর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এই কারখানার বিলগ্নীকরণ এখন কিছুটা হলেও স্থগিত হয়ে আছে। সেই এএসপি কারখানাতে শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে। আগুন এর জেরে এই কারখানার মেনটেনেন্স বিভাগের বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যাচ্ছে। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পাঁচটি দমকলের ইঞ্জিন আসে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.